X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

বিশ্বের সব ভাষার সংগ্রহশালা মাতৃভাষা ইনস্টিটিউট ও জাদুঘর

এস এম আববাস
২২ ফেব্রুয়ারি ২০১৭, ০২:১১আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৭, ০২:১৯

ভাষা জাদুঘরের দেয়ালে টাঙানো প্রাচীন ভাষার নমুনা বাংলা ভাষার ব্যুৎপত্তি থেকে শুরু করে এ পর্যন্ত যত পরিবর্তন ও সমৃদ্ধি, তার সব নমুনা রয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের ভাষা জাদুঘরে। এখানে রয়েছে বাংলাদেশের সব ভাষাসহ ৬৬টি দেশের সবরকম ভাষার নিদর্শনও। শুধু তাই নয়, আরও ৪৭টি দেশের ভাষার নিদর্শনও শিগগিরই সংগ্রহ ও সংরক্ষণ করা হবে এই জাদুঘরে। এভাবে ধাপে ধাপে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনকারী বিশ্বের ১৯০টি দেশের ভাষার নমুনা ও নিদর্শন সংগ্রহ ও সংরক্ষণ করবে জাদুঘরটি।
কেবল ভাষা সংগ্রহ ও সংরক্ষণই নয়, ভাষা নিয়ে বিশেষায়িত এই ইনস্টিটিউটে একইসঙ্গে চলবে ভাষা নিয়ে গবেষণার কাজও। বিশ্বের সব ভাষার নিদর্শন ও নমুনা সংগ্রহ ও সংরক্ষণের পাশাপাশি ভাষা নিয়ে গবেষণার এমন উদ্যোগ বিশ্বে এই প্রথম। আর তাই বিশ্বের সব ভাষার এক সংগ্রহশালায় পরিণত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের ভাষা জাদুঘর।
জাদুঘরের ভেতরে ঢুকলে শুরুতেই চোখে পড়বে প্রতিটি দেশের বিভিন্ন ভাষার সংক্ষিপ্ত ইতিহাস। প্রতিটি ভাষার বর্ণমালাও রয়েছে দেয়ালে টানানো। ছবিই যে মানুষের প্রথম ভাষালিপি, তা-ও উঠে এসেছে জাদুঘরের সংগ্রহশালায়। প্রাগৈতিহাসিক কাল থেকে শুরু করে কিভাবে মানুষ মনের ভাব প্রকাশ করেছে এবং সেই ভাব প্রকাশের ধরণ বদলের ধারাবাহিকতায় কিভাবে ভাষার উদ্ভব ঘটেছে, সেটাও তুলে ধরা হয়েছে ভাষা জাদুঘরের দেয়ালের গায়ে।
ভাষা জাদুঘরের দেয়ালে ভাষালিপি উদ্ভবের সংক্ষিপ্ত ইতিহাসের একাংশ মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এই উদ্যোগ যেন উৎসবে রূপ নিয়েছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, অভিনেতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. কামাল আব্দুল নাসেরসহ সরকারি গুরুত্বপূর্ণ সব কর্মকর্তারা উপস্থিত ছিলেন ভাষা ইনস্টিটিউটের একুশের অনুষ্ঠানে।
বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একুশে ফেব্রুয়ারির পাঁচ দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন। এরপর শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আন্তর্জাতিক এই প্রতিষ্ঠানটি এখন বিশ্বের সব ভাষা রক্ষার কান্ডারি। একমাত্র আন্তর্জাতিক প্রতিষ্ঠান হিসেবে বিশ্বের সব ভাষা সংগ্রহ করছে এই ইনস্টিটিউট। আর ভাষার নমুনা সংরক্ষণ করা হচ্ছে ভাষা জাদুঘরে।’
ভাষা জাদুঘরের সহকারী সুবর্ণা রায় বাংলা ট্রিবউনকে বলেন, ‘বিশ্বের ৬৬টি দেশের সব ভাষার কোনও না কোনও ধরনের নমুনা সংগ্রহ করা হয়েছে এই জাদুঘরে। বাংলাদেশের ছোট-বড় সব ভাষা, ভারতের ১৪৭টি ভাষার নিদর্শনও সংগ্রহ করা হয়েছে। গবেষণার কাজ চলছে পুরোদমে। পাশাপাশি চলছে বিশ্বের ১৯০টি দেশের সব ভাষার বিভিন্ন ধরনের নমুনা সংগ্রহের কাজ।’
ইনস্টিটিউটের ভাষা জাদুঘরে সংরক্ষণ করা হয়েছে ভাষা আন্দোলনের ইতিহাসও। ভাষা শহীদদের জীবনীসহ ভাষা আন্দোলনে যাদের অবদান রয়েছে, তাদের সবার অবদানের কথাও লিপিবদ্ধ রয়েছে এই জাদুঘরে। পাশাপাশি রয়েছে একুশে ফেব্রুয়ারির আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতিপ্রাপ্তির উদ্যোগ গ্রহণের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি ধাপের বর্ণনা। এছাড়া, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণসহ স্বাধীনতার ঘোষণাকেও স্থান দেওয়া হয়েছে এই জাদুঘরে।

আরও পড়ুন-

বাংলা ভাষার চর্চা বাড়ছে কওমি অঙ্গনে

ভাষার রাজনীতিতে পিছিয়ে বাংলা?

ভাষার দিনে ‘কোমল কূটনীতি’তে কলম্বো জয়

/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কৃষিজমিতে কাজ করতে গিয়ে ঘুরে পড়ে আ.লীগ নেতার মৃত্যু
কৃষিজমিতে কাজ করতে গিয়ে ঘুরে পড়ে আ.লীগ নেতার মৃত্যু
মাঠে ফিরেই হাল্যান্ডের গোলে জিতলো ম্যানসিটি
মাঠে ফিরেই হাল্যান্ডের গোলে জিতলো ম্যানসিটি
জাতীয় দল রেখে ঢাকা লিগে সাকিবের খেলার ব্যাখ্যা দিলেন নির্বাচক
জাতীয় দল রেখে ঢাকা লিগে সাকিবের খেলার ব্যাখ্যা দিলেন নির্বাচক
পাপন শুনেছেন, তামিম নাকি সামনের বছর ফিরবেন!
পাপন শুনেছেন, তামিম নাকি সামনের বছর ফিরবেন!
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক