X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

ভিকারুননিসায় এক বছরেই অতিরিক্ত ৪২৫ শিক্ষার্থী ভর্তি

এস এম আববাস
০৮ মে ২০১৯, ১৩:৩১আপডেট : ০৮ মে ২০১৯, ১৫:৫৯

ভিকারুননিসা নূন স্কুল ভর্তি বাণিজ্যের অভিযোগ ওঠায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ভিকারুননিনা নূন স্কুল অ্যান্ড কলেজে ভর্তি পদ্ধতিতে লটারি চালু করেছিলেন। তা সত্ত্বেও গত বছরে স্কুলটিতে আগের মতোই অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের (মাউশি) এক নিরীক্ষা প্রতিবেদন (অডিট রিপোর্ট) থেকে জানা গেছে, গত বছরে ভিকারুননিসায় প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত অতিরিক্ত ৪২৫ শিক্ষার্থী ভর্তি করা হয়েছে। অভিভাবকদের অভিযোগ, অর্থ নিয়ে এসব শিক্ষার্থীকে ভর্তি করা হয়েছে। তবে শিক্ষাপ্রতিষ্ঠানটি এই অভিযোগ অস্বীকার করেছে।

এ বিষয়ে মাউশি’র (মাধ্যমিক) পরিচালক অধ্যাপক ড. আবদুল মান্নান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘যেকোনও প্রতিবেদন আমরা মন্ত্রণালয়ে পাঠাই এবং মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নিই। অতিরিক্ত শিক্ষার্থী ভর্তির বিষয়ে মন্ত্রণালয় যে নির্দেশনা দেবে, আমরা তা বাস্তবায়ন করবো।’ প্রতিবেদনে ভবিষ্যতে অতিরিক্ত ভর্তি থেকে বিরত থাকার সুপারিশ করা হয়েছে বলে তিনি জানান।

অতিরিক্ত শিক্ষার্থী ভর্তির বিষয়ে জানতে চাইলে ভিকারুননিসার পরিচালনা পর্ষদের সভাপতি গোলাম আশরাফ তালুকদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এত সংখ্যক শিক্ষার্থী ভর্তির বিষয়টি আমার ধারণার বাইরে। কীভাবে অতিরিক্ত ভর্তি হলো তা আমি জানি না। এটি আসলে একাডেমিক বিষয়। তদন্তে যেহেতু এসেছে বিষয়টি দেখা হবে। পরিচালনা পর্ষদের কোনও সদস্য যদি এতে জড়িত থাকে, তাহলে বিষয়টি আমি দেখবো।’

এ বিষয়ে বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফেরদৌসী বেগম বলেন, ‘আমি নতুন করে দায়িত্ব নিয়েছি। ভর্তি কার্যক্রম আমার সময়ে হয়নি। আগে যারা ছিলেন তারা এ বিষয়ে জবাব দিতে পারবেন।’

অতিরিক্ত ভর্তির বিষয়ে জানতে চাইলে সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাসিনা বেগম বলেন, ‘অবসরপ্রাপ্ত অধ্যক্ষদের কিছু করার থাকে না। ভর্তি কার্যক্রমে সরাসরি এখতিয়ারে থাকে প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদ। ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে আমি দায়িত্ব নিয়েছিলাম। পরে দায়িত্ব থেকে আমাকে সরিয়ে দেওয়া হয়েছে। পরিচালনা পর্ষদের পুরো কার্যক্রমের দায় আমার নয়।’

নাম প্রকাশে অনিচ্ছুক ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের একাধিক শিক্ষক বাংলা ট্রিবিউনকে বলেন, মাউশির তদন্ত কর্মকর্তারা এসে জেনে গেছেন পরিচালনা পর্ষদের সভাপতি ও একজন শিক্ষকসহ এই ঘটনায় আরও কারা জড়িত আছেন। সভাপতি আরেকজন শিক্ষককে সঙ্গে নিয়ে অতিরিক্ত ভর্তির বিষয়টি দেখভাল করেছেন। তবে ওই শিক্ষককের নাম প্রকাশ করতে চাননি শিক্ষকরা।

মাউশি সূত্রে জানা গেছে, ভিকারুননিসার তিন বছরের পারফরমেন্স অডিট রিপোর্ট সম্প্রতি মাউশিতে জমা দিয়েছে তদন্ত কমিটি। ঢাকা অঞ্চলের উপপরিচালক সাখায়েত হোসেন বিশ্বাসের নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটি এই প্রতিবেদন তৈরি করেন। নিরীক্ষা প্রতিবেদনটি শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ২০১৮ সালে প্রতিষ্ঠানটিতে অতিরিক্ত ভর্তি হয়েছে ২১৩ জন। সপ্তম, অষ্টম ও নবম শ্রেণি ছাড়া প্রতি শ্রেণিতেই অতিরিক্ত ভর্তি করা হয়। চলতি বছর (২০১৯) প্রতিটি শ্রেণিতেই অতিরিক্ত ভর্তি করা হয়েছে। এবার প্রথম শ্রেণিতে সর্বাধিক ১৬০ শিক্ষার্থী অতিরিক্ত ভর্তি করা হয়। প্রথম শ্রেণিতে মোট এক হাজার ৮৯২ আসনের বিপরীতে ভর্তি করা হয়েছে ২ হাজার ৫০ জন। দ্বিতীয় শ্রেণিতে ৫৬, তৃতীয় শ্রেণিতে ৯৪, চতুর্থ শ্রেণিতে ৩৯, পঞ্চম শ্রেণিতে ৩১, ষষ্ঠ শ্রেণিতে ১১, সপ্তম শ্রেণিতে ২৫, অষ্টম শ্রেণিতে ২ এবং নবম শ্রেণির বিজ্ঞান শাখায় ৭ জনসহ মোট ৪২৫ জনকে অতিরিক্ত ভর্তি করা হয়।

অরিত্রী অধিকারীর আত্মহত্যার ঘটনায় তদন্ত কমিটির প্রতিবেদন জমা দেওয়ার পর গত বছরের ৫ ডিসেম্বর শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছিলেন, ‘নিয়মের বাইরে প্রতিষ্ঠানটিতে শিক্ষার্থীদের ভর্তি করা হয়। এ বিষয়ে আমি আগেও বলেছি। কিন্তু কোনও অভিভাবক অভিযোগ করেন না। সেখানে ১০ লাখ টাকা নিয়ে শিক্ষার্থী ভর্তি করেন। সেটা বন্ধ করতে আমরা লটারি সিস্টেম চালু করেছিলাম। কিন্তু তারা অনেক বেশি ছাত্রী তারা ভর্তি করে। এ থেকে বোঝাই যায়, কেন তারা অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি করেন।’

ভবিষ্যতে যেন অতিরিক্ত শিক্ষার্থী ভর্তির কারণে শিক্ষার পরিবেশ নষ্ট না হয়, সে বিষয়ে ব্যবস্থা নিতে নতুন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির কাছে আবেদন জানিয়েছেন অভিভাবকরা। তাদের দাবি, অতিরিক্ত শিক্ষার্থী ভর্তির সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হোক।

এ বিষয়ে জানতে চাইলে শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ 

/এসটি/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
শনিবার শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান চলবে
নির্দেশনা না মেনে বিদ্যালয় খোলা রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী
সর্বশেষ খবর
ব্রাহ্মণবাড়িয়া কলেজে অ্যান্ড্রয়েড মোবাইল ও মোটরসাইকেল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
ব্রাহ্মণবাড়িয়া কলেজে অ্যান্ড্রয়েড মোবাইল ও মোটরসাইকেল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
অপহৃত ১০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে আরাকান আর্মি
অপহৃত ১০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে আরাকান আর্মি
ধানমন্ডিতে ছাদ থেকে পড়ে গৃহকর্মী আহত 
ধানমন্ডিতে ছাদ থেকে পড়ে গৃহকর্মী আহত 
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু