X
শনিবার, ১৮ মে ২০২৪
৪ জ্যৈষ্ঠ ১৪৩১
মিয়ানমারের বিশেষ দূতের ঢাকা সফর

রোহিঙ্গা সমস্যার সমাধান চায় বাংলাদেশ

শেখ শাহরিয়ার জামান
০৫ জানুয়ারি ২০১৭, ২১:২২আপডেট : ০৯ জানুয়ারি ২০১৭, ২০:০৮

বাংলাদেশ-মিয়ানমার রোহিঙ্গা ইস্যুতে আলোচনার জন্য ঢাকা আসছেন মিয়ানমারের বিশেষ দূত। গত বছরের ৯ অক্টোবর বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের কাছে সে দেশের পুলিশ চৌকিতে আক্রমণে কয়েকজন পুলিশ সদস্য নিহত হন। এর তিনমাস পর বাংলাদেশের সঙ্গে আলোচনার সিদ্ধান্ত নিয়েছে মিয়ানমার। আর এই লক্ষ্যেই ঢাকায়  বিশেষ দূত হিসেবে দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী ইউ কিও তিনকে পাঠাচ্ছে সে দেশের সরকার। এ প্রসঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, ‘মিয়ানমারের বিশেষ দূতকে ১২ জানুয়ারি ঢাকায় পাঠাতে চেয়েছিল। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় না থাকায় ১১ জানুয়ারি বিশেষ দূত বাংলাদেশে আসছেন। বিশেষ দূতের সঙ্গে বৈঠকে জানাব, আমরা রোহিঙ্গা সমস্যার সমাধান চাই। এ জন্যই আমরা মিয়ানমারের সঙ্গে আলোচনায় আগ্রহী।’

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা বলেন, ‘মিয়ানমারের বিশেষ দূত তার  ঢাকা সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।  এছাড়া পররাষ্ট্রমন্ত্রী এ এইচএম মাহমুদ আলী ও পররাষ্ট্র সচিব এম শহীদুল হকের সঙ্গেও বৈঠক করবেন।’

মিয়ানমারের বিশেষ দূত কেন ঢাকা আসছেন—জানতে চাইলে ওই কর্মকর্তা বলেন, ‘এর তিনটি কারণ থাকতে পারে। প্রথম কারণ, ১৯ জানুয়ারি মালয়েশিয়ায় ওআইসি-এর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক আছে রোহিঙ্গা বিষয়ে। এ কারণেই ওই বৈঠকের আগেই বাংলাদেশের সঙ্গে এ বিষয়ে আলোচনা করতে চায় মিয়ানমার। দ্বিতীয়ত, মিয়ানমার আন্তর্জাতিক অঙ্গনকে দেখাতে চায়, তারা বাংলাদেশের সঙ্গে এ বিষয়ে আলোচনা করছে। তৃতীয়ত, তারা দেখাতে চায়, তাদের উদ্দেশ্য ভালো। তারা রোহিঙ্গা সমস্যার সমাধান চায়। কিন্তু রোহিঙ্গা সমস্যার সমাধানের সম্ভাবনা অত্যন্ত কম।’

এ বিষয়ে সরকারের একজন কর্মকর্তা বলেন, ‘আমরা তাদের এ সফরের উদ্দেশ্য নিয়ে সন্দিহান। কারণ তাদের উদ্দেশ্য যদি এ সমস্যার সমাধান হয়ে থাকে, তবে তারা এতদিন পরে কেন ঢাকার সঙ্গে যোগাযোগ করছে?’ তিনি বলেন, ‘অক্টোবর মাসে রোহিঙ্গাদের ওপর হামলার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার চিঠি নিয়ে মিয়ানমারে আমাদের রাষ্ট্রদূত যখন অং সান সু চির সঙ্গে দেখা করতে চেয়েছিলেন, তখন সু চি দেখা করেননি। কিন্তু অনেক দেশের রাষ্ট্রদূতকে তিনি সময় দিয়েছেন।’

ওই কর্মকর্তা আরও বলেন, ‘গত তিন মাসে এমন কোনও মনোভাব তারা দেখায়নি,  যা থেকে বোঝা যায়, তারা রোহিঙ্গা সমস্যার সমাধান চায়।’ তবে তিনি এও বলেন, ‘এ সমস্যা সমাধানের জন্য মুক্তমনে মিয়ানমারের সঙ্গে আলোচনা করতে প্রস্তুত ঢাকা। এখন মিয়ানমার ইতিবাচক মনোভাব দেখায় কিনা, তা-ই দেখার বিষয়।’

উল্লেখ্য, গত বছরের ৯ অক্টোবর মিয়ানমারের পুলিশ চৌকিতে আক্রমণের পরে রোহিঙ্গাদের ওপর আক্রমণ চালায়  মিয়ানমারের সশস্ত্র বাহিনী। ওই ঘটনায় বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার হিসাব অনুযায়ী এখন পর্যন্ত শতাধিক রোহিঙ্গা নিহত হয়েছে এবং ৫০ হাজারেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হয়েছে।

বংশ পরম্পরায় রোহিঙ্গারা মিয়ানমারে বসবাস করলেও দেশটির সরকার তাদের নাগরিকত্ব স্বীকার করে না। রোহিঙ্গারাও মিয়ানমারে কোনও ধরনের নাগরিক সুবিধা ভোগ করে না।

 আরও পড়ুন: বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে বাড়ছে নজরদারি

/এমএনএইচ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
কিশোরগঞ্জে নারীর মৃত্যুর ঘটনা তদন্ত করবে র‍্যাব
কিশোরগঞ্জে নারীর মৃত্যুর ঘটনা তদন্ত করবে র‍্যাব
শেখ হাসিনার বিরুদ্ধে সব ষড়যন্ত্র রাজপথে মোকাবিলা করতে হবে: পরশ
শেখ হাসিনার বিরুদ্ধে সব ষড়যন্ত্র রাজপথে মোকাবিলা করতে হবে: পরশ
গাজায় ইসরায়েলি আগ্রাসন রুখতে বিশ্ববাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এবি পার্টির
গাজায় ইসরায়েলি আগ্রাসন রুখতে বিশ্ববাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এবি পার্টির
‘অনিবন্ধিত ওয়েব পোর্টাল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়’
‘অনিবন্ধিত ওয়েব পোর্টাল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়’
সর্বাধিক পঠিত
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
মামুনুল হক ডিবিতে
মামুনুল হক ডিবিতে
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন প্রধান বিচারপতির
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন প্রধান বিচারপতির
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি