X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

পাঠ্যপুস্তক উৎসব বর্জনের হুমকি শিক্ষকদের

রাফসান জানি
২৪ ডিসেম্বর ২০১৭, ০৪:৪৯আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৭, ১৮:১৬

শিক্ষকদের আমরণ অনশন, ছবি ফোকাস বাংলা নতুন বছরের প্রথম দিনে (১ জানুয়ারি) সারাদেশে অনুষ্ঠিত হবে পাঠ্যপুস্তক উৎসব। এই উৎসব বর্জনের হুমকি দিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। বেতন বৈষম্য নিরসনের দাবিতে আমরণ অনশনে থাকা শিক্ষকদের পক্ষ থেকে এ হুমকি দেওয়া হয়েছে।

শনিবার (২৩ ডিসেম্বর) কেন্দ্রীয়  শহীদ মিনার প্রাঙ্গণে আমরণ অনশন শুরু করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পৌনে চার লাখ সহকারী শিক্ষকদের প্রতিনিধিরা। শীতের রাত উপেক্ষা করেও পাঁচ শতাধিক শিক্ষক আমরণ অনশন অব্যাহত রেখেছেন।

এর আগে শনিবার সকালে শহীদ মিনারের সামনে সহকারী শিক্ষক মহাজোটের পক্ষ থেকে নেতারা এ হুমকি দেন। শিক্ষক নেতাদের সঙ্গে একমত সাধারণ শিক্ষকরাও। তাদের কণ্ঠেও ছিল একই সুর।

রাতে শহীদ মিনারে অনশনে অংশ নিয়েছেন নারী শিক্ষকরাও এদিকে, সারাদেশে পাঠ্যপুস্তক উৎসবকে ঘিরে চলছে শেষ প্রস্তুতি। আগামী ৩০ ডিসেম্বর এ উৎসবের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গণমাধ্যমকে জানিয়েছেন, ইতোমধ্যে দেশের সব জেলা ও উপজেলায় পৌঁছে গেছে ৯৭ শতাংশ পাঠ্যপুস্তক।

পূর্ব ঘোষণা অনুযায়ী, ১ জানুয়ারি রাজধানীর আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়ার মধ্যদিয়ে বই বিতরণের আনুষ্ঠানিকতা শুরু হবে। এদিন দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে চাররঙা পাঠ্যবই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে।

পাঠ্যপুস্তক উৎসব প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে হলেও এরইমধ্যে তা বর্জনের ঘোষণা এসেছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের পক্ষ থেকে।

কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশনকারী শিক্ষকরা তাদের দাবি, ১৯৭৩ সাল থেকে প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকদের বেতন গ্রেডে এক ধাপ পার্থক্য ছিল। পরবর্তীতে ২০০৬ সালে এসে দুই ধাপ পার্থক্য সৃষ্টি হয়। ২০১৪ সালে তিন ধাপ পার্থক্য সৃষ্টি হয়। প্রধান শিক্ষকরা ১১তম গ্রেডে উন্নীত হলেও সহকারী শিক্ষকরা এখনও ১৪তম গ্রেডেই রয়ে গেছেন। এছাড়া, প্রস্তাবিত গ্রেডে প্রধান শিক্ষকদের আরেক ধাপ বাড়িয়ে দশম গ্রেড করার প্রস্তাব রয়েছে। এই বৈষম্য কোনোভাবেই কাম্য নয় বলে মনে করেন সহকারী শিক্ষকরা। তাদের দাবি, অবিলম্বে এই বৈষম্য দূর করতে হবে। তা নিরসন না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাবেন বলেও ঘোষণা দিয়েছেন তারা।

বাংলাদেশ সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নূর-আলম সিদ্দিকি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা এই দাবি নিয়ে ২০১৪ সাল থেকে আন্দোলন করে আসছি। বিভিন্ন সময় আমাদের আশ্বাস দেওয়া হয়েছে। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। তাই শনিবার থেকে আমরা আমরণ অনশনে বসেছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত অনশন চলবে।’

পাঠ্যপুস্তক উৎসব বর্জনের হুমকি দিয়ে তিনি বলেন, ‘আমাদের বেতন বৈষম্য নিরসন করা না হলে সামনে পাঠ্যপুস্তক উৎসবে কোনও সহকারী শিক্ষক অংশগ্রহণ করবেন না। আমরা উৎসব বর্জন করবো।’

শহীদ মিনারে অনশনরত শিক্ষকরা একই কথা বলেন অনশনে অংশ নেওয়া সাধারণ শিক্ষকরাও। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থেকে আসা সহকারী শিক্ষক আমিনুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এই বৈষম্য অন্যায়। আমাদের সঙ্গে অন্যায় করা হচ্ছে। বৈষম্য দূর করা না হলে আমরা পাঠ্যপুস্তক উৎসবে অংশগ্রহণ করববো না।’

গোপালগঞ্জের কোটালিপাড়া থেকে আসা শিক্ষক শফিকুল ইসলাম বলেন, ‘আমরা দাবি নিয়ে সংশ্লিষ্ট সবার কাছে গিয়েছি। সবাই আশ্বাস দিয়েছেন। কিন্তু বাস্তবায়নে কেউ কোনও উদ্যোগ নেননি। ফলে কঠোর কর্মসূচিতে যেতে আমরা বাধ্য হয়েছি। আমরা অনশন চালিয়ে যাবো।’ সরকার বৈষম্য নিরসন না করলে পাঠ্যপুস্তক উৎসবে যাবো না।’

বাংলাদেশ সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নূর-আলম সিদ্দিকি বলেন, ‘আমাদের বিশ্বাস প্রধানমন্ত্রীর কাছে আমাদের দাবি যথার্থভাবে উপস্থাপন করা হয়নি। কারণ, শিক্ষাবান্ধব সরকারপ্রধান এই সমস্যার বিষয়ে অবগত থাকলে অবশ্যই সমাধানের ব্যবস্থা করতেন।’

আরও পড়ুন: 

মধ্যরাতেও মানুষ গড়ার কারিগররা খোলা আকাশের নিচে

আমরণ অনশনে প্রাথমিকের সহকারী শিক্ষকরা

 

/আরজে/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রাঘাতে প্রাণ গেলো ১০ জনের
বজ্রাঘাতে প্রাণ গেলো ১০ জনের
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
বাবাকে খাবার পৌঁছে দিতে গিয়ে নিখোঁজ শিশুর লাশ মিললো নদীতে
বাবাকে খাবার পৌঁছে দিতে গিয়ে নিখোঁজ শিশুর লাশ মিললো নদীতে
বাসায় ফিরেছেন খালেদা জিয়া
বাসায় ফিরেছেন খালেদা জিয়া
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম