X
বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪
১ জ্যৈষ্ঠ ১৪৩১

আন্দোলনের নামে হত্যাকারীরাই গুপ্তহত্যায় জড়িত: প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ এপ্রিল ২০১৬, ১৭:৫৪আপডেট : ২৭ এপ্রিল ২০১৬, ১৮:০৬


শেখ হাসিনা আন্দোলনের নামে যারা প্রকাশ্যে মানুষ হত্যা করেছে, তারাই গুপ্তহত্যার সঙ্গে জড়িত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (২৭ এপ্রিল) প্রধানমন্ত্রী কার্যালয়ে ‘ফার্স্ট ট্র্যাক প্রজেক্ট মনিটরিং কমিটির’ চতুর্থ সভায় শেখ হাসিনা এ মন্তব্য করেন।
দুই দিনের ব্যবধানে ঢাকা ও রাজশাহীতে একই কায়দায় যে হত্যাকাণ্ডগুলো ঘটেছে তার তীব্র নিন্দা জানান তিনি।
সরকার এ ধরনের হত্যাকাণ্ড দেখতে চায় না মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা বাহিনী শিগগিরই অপরাধীদের ধরতে পারবে।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সভা শেষে প্রধানমন্ত্রীর বরাত দিয়ে সাংবাদিকদের এসব কথা জানান।
প্রেস সচিব বলেন, সাম্প্রতিক হত্যাকাণ্ডগুলোর প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী বলেছেন, সুপরিকল্পিতভাবে এসব হত্যাকাণ্ড ঘটানো হচ্ছে। টার্গেট হচ্ছেন মসজিদের ইমাম, পুরোহিত, পাদ্রী। উদ্দেশ্য হচ্ছে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা। যারা উন্নয়ন চায় না তারাই এসব ঘটাচ্ছে বলে মন্তব্য করেন শেখ হাসিনা।

আরও পড়ুন: শফিক রেহমানকে কারাগারে পাঠানোর নির্দেশ
আইনশৃঙ্খলা বাহিনী এ বিষয়ে কাজ করছে জানিয়ে তিনি বলেন, তদন্তের মাধ্যমে শিগগিরই অপরাধীদের ধরা হবে।

প্রেস সচিব ইহসানুল করিম বলেন, সব হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, আমরা চাই না- বাংলাদেশে এ ধরনের ঘটনা ঘটুক।

প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রী ধর্মের নামে মানুষ হত্যারও সমালোচনা করেছেন। তিনি বলেছেন, ইসলাম ধর্মের নাম করে আছর, মাগরিব নামাজ না পড়ে তারা মানুষ খুন করতে যায়। জঙ্গিদের কোনও ধর্ম ও সীমানা নেই।

ক্যালিফোর্নিয়ায় এক বাড়িতে সোমবার বাংলাদেশি এক দম্পতির গুলিবিদ্ধ লাশ পাওয়ার প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, আমি আশা করি যুক্তরাষ্ট্র সরকার এই হত্যার বিচার করবে। সেইসঙ্গে প্রধানমন্ত্রী সম্প্রতি যুক্তরাষ্ট্রের ওহাইয়োতে গুলি করে এক পরিবারের আট সদস্যকে হত্যারও নিন্দা জানান।

আরও পড়ুন: বাংলাদেশে আইএস আছে: বার্নিকাট

পিএইচসি/এজে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজশাহীতে গুটি আম পাড়া শুরু, কেজি ৪০ টাকা
রাজশাহীতে গুটি আম পাড়া শুরু, কেজি ৪০ টাকা
রাজস্থানের শীর্ষ দুইয়ে থাকা কঠিন করে দিলো পাঞ্জাব
রাজস্থানের শীর্ষ দুইয়ে থাকা কঠিন করে দিলো পাঞ্জাব
লন্ডনে অবৈধ অভিবাসীদের খোঁজে অভিযান, বাঙালিপাড়ায় উৎকণ্ঠা
লন্ডনে অবৈধ অভিবাসীদের খোঁজে অভিযান, বাঙালিপাড়ায় উৎকণ্ঠা
মাধ্যমিকে ছেলেরা কেন পিছিয়ে?
মাধ্যমিকে ছেলেরা কেন পিছিয়ে?
সর্বাধিক পঠিত
নিজের বাসায় পরীক্ষা নিয়েছিলেন কর কর্মকর্তা!
নিয়োগ বাণিজ্য করে কোটি টাকা আত্মসাৎনিজের বাসায় পরীক্ষা নিয়েছিলেন কর কর্মকর্তা!
১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলির ফল প্রকাশ
১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলির ফল প্রকাশ
ঢাকায় চলবে না ব্যাটারিচালিত রিকশা
ঢাকায় চলবে না ব্যাটারিচালিত রিকশা
যে কারণে রাজশাহীর তিন প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী ফেল
যে কারণে রাজশাহীর তিন প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী ফেল
কোষ্ঠকাঠিন্য দূর করতে খান এই ৫ খাবার
কোষ্ঠকাঠিন্য দূর করতে খান এই ৫ খাবার