X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

এক হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করার বরাদ্দ থাকছে বাজেটে

এস এম আববাস
০৬ জুন ২০১৮, ২০:০০আপডেট : ০৬ জুন ২০১৮, ২০:০২

এক হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করার বরাদ্দ থাকছে বাজেটে জাতীয় সংসদে বৃহস্পতিবার (৭ জুন) পেশ করা হবে ২০১৮-১৯ অর্থবছরের প্রস্তাবিত বাজেট। জাতীয় এই বাজেটে নতুন এক হাজার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত (মান্থলি পেমেন্ট ওর্ডার) করতে বরাদ্দ রাখা হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব (বাজেট) মো. আব্দুল্লাহ আল মামুন বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
একই কথা জানালেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন) ড. অরুণা বিশ্বাস। বুধবার (৫ জুন) তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নতুন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এমপিও দেওয়ার জন্য এবার বাজেটে বরাদ্দ থাকছে।’
তবে এক হাজার শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মোট কত টাকা বরাদ্দ রাখা হয়েছে তা সুনির্দিষ্টভাবে জানাননি এই দুই কর্মকর্তা। অতিরিক্ত সচিব (প্রশাসন) অরুণা বিশ্বাসের ভাষ্য, ‘মন্ত্রণালয়ের চাহিদা অনুযায়ী এমপিও বরাদ্দ প্রথমে কেটে দেয় অর্থ মন্ত্রণালয়। পরে বাজেটে যোগ করা হয়েছে। তবে তা বাড়তি বরাদ্দ নয়।’
সংশ্লিষ্ট সূত্র জানায়, এবারের বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ রাখা হয়েছে ৫৩ হাজার ৬৪ কোটি ১১ লাখ টাকা। শিক্ষা খাতে গত ১০ বছরের মধ্যেই এটাই সবচেয়ে বেশি বরাদ্দ বলে জানায় মন্ত্রণালয়ের বাজেট শাখা।
জানা গেছে- মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের জন্য ২৪ হাজার ৮৯৬ কোটি ১৭ লাখ টাকা, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের জন্য ৫ হাজার ৭৯৮ কোটি ২ লাখ টাকা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জন্য ২২ হাজার ৪৮৮ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, ২০১০ সালের পর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত হয়নি। প্রধানমন্ত্রীর আশ্বাসের পর বর্তমান সরকারের মেয়াদের শেষ বছরে এই খাতে বরাদ্দ রাখা হয়। শিক্ষা মন্ত্রণালয়ের তৈরি করা এমপিও নীতিমালা অনুমোদনের পর এক বছরে ১ হাজার শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করতে সম্মত হয় অর্থ মন্ত্রণালয়।

এর আগে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন বাংলা টিব্রিউনকে জানিয়েছিলেন, ’বাজেটে এমপিও বরাদ্দ থাকবে।’

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বাজেট শাখা থেকে জানানো হয়, অর্থ মন্ত্রণালয় প্রথমে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জন্য পরিচালন সিলিং করে দেয় ১৭ হাজার ৪৭৭ কোটি টাকায়। পরে নতুন শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ও অন্যান্য ব্যয়সহ মোট পরিচালন ব্যয় বরাদ্দ দেয় ১৮ হাজার ৮৮২ কোটি টাকা।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের জন্য ২৪ হাজার ৮৯৬ কোটি ১৭ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। এর মধ্যে পরিচালন ব্যয় (অনুন্নয়ন খাত) ১৮ হাজার ৮৮২ কোটি টাকা এবং উন্নয়ন খাতের জন্য থাকছে ৬ হাজার ১৪ কোটি ১৭ লাখ টাকা।

২০১৭-১৮ চলতি অর্থবছরে বরাদ্দ ছিল প্রায় ২৩ হাজার ১৪৮ কোটি টাকা।

 

/জেএইচ/
সম্পর্কিত
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
রমজানে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে সাপ্তাহিক ছুটি কমতে পারে
শিক্ষা প্রতিষ্ঠানে নির্যাতন চলতে পারে না: মানবাধিকার কমিশন
সর্বশেষ খবর
এবার ‘হুব্বা’ নামে হলো গানচিত্র
এবার ‘হুব্বা’ নামে হলো গানচিত্র
আঙুরের গোড়া কালো হয়ে যাচ্ছে? জেনে নিন টিপস
আঙুরের গোড়া কালো হয়ে যাচ্ছে? জেনে নিন টিপস
টেকনাফে ১০ জন কৃষক অপহরণের ঘটনায় ২ জন আটক
টেকনাফে ১০ জন কৃষক অপহরণের ঘটনায় ২ জন আটক
এরদোয়ানের যুক্তরাষ্ট্র সফর, যা জানা গেলো
এরদোয়ানের যুক্তরাষ্ট্র সফর, যা জানা গেলো
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!