X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গা সমস্যার সমাধান খুঁজবে ত্রিপক্ষীয় কমিটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ অক্টোবর ২০১৯, ২২:৪৭আপডেট : ২০ অক্টোবর ২০১৯, ২২:৫৭





রোহিঙ্গা শিবির রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশ, চীন ও মিয়ানমার নিয়ে গঠিত ত্রিপক্ষীয় কমিটির প্রথম বৈঠক এ মাসে অনুষ্ঠিত হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমার অনুবিভাগের মহাপরিচালক, বাংলাদেশে নিযুক্ত চীন ও মিয়ানমারের রাষ্ট্রদূত এই কমিটির সদস্য।
২০১৭ সালের ২৩ নভেম্বর স্বাক্ষরিত রোহিঙ্গা প্রত্যাবাসন অ্যারেঞ্জমেন্ট এবং জানুয়ারিতে ধার্য হওয়া ফিজিক্যাল অ্যারেঞ্জমেন্টকে ভিত্তি ধরে প্রত্যাবাসনের জন্য সবচেয়ে জরুরি বিষয়গুলো চিহ্নিত করে এই কমিটি স্ব স্ব সরকারের কাছে সুপারিশ করবে।
এ বিষয়ে একজন কর্মকর্তা বলেন, ‘এই কমিটি গঠনের আগে এর সদস্যদের নিয়ে একটি অনানুষ্ঠানিক বৈঠক হয়েছে এবং আমরা আশা করছি, এই সপ্তাহের মধ্যে যদি না হয় তবে আগামী সপ্তাহে প্রথম আনুষ্ঠানিক বৈঠক হবে।’
গত সেপ্টেম্বরে বাংলাদেশ, চীন ও মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে, প্রত্যাবাসনের আগে রাখাইনে পরিস্থিতি উন্নত করতে হবে এবং এ বিষয়ে বেইজিং একমত বলে তিনি জানান।
ওই কর্মকর্তা বলেন, ‘আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে, প্রত্যাবাসনের জন্য রাখাইনে পরিস্থিতি উন্নয়নে কী করা যায় সেটি চিহ্নিত করা এবং রোহিঙ্গারা যেন নিরাপদে জীবিকা নির্বাহ করতে পারে সেটির সমাধান খুঁজে বের করা।’
এ বিষয়ে চীনে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মুনশি ফায়েজ আহমেদ বলেন, ‘এখানে আস্থার সংকট আছে এবং এটিকে প্রথমে দূর করতে হবে।’
তিনি বলেন, চীনের নেতৃত্বে ভারত, রাশিয়া, জাপান, আসিয়ান, ইউরোপিয়ান ইউনিয়নসহ সবাইকে নিয়ে এই সমস্যা সমাধানে বড় একটি জোট গঠন করা যেতে পারে।
মিয়ানমারে বাংলাদেশের সাবেক ডিফেন্স অ্যাটাশে শহীদুল হক বলেন, ‘তিন মন্ত্রীর বৈঠকে আলোচনা হয়েছিল রোহিঙ্গাদের একটি দল রাখাইন সফর করে সেখানকার পরিস্থিতি মূল্যায়ন করবে, কিন্তু এ প্রস্তাবে রাজি হয়নি মিয়ানমার।’
যদি মিয়ানমার এই সমস্যা সমাধানে আন্তরিক না হয়, তবে এই কমিটি খুব বেশি কাজ করতে পারবে না বলে আশঙ্কা প্রকাশ করেন সাবেক ওই কর্মকর্তা।

 

/এসএসজেড/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী