X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

প্রিয়া সাহার বিরুদ্ধে সারাদেশে রাষ্ট্রদ্রোহের মামলার আবেদন

বাংলা ট্রিবিউন ডেস্ক
২১ জুলাই ২০১৯, ১৫:০৩আপডেট : ২১ জুলাই ২০১৯, ১৬:০৮

ডোনাল্ড ট্রাম্পের কাছে অভিযোগ জানাচ্ছেন প্রিয়া সাহা হোয়াইট হাউসে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর নিপীড়ন ও নির্যাতনের মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে প্রিয়া সাহার বিরুদ্ধে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় রাষ্ট্রদ্রোহের মামলার আবেদন করা হয়েছে।
রবিবার (২১ জুলাই) ঢাকা, যশোর, নাটোর, সিলেট ও ব্রাহ্মণবাড়িয়ায় এসব মামলার আবেদন করা হয়। প্রিয়া সাহা বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক।
ঢাকায় প্রিয়া সাহার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের দুটি মামলার আবেদন  করা হয়েছে। রবিবার (২১ জুলাই) ঢাকা মহানগর হাকিম জিয়াউর রহমানের আদালতে প্রথম মামলার আবেদন করেন ব্যারিস্টার সায়েদুল হক সুমন। আর বিচারক আবু সুফিয়ান মো. নোমানের আদালতে অন্য মামলার আবেদন করেন ঢাকা কার্যকরী পরিষদের সদস্য অ্যাডভোকেট মো. ইব্রাহিম খলিল। অবশ্য আদালত মামলার দুটি আবেদনই খারিজ করে দেন।
আদালত উভয় বাদীর জবানবন্দি নেন এবং নথি পর্যালোচনা শেষে পরে আদেশ দেবেন বলে জানান। ব্যারিস্টার সায়েদুল হক সুমনের আইনজীবী অ্যাডভোকেট শাওন আহমেদ, জুয়েল শিকদারসহ অনেকে শুনানি করেন।
প্রিয়া সাহার বিরুদ্ধে সারাদেশে রাষ্ট্রদ্রোহের মামলার আবেদন যশোর
যশোরে প্রিয়া সাহার বিরুদ্ধে একটি রাষ্ট্রদ্রোহ মামলার আবেদন করা হয়েছে। রবিবার সকালে যশোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গৌতম মল্লিকের আদালতে এই মামলার আবেদন করেন। মামলার বাদী হলেন যশোর শহরের খড়কি এলাকার বাসিন্দা ও জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি গোলাম মোস্তফা কামাল।
মামলার বাদী তার এজাহারে বলেছেন, ‘প্রিয়া সাহা দেশদ্রোহী, অবজ্ঞা সৃষ্টিকারী ও নির্বাচিত সরকার উৎখাতের ষড়যন্ত্রে লিপ্ত। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অফিসে গিয়ে তার কাছে অভিযোগ করেন, বাংলাদেশ থেকে ৩৭ মিলিয়ন সংখ্যালঘু হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান গুম করা হয়েছে। এছাড়া আরও ১৮ মিলিয়ন সংখ্যালঘু জনগণ চরম নির্যাতনের শিকার। যার কোনও সত্যতা নেই।’
একজন দেশপ্রেমিক নাগরিক হিসেবে বাদীর জন্য এটা চরম অবমাননাকর। এজন্য তিনি মামলার আবেদন করেছেন।
প্রিয়া সাহার বিরুদ্ধে সারাদেশে রাষ্ট্রদ্রোহের মামলার আবেদন নাটোর
রাষ্ট্রের বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্তি সৃষ্টি এবং দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার চক্রান্তের অভিযোগে নাটোরে প্রিয়া সাহার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার আবেদন করা হয়েছে। রবিবার দুপুরে নাটোর সদর আমলি আদালতে মামলার আবেদন করেন গণমাধ্যমকর্মী নাসিম উদ্দিন নাসিম।
মামলায় প্রিয়া সাহা ছাড়াও আসামি করা হয়েছে তার স্বামী বর্তমান দুদক সদর দফতরের উপপরিচালক পদে কর্মরত মলয় কুমার সাহা, ইউএসএ প্রবাসী তার দুই মেয়েসহ অজ্ঞাত কয়েকজনকে।
প্রিয়া সাহার বিরুদ্ধে সারাদেশে রাষ্ট্রদ্রোহের মামলার আবেদন সিলেট
বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক প্রিয়া সাহার বিরুদ্ধে মামলার আবেদন করেছেন সিলেট মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য রিমাদ আহমদ রুবেল। রবিবার বেলা সাড়ে ১১টায় সিলেট অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলার আবেদন করেন রুবেল।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. তাজউদ্দিন জানান, আদালত অভিযোগ গ্রহণ করে পরবর্তী নির্দেশের জন্য রেখেছেন।
মামলার বাদী রিমাদ আহমদ রুবেল বলেন, ‘যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাংলাদেশ সম্পর্কে মিথ্যা ও বানোয়াট তথ্য উপস্থাপন করেছেন প্রিয়া সাহা, যা বিশ্বের কাছে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। এটা কখনও মেনে নেওয়া যায় না। অবিলম্বে বিচারের আওতায় নিয়ে আসা হোক প্রিয়া সাহাকে।’
প্রিয়া সাহার বিরুদ্ধে সারাদেশে রাষ্ট্রদ্রোহের মামলার আবেদন ব্রাহ্মণবাড়িয়া
প্রিয়া সাহার বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ার আদালতে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনে মামলার আবেদন করা হয়েছে। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাসুদ পারভেজের আদালতে মো. আসাদ উল্লাহ নামে একজন মাওলানা বাদী হয়ে মামলা দায়ের করেন। আদালতের বিচারক মামলার আবেদন আমলে নিয়ে পরে আদেশ দেবেন বলে জানিয়েছেন।
এজাহারে বলা হয়, প্রিয়া সাহা একজন বাংলাদেশি নাগরিক হয়ে দেশের ভাবমূর্তির কথা চিন্তা না করে বাংলাদেশকে বিশ্বের কাছে হেয় করেছেন। তিনি যা বলেছেন তা বাংলাদেশের রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে মিথ্যাচার ছাড়া কিছুই না।

/এআর/এমএমজে/
সম্পর্কিত
উপজেলা নির্বাচনে পলকের হস্তক্ষেপ ঠেকাতে হাইকোর্টে রিট
বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হলেন অপহরণের শিকার সেই প্রার্থী
অবশেষে প্রার্থিতাই প্রত্যাহার করে নিলেন প্রতিমন্ত্রী পলকের শ্যালক
সর্বশেষ খবর
পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্যে বিএনপির লজ্জা পাওয়া উচিত: কাদের
পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্যে বিএনপির লজ্জা পাওয়া উচিত: কাদের
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
১৩ বছর পর ইউপি নির্বাচন, ভোটারদের মাঝে উৎসবের আমেজ
১৩ বছর পর ইউপি নির্বাচন, ভোটারদের মাঝে উৎসবের আমেজ
মার্কিন শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ইউরোপ-অস্ট্রেলিয়ায়
যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে বিক্ষোভ অব্যাহতমার্কিন শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ইউরোপ-অস্ট্রেলিয়ায়
সর্বাধিক পঠিত
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে