X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

আ.লীগে যুগ্ম ও সাংগঠনিক সম্পাদকদের বিভাগীয় দায়িত্ব বণ্টন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জানুয়ারি ২০২০, ১৩:৩২আপডেট : ০৯ জানুয়ারি ২০২০, ১৫:০৩

আওয়ামী লীগ

সাবেক ছাত্রলীগ নেতা সাখাওয়াত হোসেন শফিককে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদে মনোনয়ন দিয়েছেন দলটির সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলের গত ২০ ও ২১ ডিসেম্বরের সম্মেলনে দেওয়া ক্ষমতাবলে তিনি এ মনোনয়ন দান করেন।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রসঙ্গত, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদে আটটি সাংগঠনিক সম্পাদকের পদ রয়েছে। এর মধ্যে ২১ ডিসেম্বর কাউন্সিল অধিবেশন থেকেই পাঁচ জনের নাম ঘোষণা করেন দলটির সভাপতি শেখ হাসিনা। পরে গত ২৮ ডিসেম্বর এ পদে আরও দু’জনের নাম ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ সাখাওয়াত হোসেন শফিককে সাংগঠনিক সম্পাদক পদে মনোনয়ন দেওয়ায় এ পদ সম্পূর্ণ হলো।

একই প্রেস বিজ্ঞপ্তিতে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকদের দায়িত্ব বণ্টনের কথাও জানানো হয়।

এতে বলা হয়, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ দায়িত্ব পালন করবেন সিলেট ও চট্টগ্রাম বিভাগের। ডা. দীপু মনি ঢাকা ও ময়মনসিংহ বিভাগ, ড. হাছান মাহমুদ রংপুর ও রাজশাহী বিভাগ এবং আ. ফ. ম. বাহাউদ্দিন নাছিম পালন করবেন খুলনা ও বরিশাল বিভাগের দায়িত্ব।

সাংগঠনিক সম্পাদকদের মধ্যে আহমদ হোসেন দায়িত্ব পেয়েছেন চট্টগ্রাম বিভাগের। বি. এম. মোজাম্মেল হক কাজ করবেন খুলনা বিভাগ নিয়ে। আবু সাঈদ আল মাহমুদ স্বপন দায়িত্ব পালন করবেন রংপুর বিভাগের। এস. এম. কামাল হোসেন রাজশাহী বিভাগ, মির্জা আজম ঢাকা বিভাগ, অ্যাডভোকেট আফজাল হোসেন বরিশাল বিভাগ, শফিউল আলম চৌধুরী নাদেল ময়মনসিংহ বিভাগ এবং সাখাওয়াত হোসেন শফিক দায়িত্ব পালন করবেন সিলেট বিভাগের।

রবিবার সম্পাদকমণ্ডলীর প্রথম সভা

প্রেস বিজ্ঞপ্তিতে বিপ্লব বড়ুয়া আরও জানান, আগামী ১২ জানুয়ারি রবিবার আওয়ামী লীগের নতুন কমিটির সম্পাদকমণ্ডলীর প্রথম সভা। সকাল সাড়ে দশটায় দলের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হবে।

/এমএইচবি/টিএন/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রীতি উরাংয়ের অস্বাভাবিক মৃত্যু: ‘অপরাধ আড়ালের চেষ্টা হচ্ছে’
প্রীতি উরাংয়ের অস্বাভাবিক মৃত্যু: ‘অপরাধ আড়ালের চেষ্টা হচ্ছে’
মিয়ানমারে ফেরত পাঠানো হলো সেনাসহ ২৮৮ বিজিপি সদস্যকে
মিয়ানমারে ফেরত পাঠানো হলো সেনাসহ ২৮৮ বিজিপি সদস্যকে
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা আইনে বাইডেনের সই
ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা আইনে বাইডেনের সই
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা