X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

ট্যানারি স্থানান্তরের সিদ্ধান্তে অটল থাকার আহ্বান পবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ এপ্রিল ২০১৬, ১৪:৪০আপডেট : ০৪ এপ্রিল ২০১৬, ১৬:০৮

পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা)

রাজধানীর হাজারীবাগের ট্যানারি কারখানাগুলো সাভারের চামড়া শিল্প নগরীতে স্থানান্তরে সিদ্ধান্তে সরকারকে অটল থাকার আহ্বান জানিয়েছে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা)।

সোমবার (৪ এপ্রিল) রাজধানীর কলাবাগানে পবা’র কার্যালয়ে ‘ট্যানারি স্থানান্তর: উদ্ভূত পরিস্থিতি ও করণীয়’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান পবার চেয়ারম্যান আবু নাসের খান।

তিনি বলেন, সরকারের বেঁধে দেওয়া সময়ে ট্যানারি স্থানান্তর না হলে পরিবেশ ও জনস্বাস্থ্য বিবেচনায় সাভারের প্লট বাতিল করতে হবে। এছাড়া গ্যাস, পানি, বিদ্যুৎ সংযোগ বিছিন্ন করে হাজারীবাগের ট্যানারি বন্ধ করে দেওয়ার আহ্বান জানান তিনি।

আবু নাসের খান আরও বলেন, হাজারীবাগের ট্যানারিগুলো দীর্ঘ ৬৫ বছর ধরে বুড়িগঙ্গা নদী দূষণ করছে। এগুলো থেকে দৈনিক ২২ হাজার ঘনমিটার অপরিশোধিত বর্জ্য নদীতে ফেলা হয়।  যা পানি, বায়ু, মাটি দূষণসহ জনস্বাস্থ্যের মারাত্মক ক্ষতি করছে।

সাভারের চামড়া শিল্প নগরীর কার্যক্রমের বিষয়ে আবু নাসের খান বলেন, সাভারে শিল্পপ্রতিষ্ঠানগুলোর ভবন নির্মাণ অত্যন্ত ধীরে এগোচ্ছে। ২৮টি শিল্পপ্রতিষ্ঠানের ড্রাম স্থাপনের কাজ চললেও বিদ্যুৎ সাবস্টেশন নির্মাণ করা হয়নি অধিকাংশ প্লাটে। ফলে সবকিছু প্রস্তুত হলেও বিদ্যুতের অভাবে শিল্পপ্রতিষ্ঠান চালু করা সম্ভব হবে না। এখনও প্রতিষ্ঠানগুলো বর্জ্য স্কিনিং ও মূল পাইপলাইনে সংযোগ স্থাপন করেনি। তবে ট্যানারি মালিকদের যদি সদিচ্ছা থাকে তবে আগামী ৩০ থেকে ৪৫ দিনের মধ্যে অন্তত ২৮টি প্রতিষ্ঠান সাভারে চামড়া প্রক্রিয়াজাতের প্রাথমিক কাজ শুরু করতে পারবে।

এ সময় চামড়া শিল্প নগরীতে সিইটিপি (কেন্দ্রীয় বর্জ্য শোধণাগার) বাস্তবায়নসহ প্রকল্পের বিভিন্ন কার্যক্রম নির্দিষ্ট সময়ে শেষ না হওয়ায় সংশ্লিষ্ঠদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয় সংগঠনটির পক্ষ থেকে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- পবার সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সোবহান, প্রিভেন্টিভ মেডিসিন বিশেষজ্ঞ ডা. লেলিন চৌধুরী, পবার নির্বাহী সদস্য তোফায়েল আহমেদ প্রমুখ।

/এসএনএইচ/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
উত্তর কোরিয়া সফর করলেন রুশ গোয়েন্দা প্রধান
উত্তর কোরিয়া সফর করলেন রুশ গোয়েন্দা প্রধান
ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে চলবে ১৫ ফেরি, ২০ লঞ্চ
ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে চলবে ১৫ ফেরি, ২০ লঞ্চ
ট্রলারের ইঞ্জিন বিস্ফোরণে চার জন অগ্নিদগ্ধ
ট্রলারের ইঞ্জিন বিস্ফোরণে চার জন অগ্নিদগ্ধ
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
গাজীপুর থেকে বিমানবন্দর যেতে সময় লাগবে ৪৪ মিনিট
গাজীপুর থেকে বিমানবন্দর যেতে সময় লাগবে ৪৪ মিনিট