ভিসার মেয়াদের ভিত্তিতে টিকিট বিতরণ শুরু করেছে সৌদি অ্যারাবিয়ান সাউদিয়া এয়ারলাইন্স। তাই টিকিটের জন্য সোমবার (৫ অক্টোবর) সকাল থেকেই জড়ো হতে থাকেন প্রবাসীরা। সকাল থেকেই হোটেল সোনারগাঁওয়ের গেটে আশা নিয়ে অপেক্ষা করছেন তারা। বিশৃঙ্খলা ঠেকাতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে অনেক প্রবাসী টিকিট প্রাপ্তি নিয়ে শঙ্কায় আছেন।
প্রবাসী মজিফুর রহমান বলেন, ‘গতকাল (রবিবার) নাম ফোন নম্বর দিতে আসছিলাম। কিন্তু দিতে পারিনি। এখানে একটা ফরম দেওয়ার কথা বলেছে, কিন্তু এখনও পাইনি।’
সৌদি এয়ারলাইন্সের এক কর্মকর্তা বলেন, ‘ রবিবারের তালিকা করা হয়েছে। তাদের মধ্যে যাদের ভিসার মেয়াদ কম তাদের রাতে ফোন করা হয়েছে। এভাবে বাকিদেরও পর্যায়ক্রমে করা হবে।’