X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

নিম্নমানের আরও ৪৩ পণ্য নিষিদ্ধ করলো বিএসটিআই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মে ২০২০, ১২:৪০আপডেট : ১২ মে ২০২০, ১২:৫৫

বিএসটিআই নিম্নমানের আরও ৪৩ পণ্য নিষিদ্ধ করেছে পণ্যের মান প্রণয়ন ও নিয়ন্ত্রণকারী সংস্থা  বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। একইসঙ্গে উৎপাদনকারীদের বাজার থেকে তাদের পণ্য প্রত্যাহারের নির্দেশ দিয়েছে। এর আগে আরও ১৭টি নিম্নমানের পণ্য নিষিদ্ধ করেছিল বিএসটিআই।

সোমবার (১১ মে) গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিএসটিআই। এতে বলা হয়েছে, খোলাবাজার থেকে বিভিন্ন পণ্য কিনে নিজেদের ল্যাবে পরীক্ষা করে বিএসটিআই। পরীক্ষায় বাংলাদেশ মান (বিডিএস) এর থেকে নিম্নমানের ফল পাওয়ায় এসব পণ্য নিষিদ্ধ করা হয়েছে।

নিম্নমানের পণ্যের তালিকা ড্যানিশ, সুরেশ, প্রমি, পূবালী সল্টসহ ৪৩বিভিন্ন ব্র্যান্ডের পণ্য নিষিদ্ধ করার পাশাপাশি এসব প্রতিষ্ঠানগুলোকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এছাড়া ওসব পণ্যের মান উন্নয়ন করে পুনরায় অনুমোদন ছাড়া সংশ্লিষ্ট উৎপাদনকারী, সরবরাহকারী, পাইকারি ও খুচরা বিক্রেতাদের বিক্রি-বিতরণ এবং বাণিজ্যিক বিজ্ঞাপন প্রচার করা থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

নিম্নমানের পণ্যের তালিকা

নিম্নমানের পণ্যগুলো হলো, নরসিংদীর অন্নপূর্ণা অয়েল মিলসের সুরেশ ব্র্যান্ডের সরিষার তেল (ব্যাচ নং: ১৬২, উৎপাদন তারিখ: ১২.২০১৯), ময়মনসিংহের মুক্তাগাছার বেঙ্গল অয়েল মিলসের চাওলি ফ্লাওয়ার ব্র্যান্ডের সরিষার তেল (ব্যাচ নং: ৪৫, উৎপাদন তারিখ: ০৯.০২.২০২০), ময়মনসিংহের বিএল অয়েল মিলসের রুবি ব্র্যান্ডের সরিষার তেল (ব্যাচ নং: --, উৎপাদন তারিখ: ০৪.১১.২০১৯), ময়মনসিংহের পদ্মা অয়েল মিলসের হিলসা ব্র্যান্ডের সরিষার তেল (ব্যাচ নং: ৪৫, উৎপাদন তারিখ: ০১.০১.২০২০), ময়মনসিংহের রূপন অয়েল মিলসের রিং ব্র্যান্ডের সরিষার তেল (ব্যাচ নং: ০১, উৎপাদন তারিখ: ০১.০৩.২০২০), নরসিংদীর লোকনাথ অয়েল মিলসের টাইগার ব্র্যান্ডের সরিষার তেল, জামালপুরের আলী ন্যাচারাল অয়েল মিলস অ্যান্ড অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কল্যাণী ব্র্যান্ডের ফর্টিফাইড এডিবল রাইস ব্রান অয়েল (ব্যাচ নং: অঘ-০০৩২, উৎপাদন তারিখ: ১৫.০৩.২০২০), গাজীপুরের ময়মনসিংহ অ্যাগো লিমিটেড-এর সান ড্রপ ব্র্যান্ডের ফ্রুট অ্যান্ড ভেজিটেবল জুস (অ্যালোভেরা) (ব্যাচ নং: ০৫, উৎপাদন তারিখ: ১০.০৮.২০১৯), নারায়ণগঞ্জের ড্যানিশ ফুডস লিমিটেড-এর ড্যানিশ ব্র্যান্ডের ধনিয়ার গুড়া (ব্যাচ নং: ০৭৬৭(এ), উৎপাদন তারিখ: ২৪.০২.২০২০), কারি পাউডার ‘বিফ মাসালা’ ব্যাচ নং: ০৬৩৫(এ), উৎপাদন তারিখ: ১৩.০৯.২০১৯) ও ‘চিকেন মাসালা’ ব্যাচ নং: ০৬৩৪ (বি), উৎপাদন তারিখ: ১২.০৯.২০১৯, নারায়ণগঞ্জের বোম্বে সুইটস অ্যান্ড কোম্পানি লিমিটেড-২-এর বোম্বে আলুজ ব্র্যান্ডের চিপস (আলুজ) ব্যাচ নং: ০১ ক-০২২০, উৎপাদন তারিখ: ফেব্রুয়ারি ২০২০, নারায়ণগঞ্জের আইডিয়াল অ্যাগ্রো প্রোডাক্টস প্রাইভেট লিমিটেড-এর আইডিয়াল ব্র্যান্ডের কারি পাউডার, (ব্যাচ নং: ০১২, উৎপাদন তারিখ: ০২.০৫.২০১৯), নেত্রকোনার প্রিয়া ফুড প্রোডাক্টসের প্রিয়া স্পেশাল ব্র্যান্ডের প্রিয়া লাচ্ছা সেমাই, ধামরাইয়ের সাউদিয়া ফুড প্রোডাক্টস প্রা. লি. এর সাউদিয়া ব্র্যান্ডের লাচ্ছা সেমাই, ঢাকার ফোর স্টার ফুড প্রোডাক্টসের ফোর স্টার ব্র্যান্ডের কারি পাউডার ‘বার বি-কিউ মাসালা’ (ব্যাচ নং: ০০৩, উৎপাদন তারিখ: অক্টোবর ২০১৯), ঢাকার এ জেড এ আইডিয়াল অ্যাগ্রো ফুড অ্যান্ড বেভারেজ প্রা. লি. এর এ জেড এ আইডিয়াল ব্র্যান্ডের কারি পাউডার (মিট কালা ভুনা মাসালা, ব্যাচ নং: এ২এ৪১, উৎপাদন তারিখ: ০১.০২.২০১৯), নারায়ণগঞ্জের সুরভী সল্ট আয়োডেশনের ডলফিন ব্র্যান্ডের আয়োডিনযুক্ত লবণ (ব্যাচ নং: ১১.২০১৯, উৎপাদন তারিখ: নভেম্বর ২০১৯), নারায়ণগঞ্জের সপ্তডিঙ্গা সল্ট ইন্ডাস্ট্রিজের মেয়র ব্র্যান্ডের আয়োডিনযুক্ত লবণ (ব্যাচ নং: ০০১, উৎপাদন তারিখ: ১৫.০৪.২০১৮), নারায়ণগঞ্জের পূবালী সল্ট ইন্ডাস্ট্রিজের পূবালী ব্র্যান্ডের আয়োডিনযুক্ত লবণ (ব্যাচ নং: ০৩১১৪, উৎপাদন তারিখ: জুন ২০১৯), নারায়ণগঞ্জের আলী সল্ট ইন্ডাস্ট্রিজের টমেটো ব্র্যান্ডের আয়োডিনযুক্ত লবণ (ব্যাচ নং: ১০২০২১, উৎপাদন তারিখ: ০১.১০.২০১৮), নারায়ণগঞ্জের নিউ কোয়ালিটি সল্ট ইন্ডাস্ট্রিজের তৃপ্তি ব্র্যান্ডের আয়োডিনযুক্ত লবণ (ব্যাচ নং: ০৫/১৯ উৎপাদন তারিখ: ০৫.২০১৯), নারায়ণগঞ্জের প্রগতি সল্ট ইন্ডাস্ট্রিজের দিগন্ত ব্র্যান্ডের আয়োডিনযুক্ত লবণ (ব্যাচ নং: ১৭/২০, উৎপাদন তারিখ: ০৩.২০১৭), নারায়ণগঞ্জের আলী সল্ট ইন্ডাস্ট্রিজের আলী ব্র্যান্ডের আয়োডিনযুক্ত লবণ (ব্যাচ নং: ১০/২০২১, উৎপাদন তারিখ: ০১.১০.২০১৮), নারায়ণগঞ্জের শক্তি এডিবল প্রোডাক্টস লিমিটেড-এর শক্তি ব্র্যান্ডের সরিষার তেল (ব্যাচ নং: উৎপাদন তারিখ: ০৭.১০.২০১৯, গাজীপুরের তুরাগ অয়েল মিলসের তুরাগ ব্র্যান্ডের সরিষার তেল (ব্যাচ নং:-- উৎপাদন তারিখ: জানুয়ারি ২০২০), নারায়ণগঞ্জের এস কে এগ্রো ফুড প্রসেসরের সরিষার তেল (ব্যাচ নং: --, উৎপাদন তারিখ: ২০.০৪.২০১৯), ঢাকার প্রমি এগ্রো ফুডস লিমিটেড-এর প্রমি ব্র্যান্ডের সরিষার তেল (ব্যাচ নং: --, উৎপাদন তারিখ: ০২.০২.২০২০), রংপুরের বদরগঞ্জের আনিস স্টোরের নামবিহীন খোলা ড্রামের ফর্টিফাইড পাম অলিন, লালমনিরহাটের পাটগ্রামের ঈসমাইল স্টোরের নামবিহীন খোলা ড্রামের ফর্টিফাইড পাম অলিন, লালমনিরহাটের পাটগ্রামের গরিবুল্লাহ শাহ স্টোরের নামবিহীন খোলা ড্রামের ফর্টিফাইড সয়াবিন অয়েল, ঢাকার আরামবাগের ফিহাত ইন্টারন্যাশনাল ট্রেডার্স এর আমদানিকৃত রিফাইন্ড সুগার ও অটোজি কারি হট ব্র্যান্ডের কারি পাউডার (ব্যাচ নং: --, উৎপাদন তারিখ: ২৯.১২.২০১৯), রাজশাহীর নওদাপাড়ার ছন্দা ফিলিং স্টেশনের হাই স্পিড ডিজেল, রাজশাহীর নওদাপাড়ার জিএম ফিলিং স্টেশনের হাই স্পিড ডিজেল, রাজশাহীর পবার মতিউর ফিলিং স্টেশনের হাইস্পিড ডিজেল, রাজশাহীর নওদাপাড়ার ছন্দা ফিলিং স্টেশনের আনলেডেড মোটর গ্যাসোলিন-প্রিমিয়াম (অকটেন), রাজশাহীর নওদাপাড়ার ছন্দা ফিলিং স্টেশনের আনলেডেড মোটর গ্যাসোলিন-রেগুলার (পেট্রোল), রাজশাহীর নওদাপাড়ার জিএম ফিলিং স্টেশনের আনলেডেড মোটর গ্যাসোলিন-প্রিমিয়াম (অকটেন) ও আনলেডেড মোটর গ্যাসোলিন-রেগুলার (পেট্রোল), রাজশাহীর পবার আসাদুল্লাহ অ্যান্ড ব্রাদার্স ফিলিং স্টেশনের আনলেডেড মোটর গ্যাসোলিন-প্রিমিয়াম (অকটেন) ও আনলেডেড মোটর গ্যাসোলিন- রেগুলার (পেট্রোল) এবং রাজশাহীর পবার মতিউর ফিলিং স্টেশনের আনলেডেড মোটর গ্যাসোলিন-রেগুলার (পেট্রোল)।

 

/এসআই/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তাপ কমাতে সড়কে প্রতিদিন ৪ লাখ লিটার পানি ছিটাচ্ছে ডিএনসিসি
তাপ কমাতে সড়কে প্রতিদিন ৪ লাখ লিটার পানি ছিটাচ্ছে ডিএনসিসি
ঢামেকে কারাবন্দি হাজতির মৃত্যু
ঢামেকে কারাবন্দি হাজতির মৃত্যু
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!
রানা প্লাজায় নিহতদের ফুলেল শ্রদ্ধায় স্মরণ
রানা প্লাজায় নিহতদের ফুলেল শ্রদ্ধায় স্মরণ
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…