X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

এসএ টিভি অফিসে তালা, কর্মীদের অবস্থান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ডিসেম্বর ২০১৯, ১৪:০৯আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৯, ১৪:৩৪

এসএ টিভির গেটে তালা বেসরকারি টেলিভিশন চ্যানেল এসএ টিভি কার্যালয়ের একটি ফটকে তালা লাগিয়ে দিয়েছেন আন্দোলনকারী কর্মচারীরা। শনিবার (৭ ডিসেম্বর) সকালে টেলিভিশনের কর্মী ও সাংবাদিক নেতারা মূল গেটের সামনে অবস্থান ধর্মঘট পালন শুরু করেন। তারা বলছেন, অনৈতিক চাকরচ্যুতির প্রতিবাদ ও বকেয়া বেতনভাতার দাবিতে আরও কঠোর কর্মসূচির ডাক দেবেন তারা। আন্দোলনকারীদের দাবি, সাংবাদিকদের অধিকার রক্ষায় টেলিভিশনের শীর্ষস্থানে এমন ব্যক্তিদের আনতে হবে, যারা গণমাধ্যম বোঝেন।

আট জন সাংবাদিক, অন্যান্য বিভাগের ১০ কর্মীসহ মোট ১৮ জনকে গত এক সপ্তাহে চাকরিচ্যুত করা হয়েছে এসএ টিভিতে। এই ছাঁটাইয়ের প্রতিবাদ জানান ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতারা। তারা চাকরিচ্যুত সাংবাদিক ও কর্মচারীদের চাকরিতে পুনর্বহাল ও সব সুযোগ-সুবিধা দিতে এসএ টিভি কর্তৃপক্ষকে ৩৬ ঘণ্টার আল্টিমেটামও দেন। দাবি না মানায় আজ সকাল থেকেই কার্যালয়ের সামনে কর্মচারীদের একাংশকে সঙ্গে নিয়ে তারা অবস্থান ধর্মঘটে অংশ নেন।  এসএ টিভির সামনে সাংবাদিকদের অবস্থান ধর্মঘট

ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা মনে করি, কর্তৃপক্ষ যে কাজটি করেছে তা সঠিক নয়। অন্যায়ভাবে কর্মীদের চাকরিচ্যুত করা হয়েছে। তারা দেনা-পাওনা নিয়ে কথা বলেনি। অধিকার প্রতিষ্ঠায় সাংবাদিক সমাজকে সঙ্গে নিয়ে আরও কঠিন কর্মসূচিতে যাবে ঢাকা সাংবাদিক ইউনিয়ন।’

তিনি আরও বলেন, ‘যারা গণমাধ্যম বোঝেন এবং সাংবাদিকতার সঙ্গে সম্পৃক্ত, এমন ব্যক্তিরাই মূল জায়গায় থাকা উচিত। সেটিও আমাদের আজকের আলোচনার বিষয়।’ রাষ্ট্রের কাছে অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘যখন কোনও টেলিভিশনের অনুমোদন দেওয়ার বিষয়টি আসবে, তখন শীর্ষস্থানের পদগুলোতে যারা আছেন তারা যথেষ্ট প্রগতিশীল কিনা, গণমাধ্যম পরিচালনায় তারা অভিজ্ঞ কিনা, এসব বিবেচনা করে যেন অনুমোদন দেওয়া হয়।’ এসএ টিভির সামনে সাংবাদিকদের অবস্থান ধর্মঘট

এসএ টিভি’র প্রধান নির্বাহী কর্মকর্তা খ ম হারুন বাংলা ট্রিবিউনকে বলেন, তিনি ঢাকার বাইরে থাকায় কর্মীদের আন্দোলনের বিষয়ে তেমন কিছু জানেন না। তালা লাগানো বা আন্দোলনের বিষয়ে অফিসের কেউ কিছু জানিয়েছে কিনা প্রশ্ন করলে তিনি বলেন, ‘শুনেছি অবরোধ হচ্ছে। এর বাইরে কিছু বলতে পারবো না।’ এ মুহূর্তে অন্য কেউ কিছু জানাতে পারবে না বলে উল্লেখ করেন খ ম হারুন। তিনি জানান, আগামী ১০ ডিসেম্বর নাগাদ ঢাকায় ফিরতে পারেন।

/ইউআই/এফএস/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নির্বাচনি বাজেটে কোনও কার্পণ্য করা হবে না: অর্থ উপদেষ্টা
নির্বাচনি বাজেটে কোনও কার্পণ্য করা হবে না: অর্থ উপদেষ্টা
বরগুনায় একদিনেই ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৯৩ জন
বরগুনায় একদিনেই ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৯৩ জন
শেখ হাসিনাসহ ২৩ জনকে আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ
শেখ হাসিনাসহ ২৩ জনকে আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ
সাবেক এমপির শ্যালক ও আ.লীগ নেতা রঞ্জু গ্রেফতার
সাবেক এমপির শ্যালক ও আ.লীগ নেতা রঞ্জু গ্রেফতার
সর্বাধিক পঠিত
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
অন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি
প্রশাসনে থামছে না আন্দোলনঅন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি
আরও ১১ ব্যাংকের সম্পদ যাচাই করবে কেন্দ্রীয় ব্যাংক
আরও ১১ ব্যাংকের সম্পদ যাচাই করবে কেন্দ্রীয় ব্যাংক