মুজিব বর্ষকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে রিসার্চ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হবে। ইনস্টিটিউটটির নাম হবে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব রিসার্চ ইনস্টিটিউট ফর পিচ অ্যান্ড লিবার্টি।’ মঙ্গলবার (১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক মাহমুদ আলম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত রবিবার (২৯ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে সিন্ডিকেটের এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। বিজ্ঞপ্তি বলা হয়, ওই রিসার্চ ইনস্টিটিউটের নামকরণ করা হবে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব রিসার্চ ইনস্টিটিউট ফর পিচ অ্যান্ড লিবার্টি’। এটি প্রতিষ্ঠার জন্য প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদকে আহ্বায়ক করে সাত সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।
এছাড়া সিন্ডিকেট সভায় ‘ঢাকা ইউনিভার্সিটি টেকনোলজি ট্রান্সফার অফিস’ এবং ‘অফিস অব দি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স’ নামে দু’টি অফিস খোলারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।