X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

‘বাস্তব জীবনেই লুকিয়ে আছে সব কমিক চরিত্র’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ নভেম্বর ২০১৯, ১৩:০০আপডেট : ০৮ নভেম্বর ২০১৯, ১৩:৩৩
image

ঢাকা লিট ফেস্টের দ্বিতীয় দিন (৮ নভেম্বর) সকালে কসমিক টেন্টে ‘হিরোজ কামস ফ্রম এভরিহোয়্যার’ শীর্ষক রোমাঞ্চকর আলোচনায় রুমানা হাবিবের সঙ্গে উপস্থিত ছিলেন জনপ্রিয় বাংলা কমিক কার্টুনিস্ট ও কমিক লেখক রাঙামাটির সব্যসাচী চাকমা আরও উপস্থিত ছিলেন অ্যানিমেশন ডিজাইনার সামির আসরান রহমান। সেশনটিতে জনপ্রিয় কিছু কমিক চরিত্র নিয়ে আলোচনা করা হয়।

‘বাস্তব জীবনেই লুকিয়ে আছে সব কমিক চরিত্র’
সব্যসাচী চাকমা তার জনপ্রিয় কমিক চরিত্র ‘জুম’ চরিত্রটি বর্ণনা করেন। তিনি পেশায় একজন পশুচিকিৎসকও। ‘জুম’ চরিত্রটি বাংলাদেশের রাঙামাটিকে প্রদর্শন করে। তিনি একজন প্রকৃতিপ্রেমী এবং প্রাকৃতিক শক্তিকেই তিনি এই চরিত্রের মধ্য দিয়ে ফুটিয়ে তুলেছেন যা বিভিন্ন পরিবেশের চিত্র তুলে ধরে। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করার জন্য ‘জুম’ এর সুপার পাওয়ার বৃক্ষনির্ভর।
অন্যদিকে কমিক লেখক এবং অ্যানিমেশন ডিজাইনার সামির আসরান রহমান তার জনপ্রিয় কমিক চরিত্র ‘মিস সাবাশ’ সম্পর্কে কথা বলেন। শবনম নামের একজন মেয়ের সাথে পরিচিত হয়ে তার সংগ্রামী জীবনের অভিজ্ঞতায় মুগ্ধ হয়ে তিনি সৃষ্টি করেন চরিত্রটি। ‘মিস সাবাশ’ বা শবনম শরিফ পেশায় একজন সাংবাদিক। তবে সাধারণ মানুষ বিপদে পড়লে এই শবনম পরিণত হয় ‘মিস সাবাশ’-এ। নিজের অলৌকিক ক্ষমতা দিয়ে সে মোকাবেলা করে অশুভ শক্তির। এভাবেই সে পরাজিত করে রঙ ফর্সাকারী ক্রিম তৈরি কোম্পানির সিইওকে, যে কিনা জোর করে সবার গায়ের রঙ ফরসা বানাতে চায়। এটি দেশি কমিক হিরো মিস সাবাশকে নিয়ে লেখা একটি গল্প। ‘মিস সাবাশ’ বাংলাদেশের প্রথম নারী কমিক সুপার হিরো। সামির আসরান রহমান এই চরিত্র দিয়ে নারী শক্তির জাগরণ ঘটাতে চেয়েছেন কিশোর-কিশোরীর ভেতরে।
সেশনের শেষের দিকে ছিল দর্শকদের বিভিন্ন প্রশ্ন। ‘কিশোর-কিশোরী ভবিষ্যতে কমিক চরিত্রগুলো থেকে কী পেতে পারে’- এক কিশোরের এমন প্রশ্নের জবাবে উত্তরে সামির আসরান রহমান বলেন, ‘শিশুদের জন্য কমিক চরিত্রের মধ্য দিয়ে নৈতিক শিক্ষা পৌঁছে দেওয়ার জন্য বিভিন্ন স্ক্রিপ্ট ডেভেলপ করা হচ্ছে। টাইটেল আরও মজাদার যেন হয় সেটারও চেষ্টা চলছে। কমিক চরিত্রে 'গুড ক্যারেক্টার আর ভিলেইন কেন দেওয়া হয়? এমন প্রশ্নের উত্তরে সব্যসাচী চাকমা বলেন, ‘গুড ক্যারেক্টার বা গুড সোল চরিত্রের ভালো দিকটাই নির্দেশ করে। পাশাপাশি প্রমাণ করে যে ভালো কিছুর শক্তি বা ক্ষমতা অসাধারণ যা দ্বারা সমস্ত খারাপ শক্তিকে পরাজিত করতে পারে। ‘স্বপ্ন দেখো, স্বপ্নের পেছনে লেগে থাকো। তুমি যা স্বপ্ন দেখবে, ভালোবাসবে তাই জীবনে করবে। তাহলেই তুমি সফল হবে এবং অপরকে আনন্দ দিতে পারবে। বাস্তব জীবনেই লুকিয়ে আছে সব কমিক চরিত্র’- তরুণদের উদ্দেশ্যে এমনটাই বলেন বক্তারা।

/এনএ/
সম্পর্কিত
পর্দা নামলো ঢাকা লিট ফেস্টের নবম আসরের
‘সুবিধা সবসময় নেতিবাচক নয়’
‘ব্রেক্সিট ইস্যুতে ব্রিটিশদের নিয়ে পুরো বিশ্ব হাসছে’
সর্বশেষ খবর
সবজির কেজি এখনও ৬০ টাকার বেশি, ২০০ ছাড়িয়েছে ব্রয়লার
সবজির কেজি এখনও ৬০ টাকার বেশি, ২০০ ছাড়িয়েছে ব্রয়লার
পাকিস্তানের উত্তরাঞ্চলে বাস দুর্ঘটনায় নিহত অন্তত ২০
পাকিস্তানের উত্তরাঞ্চলে বাস দুর্ঘটনায় নিহত অন্তত ২০
মুক্তির পর থেকেই মামুনুল হককে ঘিরে অনুসারীদের ভিড়
মুক্তির পর থেকেই মামুনুল হককে ঘিরে অনুসারীদের ভিড়
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ