X
শনিবার, ১৮ মে ২০২৪
৪ জ্যৈষ্ঠ ১৪৩১

মুক্তিযোদ্ধা পরিবার সুরক্ষা আইন প্রণয়নের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ নভেম্বর ২০১৬, ১৫:০৭আপডেট : ১০ নভেম্বর ২০১৬, ১৫:০৭

মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর মানববন্ধন মুক্তিযোদ্ধা পরিবার সুরক্ষা আইন প্রণয়ন করার দাবি জানিয়েছে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড।
আজ (বৃহস্পতিবার) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ঝিনাইদহের মুক্তিযোদ্ধা মুক্তার আহমেদের ওপরে হামলার প্রতিবাদে এক মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশে এ দাবি জানায় সংগঠনটি।
মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এ মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।
সমাবেশে বক্তারা বলেন, বঙ্গবন্ধু এবং চার নেতার হত্যায় যে চক্রটি জড়িত ছিল, সেই চক্রটি এখনও মুক্তিযুদ্ধের চেতনায় প্রতিষ্ঠিত বর্তমান সরকারের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে, দেশের বিভিন্ন জায়গায় মুক্তিযোদ্ধাদের ওপরে হামলা চালাচ্ছে। সম্প্রতি হিন্দু সম্প্রদায়ের ওপরে হামলা, বিমানবন্দরে হামলা, জঙ্গিবাদে মদদ এবং অর্থায়ন, নতুন প্রজন্মের মাঝে ইতিহাস বিকৃতিসহ সারা দেশে যেসব অপ্রীতিকর ঘটনা সংঘটিত হচ্ছে, তা বাংলাদেশকে মুক্তিযুদ্ধের চেতনায় প্রতিষ্ঠিত করার অন্তরায়।
বঙ্গবন্ধু সরকারকে উৎখাতের জন্য যেভাবে দেশি-বিদেশি ষড়যন্ত্র শুরু হয়েছিল, বর্তমানেও তা শুরু হয়েছে। এসব কর্মকাণ্ড জামায়াত-বিএনপি এবং আওয়ামী লীগের ভেতরে ঘাপটি মেরে থাকা বর্ণচোরাদের কাজ। মানববন্ধনে বক্তারা মুক্তিযোদ্ধা মুক্তার আহমেদের ওপরে হামলার তীব্র নিন্দা জানিয়ে এ ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
বক্তারা বলেন,বর্তমান সরকারকে মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার লক্ষ্যে এবং এসব ঘটনা মোকাবিলায় আরও দৃঢ় এবং কঠোর হতে হবে। এসময় মুক্তিযোদ্ধা পরিবার সুরক্ষা আইন প্রণয়নের দাবিও জানান বক্তারা।

আয়োজক সংগঠন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর সভাপতি মেহেদী হাসানের সভাপতিত্বে এ সমাবেশে মুক্তিযোদ্ধা মুক্তার আহমেদের পরিবারের সদস্যরা, সংগঠনের সাধারণ সম্পাদক মো. সেলিম রেজা, প্রচার সম্পাদক মনিরুজ্জামান মনিরসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

আরএআর/  এপিএইচ/

আরও পড়ুন:  

দুর্নীতি মামলায় খালেদার আত্মপক্ষ সমর্থন ২৪ নভেম্বর 

সেনা উস্কানির মামলায় মান্নার জামিন

সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ রক্তচাপ নিয়ে সচেতনতা ছড়িয়ে দিতে হবে: বিএসএমএমইউ ভিসি
উচ্চ রক্তচাপ নিয়ে সচেতনতা ছড়িয়ে দিতে হবে: বিএসএমএমইউ ভিসি
দেশে জঙ্গি-সন্ত্রাস দমনে পুলিশ সক্ষম: আইজিপি
দেশে জঙ্গি-সন্ত্রাস দমনে পুলিশ সক্ষম: আইজিপি
প্রিমিয়ার লিগের মৌসুম সেরা ফোডেন
প্রিমিয়ার লিগের মৌসুম সেরা ফোডেন
জিএসপি সুবিধা ফিরিয়ে দেওয়ার কথা বলেছে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী
জিএসপি সুবিধা ফিরিয়ে দেওয়ার কথা বলেছে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী
সর্বাধিক পঠিত
অতিরিক্ত ডিআইজি মনিরুজ্জামানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ ইসির
অতিরিক্ত ডিআইজি মনিরুজ্জামানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ ইসির
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন প্রধান বিচারপতির
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন প্রধান বিচারপতির
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি