X
বৃহস্পতিবার, ০৭ জুলাই ২০২২
২৩ আষাঢ় ১৪২৯

২২ নভেম্বর ঢাকায় ২য় আন্তর্জাতিক কমিউনিটিভিত্তিক স্বাস্থ্যকর্মী সম্মেলন

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:৫১

কমিউনিটি স্বাস্থ্যকর্মীদের আন্তর্জাতিক সম্মেলন উপলক্ষে ওয়েবসাইট উন্মুক্ত

ঢাকায় আগামী ২২ নভেম্বর আয়োজিত হবে দুই দিনব্যাপী  ‘২য় আন্তর্জাতিক কমিউনিটিভিত্তিক স্বাস্থ্যকর্মী সম্মেলন’। জাতীয় স্বাস্থ্য অধিদফতর ও আইসিডিডিআর,বিসহ কয়েকটি সংস্থার যৌথ উদ্যোগে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এই সম্মেলন আয়োজন করা হবে। সম্মেলনে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে  যারা অংশ নিতে আগ্রহী তাদের জন্য একটি ওয়েবসাইট খোলা হয়েছে সম্প্রতি।  http://chwsymposium2019.icddrb.org ওয়েবসাইটের মাধ্যমে নিবন্ধন, পোস্টার ও সারসংক্ষেপ জমা দেওয়াসহ আর্থিক সহযোগিতার আবেদন করা যাবে। আইসিডিডিআর,বির মিডিয়া সেল সূত্রে এই তথ্য জানানো হয়েছে।

মিডিয়া সেল থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, এবছর সম্মেলনের মূল প্রতিপাদ্য হলো, সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণের প্রেক্ষিতে অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে কমিউনিটিভিত্তিক স্বাস্থ্যকর্মীদের সম্ভাবনা। ওয়েবসাইটটি গত বৃহস্পতিবার সবার জন্য উন্মুক্ত করা হয়েছে। এই ওয়েবসাইটে কমিউনিটিভিত্তিক স্বাস্থ্যকর্মীদের ঐতিহাসিক গুরুত্ব, ইতোপূর্বে অনুষ্ঠিত সম্মেলনের বিষয়বস্তু, সম্মেলনের অনুষ্ঠানসূচি, এবং সম্মেলন বিষয়ক বিস্তারিত তথ্য পাওয়া যাবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কমিউনিটি স্বাস্থ্যকর্মীরা হলেন নেপথ্যের নায়ক এবং স্বাস্থ্যসেবা খাতে তাঁদের অবদান বিশ্বব্যাপী প্রচলিত। ১৯২০ দশকের প্রথম দিকে কমিউনিটিভিত্তিক স্বাস্থ্যকর্মীরা সর্বপ্রথম চীনে জন্ম-মৃত্যু নিবন্ধন কর্মসূচি, টিকাদান কর্মসূচি, প্রাথমিক স্বাস্থ্য সেবাদান কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হন। বর্তমানে কমিউনিটিভিত্তিক স্বাস্থ্যকর্মীরা ‘দ্বিতীয় শ্রেণী’র সেবাদানকারী হিসেবে বাংলাদেশের মতো স্বল্প ও মধ্যম আয়ের দেশগুলোতে স্বীকৃত এবং সেবা দেওয়ার পদ্ধতির কারণে তারা ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন এবং সময়ের  সঙ্গে সঙ্গে তাঁদের  কাজের চাহিদাও বাড়ছে।

২০১৭ সালে উগান্ডার কাম্পালায় প্রথমবারের মতো কমিউনিটি স্বাস্থ্যকর্মীদের ওপর আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে টেকসই উন্নয়ন লক্ষ্যগুলোর সঙ্গে সমন্বয় রেখে স্বাস্থ্যক্ষেত্রের বিভিন্ন  বিষয়ে কমিউনিটি স্বাস্থ্যকর্মীদের সম্পৃক্ততাকে সামনে তুলে আনা হয়েছিল। আগামী নভেম্বরে  ঢাকায় অনুষ্ঠেয় সম্মেলনে, দেশ ও দেশের বাইরের শিক্ষাবিদ, স্বাস্থ্য বিশেষজ্ঞ ও উন্নয়ন সহযোগী ও পেশাজীবীমহল একটি অভিন্ন অবস্থান থেকে কমিউনিটিভিত্তিক স্বাস্থ্যকর্মীদের স্বাস্থ্যখাতে কাজে লাগিয়ে আগামীর সম্ভাবনাময় কৌশল-পন্থা প্রণয়নে সহায়তা করবে। এটি কমিউনিটিভিত্তিক স্বাস্থ্যকর্মীদের অসংক্রামক রোগ প্রতিরোধে ইতিবাচক অবস্থানে আনতে কার্যকর পথ প্রদর্শক হিসেবে কাজ করবে। এই সম্মেলনটি সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা এবং স্থিতিশীল উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনের প্রচেষ্টায়, অসংক্রামক রোগ প্রতিরোধে কমিউনিটিভিত্তিক স্বাস্থ্যকর্মীদের অতীত সাফল্য ও বর্তমান চ্যালেঞ্জের পাশাপাশি তাঁদের মাধ্যমে স্থানীয় পর্যায়ে স্বাস্থ্য সহায়তা পাওয়ার একটি কার্যকর কৌশল প্রণয়নে দিক নির্দেশনা দেবে।

সম্মেলনটিতে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, জনস্বাস্থ্য ক্ষেত্রে কর্মরত ব্যক্তিবর্গ, গবেষণা প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয় থেকে আগত প্রতিনিধিদল পরস্পরের সঙ্গে স্থানীয় পর্যায়ের স্বাস্থ্যকর্মী-বিষয়ক অভিজ্ঞতা, জ্ঞান ও তথ্য বিনিময়ের সুযোগ পাবে।

এবারের সম্মেলনটি আইসিডিডিআরবি, জাতীয় স্বাস্থ্য অধিদফতর, জেমস পি গ্র্যান্ট স্কুল অব পাবলিক হেলথ, ব্র্যাক বিশ্ববিদ্যালয় এবং সেভ দ্য চিলড্রেন-এর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

/টিওয়াই/টিএন/
বাংলা ট্রিবিউনের সর্বশেষ
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ২৫ কিলোমিটারে যানজট
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ২৫ কিলোমিটারে যানজট
যুদ্ধাপরাধ আদালত নিয়ে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি রাশিয়ার
যুদ্ধাপরাধ আদালত নিয়ে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি রাশিয়ার
ঈদযাত্রায় সড়কে প্রাণ গেলো ২ জনের
ঈদযাত্রায় সড়কে প্রাণ গেলো ২ জনের
বেড়েছে লাগেজ ‘লেফট-বিহাইন্ড’, প্রবাসীদের ঈদ মাটি
বেড়েছে লাগেজ ‘লেফট-বিহাইন্ড’, প্রবাসীদের ঈদ মাটি
এ বিভাগের সর্বশেষ
বেড়েছে লাগেজ ‘লেফট-বিহাইন্ড’, প্রবাসীদের ঈদ মাটি
বেড়েছে লাগেজ ‘লেফট-বিহাইন্ড’, প্রবাসীদের ঈদ মাটি
সীতাকুণ্ডে আগুন: ঈদের আগে ক্ষতিপূরণ পাচ্ছেন না অধিকাংশ হতাহত
সীতাকুণ্ডে আগুন: ঈদের আগে ক্ষতিপূরণ পাচ্ছেন না অধিকাংশ হতাহত
বাড়ির গ্যারেজে লুকানো ছিল ২৭ কোটি টাকা মূল্যের রোলস রয়েস
বাড়ির গ্যারেজে লুকানো ছিল ২৭ কোটি টাকা মূল্যের রোলস রয়েস
বেতনের দাবিতে বিক্ষোভরত শ্রমিকদের মারধরের অভিযোগ
বেতনের দাবিতে বিক্ষোভরত শ্রমিকদের মারধরের অভিযোগ
সচিব হলেন তিন কর্মকর্তা
সচিব হলেন তিন কর্মকর্তা