X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

সোনার বাংলা গড়ে বঙ্গবন্ধু হত্যার প্রতিশোধ নিতে হবে: বাণিজ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ আগস্ট ২০১৯, ২৩:০২আপডেট : ২৯ আগস্ট ২০১৯, ২৩:৩৩

বঙ্গবন্ধু পরিষদ, জীবন বীমা করপোরেশন আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনায় বক্তব্য রাখছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তুলে বঙ্গবন্ধু হত্যার প্রতিশোধ নিতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারাজীবন বাঙালি জাতির অধিকার আদায়ের জন্য সংগ্রাম করেছেন। সারা বাংলা ঘুরে বাঙালি জাতিকে তিনি এক কাতারে দাঁড় করিয়েছিলেন। বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। আমার বাবার সাথে আমিও মুক্তিযুদ্ধ করেছি। সেই পরাজিত শক্তি ষড়যন্ত্র করে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছে। কিন্তু বঙ্গবন্ধুর আদর্শকে হত্যা করতে পারেনি।

বাণিজ্যমন্ত্রী বৃহস্পতিবার ( ২৯ আগস্ট) ঢাকায় রাজউক ভবনের  মিলনায়তনে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু পরিষদ জীবন বীমা করপোরেশন আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা আব্দুল লতিফ বকসীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের জন্য তিনি দিন-রাত কাজ করে যাচ্ছেন। আমরা বঙ্গবন্ধুকে আর ফিরে পাবো না সত্য, তবে উন্নত বাংলাদেশ গড়ে তুলে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ করতে হবে।

অনুষ্ঠানের বিশেষ অতিথি পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে দেশের উন্নয়নে এগিয়ে যেতে হবে। বঙ্গবন্ধু বাঙালি জাতিকে স্বাধীনতা এনে দিয়েছেন। দীর্ঘদিনের নিপীড়নের হাত থেকে বাঙালি জাতিকে রক্ষা করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এক কাতারে দাঁড়িয়ে কাজ করে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ করতে হবে। বাংলার মানুষের কল্যাণে তিনি কাজ করে যাচ্ছেন। সোনার বাংলা গড়তে আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করে যাবো।

বঙ্গবন্ধু পরিষদ জীবন বীমা করপোরেশন (উন্নয়ন) এর কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. শফিকুল ইসলাম মিয়াজীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল, আওয়ামী লীগের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, জীবন বীমা করপোরেশনের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান শেলীনা আফরোজা এবং জীবন বীমা করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক পারভীন সিদ্দিকা।

 

/এসআই/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নগদ মেগা ক্যাম্পেইনের উপহার পেলেন ২১ বিজয়ী
নগদ মেগা ক্যাম্পেইনের উপহার পেলেন ২১ বিজয়ী
৬ মাস বন্ধ থাকবে কমলাপুর-টিটি পাড়া সড়ক, বিকল্প ব্যবহারের অনুরোধ
এমআরটি লাইন-৬ নির্মাণ৬ মাস বন্ধ থাকবে কমলাপুর-টিটি পাড়া সড়ক, বিকল্প ব্যবহারের অনুরোধ
দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, বোমা বিস্ফোরণ
দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, বোমা বিস্ফোরণ
ভোটকেন্দ্র থেকে টাকাসহ ইউপি চেয়ারম্যান আটক
ভোটকেন্দ্র থেকে টাকাসহ ইউপি চেয়ারম্যান আটক
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
কেমন আছেন মিল্টনের আশ্রমে আশ্রিতরা
কেমন আছেন মিল্টনের আশ্রমে আশ্রিতরা