X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

মিটফোর্ডে সাংবাদিকদের সঙ্গে কথা বললেন না স্বাস্থ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ আগস্ট ২০১৯, ১৩:৪৭আপডেট : ০১ আগস্ট ২০১৯, ১৫:২৪





মিটফোর্ড হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ড উদ্বোধনের পর একজন রোগীর সঙ্গে কথা বলছেন স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বৃহস্পতিবার (১ আগস্ট) সকালে রাজধানীর মিটফোর্ড হাসপাতালে ১০০ শয্যাবিশিষ্ট চারটি ডেঙ্গু ওয়ার্ড উদ্বোধন করেন। উদ্বোধনের পর হাসপাতাল থেকে বের হলে সাংবাদিকরা স্বাস্থ্যমন্ত্রীকে ঘিরে ধরেন। তবে এ সময় সংবাদিকদের সঙ্গে কোনও কথা না বলেই স্বাস্থ্যমন্ত্রী হাসপাতাল থেকে বের হয়ে যান।
তবে মিটফোর্ড হাসপাতাল সূত্রে জানা গেছে, চিকিৎসকদের জন্য হাসপাতালটিতে অনুষ্ঠিত এক সেমিনারে কথা বলেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সেখানে তিনি বলেন, ডেঙ্গু পরীক্ষার জন্য ডেঙ্গু কিটস আনার ব্যবস্থা করা হয়েছে। আজ বৃহস্পতিবার রাতে আসবে এক লাখ, আগামীকাল বাকিগুলো আনা হবে। ঈদের সময় ডেঙ্গু রোগীরা বাড়ি যাবেন। এ সময় ডেঙ্গুর প্রাদুর্ভাব আরও বাড়ার আশঙ্কা রয়েছে। তাই ডেঙ্গু প্রতিরোধে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানাচ্ছি। ডেঙ্গু নিয়ন্ত্রণে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সবার ঈদের ছুটি বাতিল করা হয়েছে। এখন পর্যন্ত কোনও সরকারি হাসপাতালে কোনও রোগী চিকিৎসা পাননি এমনটি হয়নি। ডাইজেস্টিস ইনস্টিটিউট, নতুন স্থাপিত শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের মতো কিছু প্রতিষ্ঠান আছে, যেগুলোতে এখনও চিকিৎসা শুরু হয়নি। তবে ডেঙ্গু রোগী আরও বেড়ে গেলে সরকারি হাসপাতালে ব্যবস্থা করা না গেলে এসব হাসপাতালে ব্যবস্থা করা হবে।

ওই সেমিনারে জাহিদ মালেক আরও বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি করপোরেশন ও স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সব সরকারি সংস্থাগুলো একসঙ্গে কাজ করছে। আশা করছি, অল্প কয়েকদিনের মধ্যে ডেঙ্গু নিয়ন্ত্রণ করতে পারবো।
প্রসঙ্গত, দেশজুড়ে ডেঙ্গু পরিস্থিতির অবনতির মধ্যেই ব্যক্তিগত ভ্রমণে গত ২৭ জুলাই মালয়েশিয়া যান স্বাস্থ্যমন্ত্রী। ৪ আগস্ট তার দেশে ফেরার কথা ছিল। তবে দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাবের মধ্যে বিদেশ ভ্রমণের কারণে সমালোচনার মুখে পড়ায়, বুধবার রাত ১টার দিকে তিনি দেশে ফেরেন। বৃহস্পতিবার সকালে মিটফোর্ড হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য একশ’ শয্যার একটি নতুন ওয়ার্ড উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী। বৃহস্পতিবার দুপুর ২টায় স্বাস্থ্য মন্ত্রণালয়ে তার সংবাদ সম্মেলন করার কথা থাকলেও তিনি তা স্থগিত করেন।

/জেএ/আইএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘স্বাভাবিক পরিবেশে বাঁচতে প্রত্যেককে গাছ রোপণ করতে হবে’
‘স্বাভাবিক পরিবেশে বাঁচতে প্রত্যেককে গাছ রোপণ করতে হবে’
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
শিবনারায়ণের চোখে আলো দেখছেন মশিউর ও কালাম
শিবনারায়ণের চোখে আলো দেখছেন মশিউর ও কালাম
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস