X
বুধবার, ০৭ মে ২০২৫
২৪ বৈশাখ ১৪৩২

ডেল্টা লাইফ টাওয়ারে যেসব অফিস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মার্চ ২০১৯, ১৯:৫৮আপডেট : ৩০ মার্চ ২০১৯, ২১:০৭

 

ডেল্টা লাইফ টাওয়ার

রাজধানীর গুলশান-২ নম্বরে অবস্থিত বহুতল ডেল্টা লাইফ টাওয়ারের শনিবার (৩০ মার্চ) বিকেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ১৪ তলা ভবনটির ৪র্থ তলায় একটি স্টোর রুমের লাইট বিস্ফোরণে এ দুর্ঘটনা ঘটে। এর পাশেই অস্ট্রিয়া, ডেনমার্ক ও সুইডেনের ভিসা সেন্টারের অফিস ছিল। তবে তাৎক্ষণিক আগুন নিভিয়ে ফেলায় কোনও ক্ষয়-ক্ষতি হয়নি। সাপ্তাহিক ছুটির দিন থাকায় ভবনটির বেশিরভাগ অফিস বন্ধ থাকায় হতাহতের কোনও ঘটনাও ঘটেনি।

ডেল্টা লাইফ টাওয়ারের আগুন নেভাতে আসে ফায়ার সার্ভিসের গাড়ি।

আজ শনিবার ছুটির দিন থাকায় গুলশানের এই ভবনটির বেশিরভাগ অফিস বন্ধ ছিল। আর প্রতিটি ফ্লোরে কাচের ডোর লক থাকায় ভেতরে প্রবেশ করার ব্যবস্থাও ছিল না।  তবে ভবনটির সিকিউরিটি অফিসার জানিয়েছেন, ডেল্টা লাইফ টাওয়ারের গ্রাউন্ড ফ্লোর ও লেভেল-১ এ রয়েছে এক্সিম ব্যাংকের শাখা। লেভেল-২ এ রয়েছে পূবালী ব্যাংক, লেভেল-৩ এ অস্ট্রিয়া, ডেনমার্ক ও সুইডেনের ভিসা সেন্টার। ভিএফএস গ্লোবাল নামের একটি প্রতিষ্ঠান এসব দেশের ভিসা প্রসেস করার কাজটি এখানে করে থাকে। লেভেল-৪ এর ফ্লোরটি ফাঁকা রয়েছে, সেখানে কোনও অফিস নেই। লেভেল-৫ ও ৬ এ রয়েছে ক্রাউন্ট সিমেন্টের অফিস, লেভেল-৭ এ পিবিএচ নামের একটি বায়িং হাউজ প্রতিষ্ঠান, লেভেল-৮ এর ফ্লোরটি ফাঁকা রয়েছে, সেখানে কোনও অফিস নেই। লেভেল-৯ থেকে ১৩ পর্যন্ত ফ্লোরগুলোতে রয়েছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিটির অফিস। এ ভবনটির ঠিক পাশেই ঢাকা উত্তর সিটি করপোরেশনের একটি অফিস ভবনও রয়েছে। 

চতুর্থ তলায় এই বাতিটি বিস্ফোরিত হয়ে আগুন লেগে যায়

জানা গেছে, বিকাল ৩টা ৪৮ মিনিটে আগুন লেগেছিল। তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এলেও ভবনটির নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নিভিয়ে ফেলা হয়।

ভবনটির প্রকৌশলী আরিফ হোসেন বলেন, চার তলার কোনার দিকে একটি স্টোর রুমের লাইট বিস্ফোরিত হয়। আমরা নিজেদের ব্যবস্থাপনায় আগুন নেভাতে সক্ষম হয়েছি। আমাদের ভবনে আগুন নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা আছে।

ভবনটির ফায়ার হাইড্রেন্ট ব্যবস্থা

বারিধারা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আবুল কালাম আজাদ জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভবনটির চার তলার সার্ভার রুমে আগুনের সূত্রপাত ঘটে। তবে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গেলেও তার আগেই আগুন নিভিয়ে ফেলা হয়। তিনি দাবি করেছেন, ভবনটির এই ফ্লোরে ভেন্টিলেশনের কোনও ব্যবস্থা নেই। আর পুরো ভবনটিই ইলেক্ট্রিক ডোর লক করা। ফলে আগুন লাগার খবরে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়ায় ভবনের প্রতিটি ফ্লোরের কাচের দরজাগুলো লক হয়ে যাওয়ায় ফায়ার সার্ভিসের কর্মীরাও তাৎক্ষণিক ওপরে যেতে পারেননি। 

/সিএ/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক হল থেকে মাদকদ্রব্য উদ্ধার, অভিযুক্ত ৪
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক হল থেকে মাদকদ্রব্য উদ্ধার, অভিযুক্ত ৪
‘তৎক্ষণাৎ হাসপাতালে নিয়েও তাকে বাঁচানো যায়নি’
‘তৎক্ষণাৎ হাসপাতালে নিয়েও তাকে বাঁচানো যায়নি’
কলাপাড়ায় খাল থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
কলাপাড়ায় খাল থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
পাকিস্তানে ভারতের হামলা: দরপতনের ঝুঁকিতে ভারতীয় রূপি
পাকিস্তানে ভারতের হামলা: দরপতনের ঝুঁকিতে ভারতীয় রূপি
সর্বাধিক পঠিত
সরকারি চাকরিজীবীদের জন্য আসছে নতুন আইন
সরকারি চাকরিজীবীদের জন্য আসছে নতুন আইন
ঈদুল আজহায় ছুটি ১০ দিন, দুই শনিবার খোলা থাকবে অফিস
ঈদুল আজহায় ছুটি ১০ দিন, দুই শনিবার খোলা থাকবে অফিস
৩০ পেরোনোর পর বলিরেখা আটকাতে এই ৫ টিপস মেনে চলা জরুরি
৩০ পেরোনোর পর বলিরেখা আটকাতে এই ৫ টিপস মেনে চলা জরুরি
শব্দচয়ন ‘অনাকাঙ্ক্ষিত’, হেফাজতের দুঃখপ্রকাশ
শব্দচয়ন ‘অনাকাঙ্ক্ষিত’, হেফাজতের দুঃখপ্রকাশ
সার্বভৌমত্ব রক্ষার ডাক আসিফ-হাসনাতের
সার্বভৌমত্ব রক্ষার ডাক আসিফ-হাসনাতের