X
শনিবার, ১৮ মে ২০২৪
৪ জ্যৈষ্ঠ ১৪৩১

শেষ হলো সংসদের ইতিহাসের সংক্ষিপ্ততম অধিবেশন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ এপ্রিল ২০২০, ১৯:১২আপডেট : ১৮ এপ্রিল ২০২০, ২৩:০৪

জাতীয় সংসদের ৭ম অধিবেশনে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

করোনাভাইরাস জনিত দুর্যোগ পরিস্থিতিতে জনসমাগম পরিহারে ইতিহাসের সংক্ষিপ্ততম অধিবেশন শনিবার অনুষ্ঠিত হলো। বিকেল পাঁচটায় অধিবেশন শুরু হয় তা সোয়া ঘণ্টার মধ্যেই শেষ হয়। 

সাংবিধানিক বাধ্যবাধকতার এ অধিবেশনে সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সকল সংসদ সদস্য করোনা ঝুঁকি মোকাবিলায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশিত বিধিবিধানগুলো মেনে বৈঠকে অংশ নেন। সকল সদস্যকে মাস্ক পরে সংসদের বৈঠকে অংশ নিতে দেখা গেছে। অনেকের মাথায় সার্জিকাল টুপিও দেখা গেছে। যতদূর সম্ভব সামাজিক দূরত্বও বজায় রাখতে দেখা গেছে। তবে সংসদ কক্ষে সদস্যদের চেয়ার নির্ধারিত থাকায় অনেকে ক্ষেত্রেই ৬ ফুট দূরত্বের বিষয়টি নিশ্চিত করা সম্ভব হয়নি।

যদিও করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে একজন থেকে আরেকজনের ন্যূনতম দূরত্ব বজায় রাখার স্বার্থে পূর্ব পরিকল্পনার অংশ হিসেবে তুলনামূলক কম সংখ্যক সদস্য অধিবেশনে অংশ নেন।

সংসদের কর্মকর্তারাও স্বাস্থ্যবিধি মেনে তাদের দায়িত্ব পালন করেছে। স্বাস্থ্যঝুঁকির বিষয়টি চিন্তা করে অধিবেশনে সাংবাদিক প্রবেশে আগে থেকেই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

জাতীয় সংসদের ৭ম অধিবেশনে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সংসদ সদস্য শামসুর রহমান শরীফ দিলুর মৃত্যুতে সংসদে আনা শোক প্রস্তাবের ওপর আলোচনা হয়। অধিবেশন সংক্ষিপ্ত করার স্বার্থে সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিরোধী দলের পক্ষে বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা শোক প্রস্তাবের ওপর আলোচনা এবং সমাপনী বক্তব্য একইসঙ্গে দেন।

 

সংসদ অধিবেশনে সভাপতিত্ব করছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। (ছবি: সংসদ টিভি থেকে)

এদিকে শোক প্রস্তাব এর আলোচনা শুরুর আগে স্পিকার শিরীন শারমিন চৌধুরী অধিবেশন সমাপনী সম্পর্কে রাষ্ট্রপতির আদেশ পাওয়ার কথা জানান। তিনি এই আদেশ পাঠ করে শোনানোর আগে দেশবাসীর উদ্দেশে বলেন, আসুন আমরা ধৈর্য ও সাহসের সঙ্গে এই সংকট উত্তরণ ঘটাই। আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলি, সামাজিক দূরত্ব বজায় রাখি, নিয়মিত ঘন ঘন সাবান দিয়ে হাত পরিষ্কার করি। নিজ বাড়িতে অবস্থান করি। আমাদের সকলের দায়িত্বশীল আচরণ এই সংকটের উত্তরণের পথ সহজ করবে।

পরে স্পিকার রাষ্ট্রপতির আদেশ পাঠ করেন। রাষ্ট্রপতি তার আদেশে বলেন, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের ১ দফায় প্রদত্ত ক্ষমতাবলে আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে আহূত একাদশ জাতীয় সংসদের সপ্তম অধিবেশন করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে জনসমাগম পরিহার করার জন্য জনস্বার্থে সমাপ্তি করিতেছি।”

সংসদের এক অধিবেশন শেষ হওয়ার পরবর্তী ৬০ কার্যদিবসের মধ্যে আবার সংসদ বসার বাধ্যবাধকতা সংবিধানে রয়েছে।

সর্বশেষ ষষ্ঠ অধিবেশন শেষ হয়েছিল ১৮ ফেব্রুয়ারি। সেই হিসেবে ১৮ এপ্রিলের মধ্যে সংসদের অধিবেশন বসার বাধ্যবাধকতা ছিল।

/ইএইচএস/টিএন/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অবাধে বালু উত্তোলন করে রাতের আঁধারে পাচার
অবাধে বালু উত্তোলন করে রাতের আঁধারে পাচার
ইই্উ’র নিষেধাজ্ঞাকে ভণ্ড বললেন পুতিন মিত্র
ইই্উ’র নিষেধাজ্ঞাকে ভণ্ড বললেন পুতিন মিত্র
‘ভেবেছিলাম দেশের সমস্যা ক্ষণস্থায়ী, এখন আরও বেড়েছে’
‘ভেবেছিলাম দেশের সমস্যা ক্ষণস্থায়ী, এখন আরও বেড়েছে’
পশুর জন্য প্রাকৃতিক খাদ্যের উৎপাদন বাড়াতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী
পশুর জন্য প্রাকৃতিক খাদ্যের উৎপাদন বাড়াতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী
সর্বাধিক পঠিত
অতিরিক্ত ডিআইজি মনিরুজ্জামানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ ইসির
অতিরিক্ত ডিআইজি মনিরুজ্জামানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ ইসির
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
দাম কমেছে সবজি-মাংসের, তবু পরিস্থিতি অস্বাভাবিক
দাম কমেছে সবজি-মাংসের, তবু পরিস্থিতি অস্বাভাবিক
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন প্রধান বিচারপতির
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন প্রধান বিচারপতির