X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

স্বচ্ছতা ও জবাবদিহিতার মধ্য দিয়ে সেবা দিতে হবে: দুদক কমিশনার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জানুয়ারি ২০২০, ১৭:০৯আপডেট : ২১ জানুয়ারি ২০২০, ১৭:১২




টাঙ্গাইলে গণশুনানিতে দুদক কমিশনার (তদন্ত) এ এফ এম আমিনুল ইসলাম সেবা খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে দুর্নীতি দমন কমিশন (দুদক) কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন কমিশনার (তদন্ত) এ এফ এম আমিনুল ইসলাম। তিনি বলেন, ‘দেশকে দুর্নীতিবাজদের অভয়ারণ্য হতে দেওয়া হবে না। সেবাদাতাদের স্বচ্ছতা এবং জবাবদিহিতার মধ্য দিয়ে জনগণকে সেবা দিতে হবে এবং দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা গড়ে তুলতে হবে।’

মঙ্গলবার (২১ জানুয়ারি) টাঙ্গাইলের উপজেলা পরিষদ মিলনায়তনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, পল্লী বিদ্যুৎ, পাসপোর্ট অফিস ও অন্যান্য সরকারি দফতরের বিভিন্ন অভিযোগ নিয়ে দুদকের ১৪০তম গণশুনানি অনুষ্ঠিত হয়। দুদক কমিশনার এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে এ এফ এম আমিনুল ইসলাম আরও বলেন, ‘দুর্নীতির তথ্য পাওয়া গেলে কাউকে ছাড় দেওয়া হবে না। দুর্নীতিবাজদের উৎখাত করতেই হবে। দুর্নীতিবাজদের কোনও সুযোগ দেওয়া হবে না।’

দুদক কমিশনার বলেন, ‘দুদক দুর্নীতিরোধে কাজ করে যাচ্ছে। ১০৬ হটলাইনের মাধ্যমে সরাসরি জনগণের সঙ্গে যোগাযোগ স্থাপন করেছে। বিভিন্ন সময়ে তাৎক্ষণিক এনফোর্সমেন্ট অভিযান চালানোর মাধ্যমে দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। কোনও কোনও ক্ষেত্রে অনুসন্ধান এবং মামলাও করা হচ্ছে।’

টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দুদকের ঢাকা কার্যালয়ের বিভাগীয় পরিচালক মো. আক্তার হোসেন, জেলার পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় ও টাঙ্গাইল সদরের উপজেলা নির্বাহী অফিসার ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতারা।

গণশুনানিতে মোট ২৬টি অভিযোগ নিয়ে আলোচনা হয়। এরমধ্যে তাৎক্ষণিকভাবে নিষ্পত্তি করা হয় ৮টি অভিযোগ। আর ১৮টি অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

 

/ডিএস/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খালেদা জিয়ার দুই মামলায় অভিযোগ গঠন শুনানি ২১ জুলাই
খালেদা জিয়ার দুই মামলায় অভিযোগ গঠন শুনানি ২১ জুলাই
অপু-বুবলীর ‘কথা-যুদ্ধ’ চলমান, মাঝে শাকিবের বিয়ে গুঞ্জন!
অপু-বুবলীর ‘কথা-যুদ্ধ’ চলমান, মাঝে শাকিবের বিয়ে গুঞ্জন!
মাদকসহ গ্রেফতার সংগীতশিল্পী এনামুল কারাগারে
মাদকসহ গ্রেফতার সংগীতশিল্পী এনামুল কারাগারে
অসংক্রামক রোগে মরছে ৭০ শতাংশ মানুষ, বাজেটে বরাদ্দ বাড়ানোর দাবি
অসংক্রামক রোগে মরছে ৭০ শতাংশ মানুষ, বাজেটে বরাদ্দ বাড়ানোর দাবি
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ