X
শনিবার, ০৫ জুলাই ২০২৫
২১ আষাঢ় ১৪৩২

বিদেশফেরতরা নিয়ম না মানলে জরিমানার পরামর্শ জাতীয় কমিটির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ নভেম্বর ২০২০, ২২:৩৩আপডেট : ২২ নভেম্বর ২০২০, ২২:৩৮

শাহজালাল বিমানবন্দরের থার্মাল স্ক্যানার
বিদেশ থেকে আসা যাত্রীদের মাধ্যমে কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে যাত্রীদের ৭২ ঘণ্টার মধ্যে কোভিড নেগেটিভ রিপোর্ট নিয়ে আসার নিয়ম রয়েছে। কিন্তু অনেক যাত্রী টেস্ট ও রিপোর্ট ছাড়াই দেশে আসছেন। এসব যাত্রীরা নিয়ম না মানলে জরিমানা করা যেতে পারে বলে জানিয়েছে কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।

রবিবার (২২ নভেম্বর) জাতীয় পরামর্শক কমিটির ২২তম সভায় জরিমানা করার সুপারিশসহ আরও কিছু সুপারিশ করা হয়। কমিটির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লাহর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। কমিটির পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনেক যাত্রী করোনা টেস্ট ও রিপোর্ট ছাড়া দেশে আসছেন। এসব যাত্রীদের কোয়ারেন্টাইনে রাখার জন্য প্রতিদিন এক হাজার টাকা করে যাত্রী প্রতি ১৪ হাজার টাকা সরকারের খরচ হচ্ছে। যাত্রীদের জন্যও ১৪ দিনের কোয়ারেন্টাইন কষ্টকর হচ্ছে, আর এজন্য সরকারিভাবে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের জন্য দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনী এই বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সব এয়ারলাইন্সকে যাত্রার ৭২ ঘণ্টার আগে কোভিড-১৯ পরীক্ষার নেগেটিভ রিপোর্ট ছাড়া যাত্রীদের নিয়ে আসতে নিষেধ করা প্রয়োজন। সেই কোভিড টেস্ট করতে হবে আরটি-পিসিআরের মাধ্যমে। এই নিয়ম কঠোরভাবে পালন করতে হবে। বিমানবন্দর (বিশেষত ঢাকা), সমুদ্রবন্দর ও স্থলবন্দরগুলোতে করোনার রিপোর্ট চেক করা বাধ্যতামূলক করতে হবে। যাত্রীদের ভুয়া রিপোর্ট সর্ম্পকে সতর্ক থাকতে হবে।

কমিটি জানায়, কোনও কারণে রিপোর্ট ছাড়া যাত্রী আসলে তাকে কোয়ারেন্টাইনে রাখা হবে। তাদেরকে এক থেকে দুই দিনের মধ্যে বিশেষ ব্যবস্থায় টেস্ট করে নেগেটিভ রিপোর্ট আসলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন থেকে ছেড়ে দেওয়া যেতে পারে। তবে প্রশাসনের তত্ত্বাবধানে তাদের বাড়িতে কোয়ারেন্টাইন নিশ্চিত করতে হবে। আর রিপোর্ট পজিটিভ হলে তাকে হাসপাতালে আইসোলেশনে রাখতে হবে।

/জেএ/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়ের পর মনিকা চাকমা বললেন, ‘আজ অনেক ভালো লাগছে’
জয়ের পর মনিকা চাকমা বললেন, ‘আজ অনেক ভালো লাগছে’
ঢাকায় উদযাপিত হলো উল্টো রথযাত্রার শোভাযাত্রা
ঢাকায় উদযাপিত হলো উল্টো রথযাত্রার শোভাযাত্রা
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল
বলিরেখা কমাতে সাহায্য করে এই ৪ খাবার
বলিরেখা কমাতে সাহায্য করে এই ৪ খাবার
সর্বাধিক পঠিত
জামায়াতের অনুষ্ঠানে ‘সৎ’ লোককে ভোট দিতে বলা পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা
জামায়াতের অনুষ্ঠানে ‘সৎ’ লোককে ভোট দিতে বলা পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
জুলাই অভ্যুত্থানের প্রথম অংশ অবশ্যই মেটিকুলাসলি ডিজাইনড: মাহফুজ আলম
জুলাই অভ্যুত্থানের প্রথম অংশ অবশ্যই মেটিকুলাসলি ডিজাইনড: মাহফুজ আলম
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে আ.লীগ নেতা বাবাকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে আ.লীগ নেতা বাবাকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ