X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

ছাত্রলীগ নেতার বিরুদ্ধে সাবেক ঢাবি শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ

আসিফ হিমাদ্রি
০৮ আগস্ট ২০১৭, ০৩:২৬আপডেট : ০৮ আগস্ট ২০১৭, ০৩:২৬

হল থেকে বহিষ্কৃত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে একই বিশ্ববিদ্যালয়ের সাবেক এক শিক্ষার্থীকে আটকে রেখে নির্যাতন, ছিনতাই ও চাঁদা দাবির অভিযোগ উঠেছে। ওই নেতার নাম আবু ইউনূস, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী। ইউনূস নিজেকে বিজয় একাত্তর হল শাখা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক বলে দাবি করেন। ভুক্তভোগী হলেন ঢাবির তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের সাবেক শিক্ষার্থী মো. খায়রুল ইসলাম।

অভিযুক্ত ছাত্রলীগ নেতা আবু ইউনূস ঘটনার বিষয়ে জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ এম আমজাদ আলী ও বিজয় একাত্তর হলের প্রাধ্যক্ষ অধ্যাপক এ জে এম শফিউল আলম ভূঁইয়ার কাছে অভিযোগপত্র জমা দিয়েছেন ভুক্তভোগী ওই শিক্ষার্থী। এ বিষয়ে শাহবাগ থানায় একটি অভিযোগও দায়ের করেছেন তিনি।

ঘটনা সম্পর্কে ভুক্তভোগী খায়রুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গত ২১ জুন আমি নিউমার্কেটে ঈদের কেনাকাটা করছিলাম। বিকাল ৩টার দিকে আমার পূর্ব পরিচিত নাঈম ভূঁইয়া আমাকে তার হলের সামনে যেতে অনুরোধ করলে আমি যাই। নাঈম আমার দীর্ঘদিনের ফেসবুক বন্ধু এবং পরিচিত। আমি বিজয় একাত্তর হলে গেলে নাঈমের বড় ভাই পরিচয় দিয়ে ঢাবির ইসলামিক স্টাডিজ বিভাগের ৩য় বর্ষের ছাত্র আবু ইউনূস ও তার সঙ্গীরা কথা বলতে বলতে আমাকে হলের ৪০০২ নম্বর রুমে নিয়ে যায়। সেখানে তারা আমাকে বেধড়ক লাঠিপেটা ও মারধর করে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। তারা আমার সঙ্গে থাকা Samsung S6 Edge মডেলের মোবাইল ফোনসহ নগদ ৭ হাজার টাকা নিয়ে নেয়। এছাড়া আমার আত্মীয়ের কাছ থেকে ফোন করে ১০ হাজার টাকাও বিকাশযোগে নেয়।’

খায়রুল ইসলাম অভিযোগ করে আরও বলেন, ‘একপর্যায়ে তারা আমার ফেসবুক আইডি ও ইমেইলের পাসওয়ার্ড এবং সঙ্গে থাকা গুরুত্বপূর্ণ কাগজপত্র রেখে দেন। বিষয়টি কাউকে না জানানোর জন্য আমাকে জীবননাশের হুমকি দেয় তারা।’

এ বিষয়ে জানতে চাওয়া হলে অভিযুক্ত আবু ইউনূস অভিযোগ অস্বীকার করে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘অভিযোগকারী ওই ব্যক্তি আমাদের হলের প্রথম বর্ষের এক ছাত্রের মোবাইল চুরি করেছিল। ভিডিও ফুটেজ দেখে তাকে শনাক্ত করা হয়। তখন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর টিম ডেকে আমরা তাকে পুলিশের হাতে তুলে দিতে চেয়েছিলাম। কিন্তু ওই ব্যক্তি বলে, সে নজরুল ইনস্টিটিউটে সরকারি চাকরি করে, পুলিশি ঝামেলায় পড়লে তার চাকরি চলে যেতে পারে। তাই সে নিজেই আমাদের ১৪ হাজার টাকা আর মোবাইল ফোনটি দেয়। ওই টাকা আমরা যে ছেলের ফোন হারিয়েছে তাকে দিয়ে দিয়েছি আর ওই লোকের মোবাইলটি শাহবাগ থানায় জমা দিয়েছি।’

বিজয় একাত্তর হলে ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি কখনও হয়নি, তাহলে আপনি কী করে নিজেকে সাবেক সাংগঠনিক সম্পাদক দাবি করেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের কমিটি বিশ্ববিদ্যালয় শাখা কর্তৃক অনুমোদিত না হলেও আমাদের হল শাখা ছাত্রলীগের সভাপতি ফকির রাসেল আহমেদ ও সাধারণ সম্পাদক নয়ন হাওলাদার একটি কমিটির বিভিন্ন পদপ্রাপ্ত ব্যক্তির নামসহ কাগজ হলে টাঙিয়েছিলেন। তার ভিত্তিতেই আমরা পদ পেয়েছি।’

এ বিষয়ে বিজয় একাত্তর হলের প্রাধ্যক্ষ অধ্যাপক এ জে এম শফিউল আলম ভূঁইয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘অতি সম্প্রতি এমন একটি অভিযোগ আমি পেয়েছি। অভিযুক্ত আবু ইউনূসকে এর আগে একটি ঘটনায় বহিষ্কার করেছিল হল প্রশাসন। অভিযোগটি আমি প্রক্টরকে ফরওয়ার্ড করেছি। দেখা যাক কী হয়।’

অভিযোগের বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিজয় একাত্তর হল শাখা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ছিল না কখনো। ফলে সে ছাত্রলীগের একজন কর্মী হতে পারে, অন্যকিছু নয়। কেউ ছাত্রলীগের নাম ভাঙিয়ে কোনও ধরনের অপরাধ করলে তার বিরুদ্ধে আমরা সাংগঠনিক ব্যবস্থা নেবো এবং প্রশাসনকেও আমরা বলবো তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে পুলিশের হাতে সোপর্দ করার জন্য।’

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক এ এম আমজাদ আলী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘হলের অভ্যন্তরে কিছু ঘটলে সেটি দেখার দায়িত্ব হল প্রশাসনের। বিজয় একাত্তর হলের প্রভোস্টের মাধ্যমে এমন একটি অভিযোগ আমার কাছে এসেছে। হল প্রশাসন যদি বিষয়টার তদন্ত করে আমাদের জানায়, তখন আমরা ব্যবস্থা নিতে পারবো।’

প্রসঙ্গত, চলতি বছরের ১ জুন রাতে বিজয় একাত্তর হলের এক সাধারণ শিক্ষার্থীকে মারধরের ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের এক সহ-সভাপতিসহ ৮ জনকে বহিষ্কার করেছিল হল প্রশাসন। ওই ৮ জনের মধ্যে অভিযুক্ত আবু ইউনূসও ছিলো।

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
আ.লীগ নিষিদ্ধের দাবিতে ফেনীতে ‘ব্লকেড’ কর্মসূচি
আ.লীগ নিষিদ্ধের দাবিতে ফেনীতে ‘ব্লকেড’ কর্মসূচি
এনসিপির কর্মসূচিতে আসেননি কোনও দলের শীর্ষ নেতা
এনসিপির কর্মসূচিতে আসেননি কোনও দলের শীর্ষ নেতা
গাজায় ত্রাণ বিতরণের নিয়ন্ত্রণ নিচ্ছে যুক্তরাষ্ট্র, জাতিসংঘকে সরিয়ে দেওয়ার চেষ্টা
গাজায় ত্রাণ বিতরণের নিয়ন্ত্রণ নিচ্ছে যুক্তরাষ্ট্র, জাতিসংঘকে সরিয়ে দেওয়ার চেষ্টা
আ.লীগের বিচারের আগে কোনও নির্বাচন জনগণ মেনে নেবে না: চরমোনাই পীর
আ.লীগের বিচারের আগে কোনও নির্বাচন জনগণ মেনে নেবে না: চরমোনাই পীর
সর্বাধিক পঠিত
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
সাবেক শিবির নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
সাবেক শিবির নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
রাতভর নাটকীয়তার পর সকালে গ্রেফতার আইভী, দিলেন ‘জয় বাংলা’ স্লোগান
রাতভর নাটকীয়তার পর সকালে গ্রেফতার আইভী, দিলেন ‘জয় বাংলা’ স্লোগান