X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

এ অধিবেশনেই পাস হতে পারে ব্যাংক কোম্পানি আইন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ নভেম্বর ২০১৭, ১৮:০৪আপডেট : ২১ নভেম্বর ২০১৭, ১৮:১৫

সংসদীয় কমিটির বৈঠক

এ অধিবেশনেই পাস হতে পারে পরিচালনা পর্ষদে একসঙ্গে একই পরিবারের চার সদস্য থাকার বিধান রেখে সংসদে উত্থাপিত ব্যাংক কোম্পানি আইন। মঙ্গলবার (২১ নভেম্বর) অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি কোনও ধরনের সংশোধনী ছাড়াই বিলটি পাসের সুপারিশ করেছে। কমিটি বুধবার এর প্রতিবেদন সংসদে উপস্থাপন করবে।

গত ১২ সেপ্টেম্বর বিলটি সংসদে উত্থাপন করার পর তা পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য সংসদীয় কমিটিতে পাঠানো হয়। এর আগে এ বছরের ৭ মে বিলটি মন্ত্রিসভায় অনুমোদন পায়।

অক্টোবর মাসে বিলটি নিয়ে সংসদীয় কমিটিতে আলোচনার কথা ছিল। তবে ওই বৈঠকে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত উপস্থিত না থাকায় আলোচনা করেনি সংসদীয় কমিটি। ওই বৈঠকের পর অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক সাংবাদিকদের বলেন, অর্থমন্ত্রীর কাছ থেকে আমরা জানতে চাই, কোন যুক্তিতে আইনের সংশোধন করা হচ্ছে।

তবে আজকের (মঙ্গলবার) বৈঠকে অর্থমন্ত্রী ছিলেন না। সংসদীয় কমিটির সভাপতি রাজ্জাক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা বিলটি পাসের সুপারিশ করে রিপোর্ট চূড়ান্ত করেছি। ক্যাবিনেট থেকে বিলটি যেভাবে এসেছে, সেভাবেই তা পাসের সুপারিশ করেছে কমিটি।’

এ অধিবেশনে বিলটি পাস হবে কিনা জানতে চাইলে রাজ্জাক বলেন, ‘পাসের সুপারিশ সম্বলিত প্রতিবেদন বুধবারই সংসদে উপস্থাপন করবো আমরা। এ অধিবেশনে পাস হবে কিনা তা বুধবারই জানা যাবে।’

জানা গেছে, বিলটি দ্রুত পাসের লক্ষ্য নিয়েই কমিটি তড়িঘড়ি করে রিপোর্ট চূড়ান্ত করেছে।

এদিকে, বিলটি মন্ত্রিসভার অনুমোদনের পর থেকে ব্যাংক খাত সংশ্লিষ্টরা সরকারের এ সিদ্ধান্তের সমালোচনা করে আসছেন। নতুন এ সিদ্ধান্তে বেসরকারি ব্যাংকে ‘পরিবারতন্ত্র’ কায়েমের সুযোগ তৈরি হবে বলে তারা অভিযোগ তুলেছেন।

প্রস্তাবিত আইনে টানা ৯ বছর পরিচালক পদে থাকার বিধানও রাখা হয়েছে।

বিদ্যমান আইনে এক পরিবার থেকে সর্বোচ্চ দুই জন সদস্য একটি ব্যাংকের পরিচালক হতে পারেন। আর তিন বছর করে পর পর দুই মেয়াদে মোট ছয় বছর একই ব্যক্তি পরিচালক হতে পারেন। এরপর তিন বছর বিরতি দিয়ে আবারও পরিচালক হতে পারেন।

বিদ্যমান আইনে অনেকেরই পরিচালক থাকার মেয়াদ শেষ হয়ে আসছিল। এর মাধ্যমে ব্যাংক পরিচালকদের কাছে সরকারের নতি স্বীকার হল বলেও মনে করেন অনেকে।

আইনের প্রস্তাবিত সংশোধনীতে পরিচালকের মেয়াদ সংক্রান্ত ধারায় বলা হয়েছে, এই আইন কার্যকর হওয়ার পরে কোনও ব্যক্তি ব্যাংক-কোম্পানির পরিচালকের পদে টানা ৯ বছরের বেশি থাকতে পারবেন না। একই ধারায় বলা হয়, টানা ৯ বছর পদে থাকার মেয়াদ শেষ হওয়ার পর তিন বছর অতিবাহিত না হলে তিনি পরিচালক পদে পুনঃনিযুক্তির জন্য যোগ্য হবেন না। এই ধারার ব্যাখ্যায় বলা হয়, কোনও ব্যক্তি পরিচালক পদে তিন বছরের চেয়ে কম সময় না থাকলে ওই সময় টানা ৯ বছরের অন্তর্ভুক্ত হবে।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ পাস হওয়ার পর থেকে বেসরকারি ব্যাংকের পরিচালনা পর্ষদে পরিচালকদের মেয়াদ সম্পর্কিত ধারাটি পাঁচবার সংশোধন করা হয়েছে। এই ধারায় ব্যাংকের পর্ষদে একজন পরিচালক কত বছর পরিচালক থাকতে পারবেন, সে কথা বলা রয়েছে। সর্বশেষ ধারাটি সংশোধন করা হয় ২০১৩ সালে। এবার ষষ্ঠবারের মতো সংশোধনের প্রস্তাব এসেছে।

 

/ইএইচএস/এমএ/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপি নেতারা ‘সিম্প্যাথি কার্ড’ খেলার অপচেষ্টা করছে: কাদের
বিএনপি নেতারা ‘সিম্প্যাথি কার্ড’ খেলার অপচেষ্টা করছে: কাদের
গ্রন্থাগার অধিদফতরের কাজে গতি আনতে কামাল চৌধুরীর আহ্বান
গ্রন্থাগার অধিদফতরের কাজে গতি আনতে কামাল চৌধুরীর আহ্বান
মীরসরাই প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা
মীরসরাই প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা
এআইইউবিতে সিএস ফেস্ট
এআইইউবিতে সিএস ফেস্ট
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ