X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

মাদক নিয়ন্ত্রণ দুর্যোগ ব্যবস্থাপনার আওতায় চায় সংসদীয় কমিটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ সেপ্টেম্বর ২০২০, ১৮:১২আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২০, ১৮:১৪

সংসদীয় কমিটির বৈঠক

মাদককে সামাজিক বিপর্যয় বিবেচনা করে তা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের কার্যক্রমের আওতায় আনার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। বুধবার (১৬ সেপ্টেম্বর) সংসদ ভবনে অনুষ্ঠিত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারশি করা হয় বলে সংসদ সচিবালয় থেকে জানানো হয়েছে।

বৈঠক শেষে কমিটির সদস্য মীর মোস্তাক আহমেদ রবি বাংলা ট্রিবিউনকর বলেন, ‘কমিটির বৈঠকে বিষয়টি উত্থাপিত হয়েছে। মাদক আমাদের বড় একটি সামাজিক সমস্যা।  মাদক নিরাময় কেন্দ্রে মাঝে মাঝে আমাদের মন্ত্রণালয় থেকে ত্রাণ সাহায্য দেওয়া হয়, সেই হিসেবে আলোচনা এসেছে।’

এদিকে বৈঠকে দুর্যোগকালীন উদ্ধার কার্যক্রম পরিচালনায় সহায়তাকারী স্বেচ্ছাসেবকদের সম্মানী ভাতা দেওয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

সংসদ সচিবালয় জানিয়েছে, স্বেচ্ছাসেবকদের কাজের ওপর ভিত্তি করে সম্মানী ভাতা দেওয়ার সুপারিশ করে কমিটি।

বৈঠকে মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, স্বেচ্ছাসেবকদের সম্মানী ভাতা দিতে হলে সে বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করা দরকার। এলক্ষ্যে একটি কমিটি করেছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়।

এক খসড়া হিসাবে মন্ত্রণালয় জানিয়েছে, দুর্যোগকালীন উদ্ধার কার্যক্রমে সহায়তাকারী স্বেচ্ছাসেবকরা ঘূর্ণিঝড় প্রবণ এলকায় কাজ করে থাকে। দক্ষিণাঞ্চলের ১৩টি জেলায় এ কাজ চলে।  বছরে দুই বার করে ঘূর্ণি ধরলে ৫ দিনের হিসাবে স্বেচ্ছাসেবকদের থাকা-খাওয়া, যাতায়াত,  মোবাইল ফোন খরচ ধরলে বছরে প্রায় ৩৭ কোটি এক লাখ টাকার দরকার হবে।

২০১৮ সাল থেকে প্রতিবছর ৮০-৮৪ জন স্বেচ্ছাসেবককে তাদের জন্য পুরস্কৃত করা হয় বলেও জানায় মন্ত্রণালয়।

বৈঠকে অতিদরিদ্রদের জন্য কর্মসূচি বাস্তবায়ন প্রকল্পে (৪০ দিনের কর্মসূচি) ২০০ টাকার পরিবর্তে একজন শ্রমিকের দৈনিক মজুরি ন্যূনতম ৫০০ টাকা করার সুপারিশ করা হয়।

বৈঠকে নদী ভাঙনপ্রবণ এলাকায় সরকারি স্থাপনা নির্মাণের ক্ষেত্রে ‘স্টিল স্ট্রাকচার’ স্থাপনা নির্মাণের সুপরিশ করা হয়।

এছাড়া, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তাগুলোর মেরামত কাজ অক্টোবর হতে আগামী ফেব্রুয়ারির মধ্যে শেষ করার তাগিদ দেওয়া হয়।

কমিটি বর্তমান দুর্যোগ মোকাবিলায় এই মন্ত্রণালয়ের বরাদ্দ বাড়ানোর জন্যও ‍সুপারিশ করে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

কমিটির সভাপতি এ বি তাজুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান, মো. আফতাব উদ্দিন সরকার, মীর মোস্তাক আহমেদ রবি, জুয়েল আরেং, মজিবুর রহমান চৌধুরী ও কাজী কানিজ সুলতানা অংশ নেন।

 

 

/ইএইচএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলেনস্কিকে হত্যার পরিকল্পনায় জড়িত অভিযোগে পোলিশ নাগরিক গ্রেফতার
জেলেনস্কিকে হত্যার পরিকল্পনায় জড়িত অভিযোগে পোলিশ নাগরিক গ্রেফতার
বাংলাদেশে এসে আশ্রয় নিলেন মিয়ানমারের আরও ১৩ সীমান্তরক্ষী
বাংলাদেশে এসে আশ্রয় নিলেন মিয়ানমারের আরও ১৩ সীমান্তরক্ষী
ভাসানটেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: ঝরে গেলো আরেকটি প্রাণ
ভাসানটেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: ঝরে গেলো আরেকটি প্রাণ
আজকের আবহাওয়া: ঢাকাসহ ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস
আজকের আবহাওয়া: ঢাকাসহ ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ