X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

এখনই রাজনী‌তি‌তে আস‌ছেন না আশরাফ তনয়া রিমা

মুন‌জের আহমদ চৌধুরী, লন্ডন
২৬ জানুয়ারি ২০১৯, ১৭:৪১আপডেট : ২৬ জানুয়ারি ২০১৯, ১৮:৩৮


সৈয়দ আশরাফুল ইসলামের সঙ্গে তার মেয়ে সৈয়দা রিমা ইসলাম
‌দে‌শে ও প্রবা‌সে প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলা‌মের সমর্থক‌দের চাওয়া তাঁর অবর্তমা‌নে তার একমাত্র কন্যা সৈয়দা ‌রিমা ইসলাম দে‌শে ফি‌রে রাজনী‌তি‌তে স‌ক্রিয় হ‌বেন। ত‌বে লন্ডনপ্রবাসী সৈয়দ রিমা ইস‌লাম ব্যক্তিগতভা‌বে দে‌শে ফি‌রে রাজনী‌তি‌তে যুক্ত হ‌তে এখনই আগ্রহী নন ব‌লে জা‌নি‌য়ে‌ছেন তার স্বজন ও ঘ‌নিষ্ঠজনরা।
লন্ড‌নে সৈয়দ আশরা‌ফের ক‌য়েক দশ‌কের ঘ‌নিষ্ঠজন ও বন্ধু রাজন উদ্দীন জালাল। টাওয়ার হ্যাম‌লেটস কাউন্সিলের সা‌বেক এই কাউন্সি‌লার জানান, রিমাও তার বাবার ম‌তোন। নিভৃতচারী ও প্রচার‌বিমুখ অতি বিনয়ী এক তরুণী। লন্ড‌নে সৈয়দ আশরা‌ফের জন্য আমরা যে স্মরণসভার আ‌য়োজন ক‌রে‌ছিলাম তা‌তে রিমা এসেছি‌লেন। কিন্তু, আয়োজক‌দের দফায় দফায় অনু‌রোধ স‌ত্ত্বেও তি‌নি কোনও বক্তব্য দেন‌নি, ম‌ঞ্চেও আসন গ্রহণ ক‌রেননি।

সৈয়দ আশরাফুল ইসলাম তনয়া সৈয়দা রিমা ইসলাম। লন্ডনের স্মরণসভার অনুষ্ঠানে।
সৈয়দ আশরা‌ফুল ইসলা‌মের ঘ‌নিষ্ঠ বন্ধু ও লন্ড‌নের প্রবীণ ক‌মিউনিটি নেতা নুর উদ্দীন শুক্রবার এ ব্যাপা‌রে বাংলা ট্রি‌বিউনের সঙ্গে কথা ব‌লেন। তি‌নি ব‌লেন, রিমার মা ও বাবা দুজ‌নেই দীর্ঘদিন অসুস্থ ছি‌লেন। মাত্র কিছু‌দি‌নের ব্যবধা‌নে দুজ‌নেই গত হ‌য়ে‌ছেন। মা-বাবা দুজন‌কে হা‌রি‌য়ে রিমা শোক‌বিহ্বল হ‌য়ে প‌ড়ে‌ছেন। আমরা যতটুকু জা‌নি, মূলত এ কার‌ণেই এ মুহূ‌র্তে তার পাকাপা‌কিভা‌বে দে‌শে ফি‌রে রাজনী‌তি‌তে স‌ক্রিয় হওয়ার কোনও সম্ভাবনা নেই।

ঢাকায় সৈয়দ আশরাফুল ইসলামের জানাজার আগে প্রধানমন্ত্রী ও স্পিকারের পাশে শোকাহত রিমা। (ছবি: সৌজন্য)
লন্ড‌নে সৈয়দ আশরাফ প‌রিবা‌রের একজন ঘ‌নিষ্ঠজন নাম না প্রকা‌শের শ‌র্তে ব‌লেন, রিমা দে‌শে ফি‌রে দলীয় রাজনী‌তি‌তে স‌ক্রিয় হ‌তে এখনই আগ্রহী নন। তা‌র এ অনাগ্রহের কার‌ণেই কি‌শোরগ‌ঞ্জ-১ আ‌সনে সৈয়দ আশরাফুল ইসলা‌মের ভাই ও বোন দলীয় ম‌নোনয়নপত্র কি‌নে‌ছেন। তি‌নি আরও বলেন, সৈয়দ আশরাফুল ইস‌লা‌মের কন্যাও তাঁর বাবা‌র ম‌তোন-চল‌নে, বল‌নে। তারও পদ বা ক্ষমতার কোনও মোহ নেই।

লন্ডনে সৈয়দ আশরাফুল ইসলামের স্মরণসভায় স্বজনদের সঙ্গে সৈয়দা রিমা ইসলাম।
যুক্তরাজ্য যুব ম‌হিলা লীগ সভাপ‌তি ইয়াস‌মিন মাহমুদ প‌লিন ব‌লেন, সৈয়দ আশরা‌ফের অসুস্থতাকালীন সম‌য়ে মানু‌ষের সহম‌র্মিতা, জানাজায় লা‌খো মানু‌ষের সমাগমে রিমা দেশবাসীর প্রতি, দ‌লের সকল পর্যা‌য়ের নেতাকর্মীর প্রতি কৃতজ্ঞ। প‌লিন সৈয়দ আশরাফের ছোট‌ বো‌নের উদ্ধ‌ৃতি দি‌য়ে আর‌ও জানান, রিমার এ মুহু‌র্তে রাজনী‌তি‌তে আসার কোনও ধর‌নের আগ্রহ নেই। সঙ্গত  কারণে আপাতত এ ধরনের কোনও সম্ভাবনা নেই। এটা তি‌নি তার প‌রিবার ও স্বজন‌দের জা‌নি‌য়ে দি‌য়ে‌ছেন। রিমা এখন লন্ড‌নে এক‌টি ক‌রপো‌রেট ব্যাংকে উচ্চ প‌দে কর্মরত আছেন। বাবা মারা যাওয়ার পর এখন তি‌নি পূর্ব লন্ড‌নের বেকট‌নে নি‌জের বাড়ি ছে‌ড়ে খালার বাসায় আপাতত থাক‌ছেন।
এ ব্যাপারে জানতে সৈয়দা রিমা ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

উল্লেখ্য, আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম দীর্ঘদিন অসুস্থ থাকার পর গত ৩ জানুয়ারি সন্ধ্যায় সিঙ্গাপুরের একটি হাসপাতালে মারা যান। সদ্য শেষ হওয়া একাদশ সংসদ নির্বাচনেও কিশোরগঞ্জ-১ আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন তিনি। তবে শপথ নেওয়ার আগেই মৃত্যু হওয়ায় আসনটিতে নতুন করে ভোটের আয়োজন করতে যাচ্ছে নির্বাচন কমিশন। আগামী ২৮ ফেব্রুয়ারি এই আসনে নতুন করে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। মুক্তিযুদ্ধকালীন সরকারের রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের সন্তান সৈয়দ আশরাফুল ইসলাম দেশ স্বাধীন হওয়ার পরে রাজনীতিতে সক্রিয় থাকলেও ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পরবর্তী অস্থির সময়ে লন্ডনে পাড়ি জমান। সেখানে বাংলাদেশি কমিউনিটিতে গুরুত্বপূল্ণ অবদান রাখেন তিনি। এরপর ১৯৮৬ সালে দেশে ফিরে বাবার স্মৃতি বিজাড়িত কিশোরগঞ্জ-১ আসন থেকে নির্বাচন করে সংসদ সদস্য হন। আসনটিতে পাঁচবার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন তিনি। তার স্ত্রী শিলা ইসলামও দীর্ঘদিন রোগে ভুগে ২০১৭ সালের ২৩ অক্টোবর না ফেরার দেশে চলে যান।

 

/টিএন/
সম্পর্কিত
পাচার হওয়া বোনকে নিতে এসে কলকাতায় অসহায় দশায় চট্টগ্রামের তরুণ
লিবিয়ায় জিম্মি চট্টগ্রামের ৪ যুবক, পাঠানো হচ্ছে নির্যাতনের ভিডিও
কানাডায় দ্বিতীয়বার ‘ডিরেক্টরস ক্লাব অ্যাওয়ার্ড’ পেলেন মাহবুব ওসমানী
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে টর্নেডোর আঘাতে নিহত ৫
যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে টর্নেডোর আঘাতে নিহত ৫
মাহিন্দ্র উল্টে চালকসহ ২ জন নিহত
মাহিন্দ্র উল্টে চালকসহ ২ জন নিহত
শিক্ষাবিদ প্রণব কুমার বড়ুয়ার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
শিক্ষাবিদ প্রণব কুমার বড়ুয়ার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
প্রধানমন্ত্রী দেশের পথে
প্রধানমন্ত্রী দেশের পথে
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ