X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

২০ বছর পর ঢাকায় আসছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী

শেখ শাহরিয়ার জামান
১৬ ফেব্রুয়ারি ২০২০, ২৩:৪১আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২০, ১৯:০৬

নেপালের পররাষ্ট্রমন্ত্রী প্রদীপ কুমার গাওয়ালি (ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত) দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ় করার লক্ষ্যে নেপালের পররাষ্ট্রমন্ত্রী প্রদীপ কুমার গাওয়ালি আগামীকাল সোমবার (১৭ ফেব্রুয়ারি) ঢাকায় আসছেন। ২০ বছরের মধ্যে নেপালের কোনও পররাষ্ট্রমন্ত্রীর এটাই হবে প্রথম দ্বিপাক্ষিক সফর।
বিশ্লেষকরা বলছেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বিদ্যমান থাকলেও তাদের মধ্যে বাণিজ্যসহ অন্যান্য সহযোগিতা আসিয়ান বা ইউরোপের দেশগুলোর তুলনায় অনেক কম। এই প্রেক্ষাপটে গাওয়ালির এ সফরের মধ্য দিয়ে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যকার বিদ্যমান আঞ্চলিক সম্পর্ক আরও জোরদারের আশা করছেন তারা।
আগামী মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠকে বসবেন গাওয়ালি। এ বৈঠকে বাণিজ্য, বিদ্যুৎ, কানেক্টিভিটি, বিনিয়োগসহ অন্যান্য সহযোগিতার বিষয়ে আলোচনা হবে।
এ বিষয়ে নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাশফি বিনতে সামস বাংলা ট্রিবিউনকে বলেন, গত নভেম্বরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ নেপাল সফরে যান, যা ছিল বাংলাদেশের কোনও রাষ্ট্রপতির প্রথম কাঠমান্ডু সফর।
তিনি বলেন, ‘ওই সফরের সাফল্যকে এগিয়ে নেওয়ার জন্য আরও দ্বিপাক্ষিক রাজনৈতিক সফর দরকার এবং এর ধারাবাহিকতায় নেপালের পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় আসছেন।’
এর আগে বিভিন্ন সময়ে নেপালের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে এসেছেন। তবে সেসবের কারণ ছিল আঞ্চলিক বা বহুপাক্ষিক কোনও অনুষ্ঠানে অংশগ্রহণ বলে তিনি জানান।
রাজনৈতিক সফর
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে নেপালের গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতৃত্বকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রাষ্ট্রদূত বলেন, ‘মুজিববর্ষ উপলক্ষে অনেক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে এবং সরকার, সংসদসহ বিভিন্ন সংস্থা নেপালের নেতৃবৃন্দকে আমন্ত্রণ জানাবে।’
বাণিজ্য
মাশফি বিনতে সামস বলেন, ‘বাংলাদেশের মোট আমদানি ৫ হাজার কোটি ডলারের কাছাকাছি এবং নেপালের প্রায় ১ হাজার ২০০ কোটি ডলার। সেই হিসাবে আমাদের বাণিজ্য বৃদ্ধির ভালো সুযোগ আছে।’
হাতিল, ওয়ালটন, রানারসহ বিভিন্ন কোম্পানির অপ্রথাগত পণ্যসহ ওষুধও বাংলাদেশ থেকে নেপালে রফতানি হয় বলে জানান রাষ্ট্রদূত। বাংলাদেশের ব্যবসায়ীরা নেপালের বাজারের বিষয়ে উৎসাহী হলে শুধু রফতানিই ১০ কোটি ডলারে উন্নীত করা সম্ভব বলে মনে করেন তিনি।
বিদ্যুৎ সহযোগিতা
নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানি করতে চায় বাংলাদেশ। এ বিষয়ে এরই মধ্যে একটি ইচ্ছাপত্র (লেটার অব ইনটেন্ট) কাঠমান্ডুকে হস্তান্তর করা হয়েছে।
মাশফি বিনতে সামস বলেন, ‘আমরা ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করতে চাই এবং এই বিদ্যুৎ লাইন ভারতের ওপর দিয়ে আসবে।’ এ বিষয়ে ভারতের সঙ্গে দুই দেশের আলোচনা হয়েছে এবং এ নিয়ে নয়াদিল্লির কোনও আপত্তি নেই বলে তিনি জানান।
কানেক্টিভিটি
১৯৯৭ সালে মোংলা সমুদ্রবন্দর ব্যবহার করার জন্য একটি চুক্তি সই করে বাংলাদেশ ও নেপাল। তবে বিভিন্ন কারণে এর বাস্তবায়ন সম্ভব হয়নি।
এ বিষয়ে রাষ্ট্রদূত বলেন, ‘নেপালের ট্রাক বাংলাদেশে আসা বা আমাদের ট্রাক নেপালে যাওয়ার বিষয়ে কোনও মেকানিজম এখনও প্রতিষ্ঠা হয়নি। তবে আমরা বাংলাদেশ, ভারত ও নেপাল (বিআইএন) একটি মেকানিজম বের করার চেষ্টা করছি।’

/এইচআই/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক