X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

সোনার বাংলা গড়ে বঙ্গবন্ধু হত্যার প্রতিশোধ নিতে হবে: বাণিজ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ আগস্ট ২০১৯, ২৩:০২আপডেট : ২৯ আগস্ট ২০১৯, ২৩:৩৩

বঙ্গবন্ধু পরিষদ, জীবন বীমা করপোরেশন আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনায় বক্তব্য রাখছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তুলে বঙ্গবন্ধু হত্যার প্রতিশোধ নিতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারাজীবন বাঙালি জাতির অধিকার আদায়ের জন্য সংগ্রাম করেছেন। সারা বাংলা ঘুরে বাঙালি জাতিকে তিনি এক কাতারে দাঁড় করিয়েছিলেন। বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। আমার বাবার সাথে আমিও মুক্তিযুদ্ধ করেছি। সেই পরাজিত শক্তি ষড়যন্ত্র করে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছে। কিন্তু বঙ্গবন্ধুর আদর্শকে হত্যা করতে পারেনি।

বাণিজ্যমন্ত্রী বৃহস্পতিবার ( ২৯ আগস্ট) ঢাকায় রাজউক ভবনের  মিলনায়তনে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু পরিষদ জীবন বীমা করপোরেশন আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা আব্দুল লতিফ বকসীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের জন্য তিনি দিন-রাত কাজ করে যাচ্ছেন। আমরা বঙ্গবন্ধুকে আর ফিরে পাবো না সত্য, তবে উন্নত বাংলাদেশ গড়ে তুলে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ করতে হবে।

অনুষ্ঠানের বিশেষ অতিথি পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে দেশের উন্নয়নে এগিয়ে যেতে হবে। বঙ্গবন্ধু বাঙালি জাতিকে স্বাধীনতা এনে দিয়েছেন। দীর্ঘদিনের নিপীড়নের হাত থেকে বাঙালি জাতিকে রক্ষা করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এক কাতারে দাঁড়িয়ে কাজ করে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ করতে হবে। বাংলার মানুষের কল্যাণে তিনি কাজ করে যাচ্ছেন। সোনার বাংলা গড়তে আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করে যাবো।

বঙ্গবন্ধু পরিষদ জীবন বীমা করপোরেশন (উন্নয়ন) এর কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. শফিকুল ইসলাম মিয়াজীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল, আওয়ামী লীগের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, জীবন বীমা করপোরেশনের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান শেলীনা আফরোজা এবং জীবন বীমা করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক পারভীন সিদ্দিকা।

 

/এসআই/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আরও ৬ জনের করোনা শনাক্ত
আরও ৬ জনের করোনা শনাক্ত
আই উইল বি আ মাদার: জায়েদ খানকে তিশা
আই উইল বি আ মাদার: জায়েদ খানকে তিশা
ডেঙ্গুতে আরও ২০৪ জন হাসপাতালে ভর্তি
ডেঙ্গুতে আরও ২০৪ জন হাসপাতালে ভর্তি
চাপে পড়ে অস্ত্রভাণ্ডার সীমিত করার পথে হিজবুল্লাহ
চাপে পড়ে অস্ত্রভাণ্ডার সীমিত করার পথে হিজবুল্লাহ
সর্বাধিক পঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
খেলাপিতে ধসে পড়ছে আর্থিক প্রতিষ্ঠান: বিপদে আমানতকারীরা
খেলাপিতে ধসে পড়ছে আর্থিক প্রতিষ্ঠান: বিপদে আমানতকারীরা
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
ইরানি তেল বাণিজ্যে আবারও আঘাত যুক্তরাষ্ট্রের
ইরানি তেল বাণিজ্যে আবারও আঘাত যুক্তরাষ্ট্রের
দেশের এই পরিস্থিতিতে কীসের নির্বাচন: জামায়াত আমির
দেশের এই পরিস্থিতিতে কীসের নির্বাচন: জামায়াত আমির