X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২২ আষাঢ় ১৪৩২

সব হত্যাকাণ্ড এক সূত্রে গাঁথা নয়: আইজিপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ এপ্রিল ২০১৬, ১৩:২০আপডেট : ২৬ এপ্রিল ২০১৬, ১৩:৩৩

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহিদুল হক মার্কিন রাষ্ট্রদূতের সাবেক প্রটোকল অফিসার জুলহাজ মান্নান ও তার বন্ধু নাট্যকর্মী মাহবুব তনয়কে হত্যার ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশের আইজিপি শহিদুল হক। ঘটনাস্থল পরিদর্শন শেষে  তিনি সাংবাদিকদের বলেন,‘এটা সুপরিকল্পিত হত্যাকাণ্ড। এই ঘটনার আগে তারা ওই এলাকা রেকি করেছে। তারপর সুযোগ বুঝে হত্যাকাণ্ড ঘটিয়ে পালিয়েছে।’

কাশিমপুরে কারারক্ষী, ব্রাহ্মণবাড়িয়ার হত্যাকাণ্ডগুলো একই সূত্রে গাঁথা কিনা-এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কাশিমপুরে কারারক্ষী কিংবা ব্রাহ্মণবাড়িয়ার হত্যা একই সূত্রে গাঁথা  নয়। এগুলো আলাদা ঘটনা, কাকতালীয়। একই রকম কারণে হত্যাকাণ্ড ঘটেছে বলেও আমরা মনে করি না।’

এ ঘটনা জঙ্গিরা ঘটিয়েছে কিনা—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ নিয়ে এখনই কিছু বলা যাবে না। কেবল তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মন্তব্য করা যাবে না।’

একের পর এক হত্যাকাণ্ড ঘটছে এটা গোয়েন্দাদের ব্যর্থতা কিনা- জানতে চাইলে আইজিপি বলেন, ‘গোয়েন্দারা ব্যর্থ না। এটা ম্যাকক্রো লেবেলের ইন্টেলিজেন্সি। হত্যাকারী বা জঙ্গিরা একজনকে টার্গেট করে হত্যা করে। এ তথ্য পাওয়ার মতো মেকানিজম আমাদের নেই।’

যে এলাকায় জুলহাজ ও তনয়কে হত্যা করা হয়েছে সেখানে কোনও সিসিটিভি নেই। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সিসি ক্যামেরা বসানোর জন্য অনুরোধ করেছি। একাধিকবার বলেছি। এটা তো জোর করে করানো যাবে না। এটা নিজস্ব নিরাপত্তা। এলাকার নিরাপত্তার বিষয়ে নিজেদেরই চিন্তা করতে হবে।’

তিনি আরও বলেন, পুলিশের সঙ্গে নাগরিকদের সুসম্পর্ক গড়ে তুলতে হবে। নাগরিকদের এগিয়ে আসতে হবে।

/এআরআর/এসটি/টিএন/

আরও পড়তে পারেন:

জুলহাজ মান্নানজুলহাজের মরদেহ হস্তান্তর

সম্পর্কিত
সর্বশেষ খবর
নদীতে ইলিশের দেখা মিলছে না কেন
নদীতে ইলিশের দেখা মিলছে না কেন
অধিনায়ক মুল্ডারের ডাবল সেঞ্চুরিতে প্রথম দিনে দক্ষিণ আফ্রিকার রেকর্ড রান
অধিনায়ক মুল্ডারের ডাবল সেঞ্চুরিতে প্রথম দিনে দক্ষিণ আফ্রিকার রেকর্ড রান
ফার্মগেটে ককটেল বিস্ফোরণ, একজন আহত
ফার্মগেটে ককটেল বিস্ফোরণ, একজন আহত
আত্মনির্ভরশীল করে গড়ে তোলার মধ্যেই নিহিত এতিম লালন-পালনের সার্থকতা: ধর্ম উপদেষ্টা
আত্মনির্ভরশীল করে গড়ে তোলার মধ্যেই নিহিত এতিম লালন-পালনের সার্থকতা: ধর্ম উপদেষ্টা
সর্বাধিক পঠিত
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে