X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

চীন সফরের আমন্ত্রণ পেয়েছেন প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জুন ২০১৯, ২২:৪০আপডেট : ১০ জুন ২০১৯, ২২:৪৫





প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী জুলাইয়ে চীনে যাওয়ার আমন্ত্রণ পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (১০ জুন) চীন সরকারের পাঠানো এক নোট ভার্বালে আগামী ১ থেকে ৫ জুলাই আনুষ্ঠানিক সফরের জন্য প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়।
সরকারের একজন কর্মকর্তা জানান, এই সফরের উদ্দেশ্য দুই দেশের সম্পর্ক মজবুত করা এবং ২০১৬ সালের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সফরের অগ্রগতি পর্যালোচনা করা।
সফরকালে প্রধানমন্ত্রী ২ জুলাই ডালিয়ানে অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের গ্রীস্মকালীন বৈঠকে অংশ নেবেন। ৩ জুলাই তিনি বেইজিং যাবেন।
এর আগে ২৭ মার্চ চীনে যাওয়ার আমন্ত্রণ থাকলেও সেই সময়ে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের জন্য বেইজিং সফরে যাওয়া হয়নি।
এ বিষয়ে সরকারের একজন কর্মকর্তা বলেন, ‘আমরা একটা ভালো সফর আশা করছি। যদি সবকিছু ঠিক থাকে তবে আগামী ১ জুলাই প্রধানমন্ত্রী রওয়ানা দেবেন।’
তিনি বলেন, ‘২০১৬ সালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ঢাকা সফর করেছেন এবং এটি তার ফিরতি সফর।’
এই সফরের উদ্দেশ্য দুই দেশের সম্পর্ক মজবুত করা এবং ২০১৬ সালের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সফরের অগ্রগতি পর্যালোচনা করা বলে তিনি জানান।
উল্লেখ্য, শি জিনপিংয়ের সফরের সময় বাংলাদেশ ও চীন ২৭টি চুক্তি সই করে। এর মধ্যে ২ হাজার ৪০০ কোটি ডলারের সহজ শর্তে বাণিজ্যিক ঋণের চুক্তি ছিল। তার মধ্যে ৫৭০ কোটি ডলারের ঋণ এরই মধ্যে নিষ্পন্ন হয়েছে।
সরকারের আরেকজন কর্মকর্তা বলেন, ২০১৪ সালে শেখ হাসিনা চীন সফর করেছিলেন এবং চীনের প্রধানমন্ত্রী লি চেচিয়াংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছিলেন। চীনের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
তিনি বলেন, ‘এবারও এ ধরনের একটি ফরম্যাটে সফরটি হবে এবং এটি নিয়ে আমরা কাজ করছি।’
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী গত জানুয়ারি থেকে এ পর্যন্ত জার্মানি, সংযুক্ত আরব আমিরাত, ব্রুনাই, জাপান, সৌদি আরব ও ফিনল্যান্ড সফর করেছেন।

/এসএসজেড/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ধাক্কা মেরে ফেলে চাপা দিলো কাভার্ডভ্যান, মোটরসাইকেলচালক নিহত
ধাক্কা মেরে ফেলে চাপা দিলো কাভার্ডভ্যান, মোটরসাইকেলচালক নিহত
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!