X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

সুন্দরবন ‘বিপদাপন্ন ঐতিহ্য’র তালিকায়!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুন ২০১৯, ১৭:৩৬আপডেট : ২৮ জুন ২০১৯, ১৭:৪০

সুন্দরবন রক্ষা জাতীয় কমিটির সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন সুলতানা কামাল ‘বিশ্ব ঐতিহ্য কেন্দ্র’ বন রক্ষায় বাংলাদেশের করা কাজে সন্তুষ্ট না হওয়ায় সুন্দরবনকে ইউনেস্কোর ‘বিপদাপন্ন ঐতিহ্য’ এর তালিকাভুক্তির সুপারিশ করেছে। এর ফলে বিশ্ব ঐতিহ্যের তালিকা থেকে বাদ পড়তে পারে সুন্দরবন, এ তথ্য জানিয়েছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা, মানবাধিকার কর্মী অ্যাডভোকেট সুলতানা কামাল।

শুক্রবার (২৮ জুন) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে সুন্দরবন রক্ষা জাতীয় কমিটি আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি একথা জানান।

লিখিত বক্তব্যে সুলতানা কামাল বলেন, ‘বাংলাদেশ সরকার ২০১৮ সালের ডিসেম্বরে  এর আগের দু’বছরে সুন্দরবন রক্ষায় তাদের করা কাজের বিষয়ে একটি প্রতিবেদন ইউনেস্কোর কাছে পেশ করেছে। প্রতিবেদনটি একটি অপ্রকাশিত ও গোপন দলিল। সুন্দরবন রক্ষা জাতীয় কমিটির পক্ষ থেকে প্রতিবেদনটির একটি কপির জন্য আবেদন করা হলেও এখনও তা পাওয়া যায়নি।’

তিনি বলেন, ‘গণমাধ্যম সূত্রে আমরা জানতে পেরেছি যে, বাংলাদেশের প্রতিবেদন পাওয়ার পর ইউনেস্কো ‘বিশ্ব ঐতিহ্য কেন্দ্রে’র পক্ষ থেকে বাংলাদেশের সুন্দরবন বিষয়ে একটি সুপারিশ প্রস্তুত করেছে, যা ‘বিশ্ব ঐতিহ্য কমিটি'র সভায় পেশ করা হবে। এ বিষয়ে ‘বিশ্ব ঐতিহ্য কেন্দ্র’ বন রক্ষায় বাংলাদেশের কাজে সন্তুষ্ট না হওয়ায় সুন্দরবনকে ইউনেস্কো ‘বিপদাপন্ন ঐতিহ্য’র তালিকাভুক্তির সুপারিশ করা হয়েছে। সুন্দরবন বিষয়ে এই সুপারিশ যদি কমিটি চূড়ান্ত হিসেবে গ্রহণ করে, তাহলে সুন্দরবন তার বর্তমান ঐতিহ্যের সম্মান হারাবে।’

তিনি আরও বলেন, ‘সরকার নির্বিকার হলে তার ওপর চাপ প্রয়োগের লক্ষ্যে বনকে ‘বিপদাপন্ন তালিকাভুক্ত’ করার ইউনেস্কোর একটি পদ্ধতি রয়েছে, সুন্দরবন বিষয়ে তারা সেটি গ্রহণ করার চেষ্টা করছে। সুন্দরবন ও আশপাশের এলাকায় তথা সারাদেশের পরিবেশ সংরক্ষণে বৃহত্তর বিবেচনায় আমরা মনে করি যে, ইউনেস্কো কেন্দ্র সঠিকভাবেই তাদের এই প্রক্রিয়া গ্রহণ করেছে। সরকার যেহেতু সুন্দরবন ও পরিবেশের প্রতি যত্নশীল নয়, সেক্ষেত্রে বন রক্ষায় আমরা ইউনেস্কোর এই পদক্ষেপকে দৃঢ়ভাবে সমর্থন করছি।’

রামপালসহ সব প্রকল্প বাতিলের দাবি জানিয়ে সুলতানা কামাল বলেন, ‘রামপাল ও বন বিধ্বংসী সব বিষয়ে সরকারের সব সিদ্ধান্তই বিজ্ঞানবিরোধী ও অযৌক্তিক। রাজনৈতিক বিবেচনা থেকেই এসব সিদ্ধান্ত গৃহীত হচ্ছে। সরকারি এধরনের আচরণ আজ সুন্দরবন ও বাংলাদেশের জন্য লজ্জাকর পরিস্থিতির সৃষ্টি করেছে। আমরা চাই, সরকার তার ভুল অবস্থান থেকে সরে এসে রামপাল প্রকল্প বাতিল করুক, বনবিরোধী সব স্থাপনা উৎখাত করুক এবং বনের প্রাকৃতিক চরিত্রকে সংরক্ষণ ও বন সমৃদ্ধকরণের সঠিক পদক্ষেপ নিক।’

সংবাদ সম্মেলনে সুন্দরবন রক্ষা জাতীয় কমিটির সদস্য-সচিব ড. মো. আব্দুল মতিন, সদস্য এবিএম শামসুল হুদা এবং রুহিন হোসেন প্রিন্স উপস্থিত ছিলেন।

/এইচএন/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দক্ষিণ আফ্রিকার তিন ফরম্যাটের কোচ কনরাড
দক্ষিণ আফ্রিকার তিন ফরম্যাটের কোচ কনরাড
শাহবাগ অবরোধ করেছেন আন্দোলনকারীরা 
শাহবাগ অবরোধ করেছেন আন্দোলনকারীরা 
মা দিবস উপলক্ষে কোথায় কী আয়োজন জেনে নিন
মা দিবস উপলক্ষে কোথায় কী আয়োজন জেনে নিন
আবদুল হামিদের দেশত্যাগ ও আ.লীগ নিষিদ্ধের ইস্যুতে যা বললেন আইন উপদেষ্টা
আবদুল হামিদের দেশত্যাগ ও আ.লীগ নিষিদ্ধের ইস্যুতে যা বললেন আইন উপদেষ্টা
সর্বাধিক পঠিত
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
রাতভর নাটকীয়তার পর সকালে গ্রেফতার আইভী, দিলেন ‘জয় বাংলা’ স্লোগান
রাতভর নাটকীয়তার পর সকালে গ্রেফতার আইভী, দিলেন ‘জয় বাংলা’ স্লোগান