X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

এফ আর টাওয়ারে যেসব প্রতিষ্ঠান আছে

সাদ্দিফ অভি
২৯ মার্চ ২০১৯, ২১:৩০আপডেট : ২৯ মার্চ ২০১৯, ২১:৪০

অগ্নিকাণ্ডের পর এফ আর টাওয়ার

বনানীর এফ আর টাওয়ারের ৯ তলায় আগুনের সূত্রপাত হলেও ভবনটির পাঁচটি ফ্লোর মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। বেজমেন্টসহ ২৩ তলা ভবনটিতে বিভিন্ন ধরনের ২৩টি প্রতিষ্ঠান রয়েছে। শুক্রবার (২৯ মার্চ) দুপুরে  ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।

উদ্ধারকর্মীরা জানান, এফ আর টাওয়ারে ছোট বড় মিলিয়ে মোট ২৩টি প্রতিষ্ঠান আছে। এরমধ্যে পাঁচটি ফুড শপ, দুইটি মোবাইল ফোন শপ ও একটি ইলেকট্রনিকসের দোকান, একটি মানি এক্সচেঞ্জ, একটি ডেন্টাল ক্লিনিক, একটি জিম, দুটি ট্রাভেল এজেন্সি রয়েছে।   

এছাড়া, ওই ভবনের ১৬ তলায় মিকা সিকিউরিটিজ, ১২ তলায় ইউআর সার্ভিস, ৫,৯,১৭ ও ১৮ তলায় আমরা টেকনোলজিস,২১,২২ ও ২৩ তলায় কাসেম ফুড প্রোডাক্টস ও কাসেম ড্রাইসেল, ২০ তলায় ভার্চুয়াল রুম সার্ভিসের প্রতিষ্ঠান দ্য ওয়েভ, ৯ তলায় এম্পায়ার গ্রুপের অফিস আছে।

২০ তলায় আরও আছে ম্যাগনিটো ডিজিটালের অফিস, তৈরি পোশাক রফতানিকারক প্রতিষ্ঠান ডার্ড গ্রুপের অফিস রয়েছে ৩, ১৩, ১৭ ও ২০ তলায়।

নিচ তলায় শাওমির ডিলারশপ ও গেজেট জোন নামে একটি মোবাইলের সামগ্রির শো রুম, ডিএন মানি এক্সচেঞ্জ, দ্বিতীয় তলায় ট্রাভেল এজেন্সি ভিভিড হলিডে লিমিটেড, কিন্ডারড ক্যাফে অ্যান্ড বেকারি, প্রীতম বার্গার শপ, ফ্রাইওয়ে রেস্টুরেন্ট, বাটার বেকারি এবং অ্যামেরিকান ডেইরি। তৃতীয় তলায় রোজডেল ব্যানকুয়েট হল ও বারবেল জিম। পঞ্চম তলায় ডেন্টাল ক্লিনিক ডেনটোটাল, আট  তলায় বায়িং হাউজ স্পেকট্রা লিমিটেডের অফিস।

ভবনের জমির মালিক এস এম এইচ ফারুকের  ম্যানেজার কামাল হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ভবনটির মালিক এখন ২৪ জন। প্রতিষ্ঠান আছে ২৩ টির মতো।’

তিনি বলেন, ‘‘এই ভবনে মালিকদের কারও কারও নিজস্ব প্রতিষ্ঠান আছে। আবার কেউ কেউ ভাড়া দিয়েছেন। মূলত, এফ আর টাওয়ারের অর্ধেকের মালিক ফারুক সাহেব। বাকি অর্ধেক ছিল ডেভেলপার কোম্পানি রূপায়নের। কিন্তু তারা তাদের অংশ বিভিন্ন জনের কাছে বিক্রি করে দিয়েছে। পরে ভবনটির বর্তমান মালিকরা মিলে ‘এফআর  টাওয়ার ওনার সোসাইটি’ নামে একটি সমিতি করেছে।’’

এফ আর প্রপার্টিজের লজিস্টিক অ্যান্ড সিকিউরিটি অ্যাডমিন বেলায়েত হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নিচ তলা থেকে দ্বিতীয় তলা পর্যন্ত দোকান করা হয়েছে। এরপর ওপরের সব ফ্লোরে চারটি করে ইউনিটে কমার্শিয়াল স্পেস। প্রতি তলায় চার ইউনিটে মোট ছয় হাজার স্কয়ার ফুট স্পেস আছে। কেউ এক ইউনিট, কেইবা দুই ইউনিট, আবার কেউবা পুরো ফ্লোর নিয়ে প্রতিষ্ঠান করেছেন।’  

উল্লেখ্য, যে জমির ওপরে ভবনটি নির্মাণ করা হয়েছে, সেই জমির মালিক এস এম এইচ ফারুক। ভবনটির নির্মাতা প্রতিষ্ঠান হলো— রূপায়ন হাউজিং এস্টেট। সেই হিসেবে ভবনের নাম রাখা হয় ফারুক- রূপায়ন টাওয়ার (এফ আর টাওয়ার)। বৃহস্পতিবার (২৮ মার্চ) এই এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ২৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে পুলিশ। এ ঘটনায় ৫৯ ব্যক্তি আহত ও অসুস্থ হয়ে রাজধানীর আটটি হাসপাতালে ভর্তি আছেন বলে স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোল রুম জানিয়েছে।    

আরও পড়ুন:
এফ আর টাওয়ারের মালিক ২৪ জন

এফ আর টাওয়ারের অবৈধ অংশের মালিক বিএনপি নেতা তাসভির

পুলিশের নিয়ন্ত্রণে এফ আর টাওয়ার

এফ আর টাওয়ারে নিহত যারা

আমাকে মাফ করে দিও!

ঈদে বাড়িতে আসার কথা ছিল রুমকি-মাকসুদার

এখন কে বলবে, মা তুমি ওষুধ খেয়েছো?

এফ আর টাওয়ারে প্রবেশ করেছেন বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা




/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী