X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

ভোটারদের কম উপস্থিতি সত্যিই ভাববার বিষয়: আতিকুল ইসলাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ ফেব্রুয়ারি ২০২০, ০১:৩৮আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২০, ০১:৪৯

 সবাইকে নিয়ে সুস্থ, সচল ও আধুনিক ঢাকা গড়ে তোলার কথা বলেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী আতিকুল ইসলাম। তিনি বলেন, ‘সবার অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। একইভাবে সবাই মিলে সুস্থ, সচল ও আধুনিক ঢাকা গড়ে তুলতে পারবো। তবে কেন্দ্রে ভোটারদের উপস্থিতি কম হওয়া সত্যিই ভাববার বিষয়।’

শনিবার (ফেব্রুয়ারি ১) রাত সাড়ে ১১টায় শেরেবাংলা কৃৃষি বিশ্ববিদ্যালয়ে ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্রে এসে তিনি এসব কথা বলেন।

কেন্দ্রে ভোটারদের উপস্থিতি কম হওয়ার কারণ কি, এমন প্রশ্নের জবাবে আতিকুল ইসলাম বলেন, ‘এটি সত্যিই ভাববার বিষয়। আমরা যতটুকু বুঝতে পেরেছি আজ রিকশা চলেছে, তবে সেটা কম ছিল। যানবাহন চলাচল করলে ভোট হয়তো আরও বাড়তো। এছাড়া শুক্রবার ও শনিবার বন্ধ থাকায় অনেকেই ঢাকার বাইরে চলে গেছেন। এখন ইভিএমে কারচুপির উপায় নাই। সুতরাং ভোটের সময় গাড়ি-ঘোড়া চলতে পারে। গাড়ি চললে টার্নআউট আরও বেশি আসতো। এছাড়া সকাল বেলা ঠাণ্ডা ছিল, শৈত্যপ্রবাহ ছিল, গাড়িও কম ছিল। এসব কারণে হয়তো ভোটার কম ছিল।’

পূর্ণাঙ্গ ফলাফল ঘোষণা না হলেও ভোটের হার দেখে নৌকার নিশ্চিত বিজয় দেখছেন আওয়ামী লীগের মনোনীত এই মেয়রপ্রার্থী।

তিনি বলেন, ‘ব্যক্তিগত জীবনে এটি আমার বড় পাওয়া। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই, তিনি আমাকে আওয়ামী লীগের মনোনয়ন দিয়েছেন। আমি বিশেষভাবে ঢাকা নগরীর উত্তর এর নাগরিকদের ধন্যবাদ জানাচ্ছি। তারা আজ ভোট দিয়েছেন। ভোটের ফলাফল আমি দেখতে পাচ্ছি, নৌকা নিশ্চিতভাবে বিজয়ী হবে।’

মেয়র হিসেবে শপথ গ্রহণের পর প্রতিদ্বন্দ্বী প্রার্থী তাবিথ আউয়ালকে আমন্ত্রণ জানানোর কথা উল্লেখ করে তিনি বলেন, ‘অপরিকল্পিত শহরকে পরিকল্পিতভাবে গড়ার জন্য জনগণ রায় দিয়েছে নৌকাকে। সুতরাং এটি আমার জন্য বড় একটি চ্যালেঞ্জ। আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করলে সব কাজই করা সম্ভব হবে। আমার প্রতিপক্ষ তাবিথ আউয়ালের সঙ্গে চাচা-ভাতিজা সম্পর্ক। শপথ গ্রহণের পর প্রথমেই আমি তাবিথকে আমন্ত্রণ জানাবো। তার ইশতেহারের ভালো জিনিসগুলোকে ওয়েলকাম জানাই। আমি ওয়েলকাম জানাই পজেটিভ ক্রিটিসিজম।’

ঢাকার চ্যালেঞ্জগুলো উল্লেখ করে আতিকুল ইসলাম আরও বলেন, ‘ঢাকা শহরে অনেকগুলো চ্যালেঞ্জ রয়েছে। তার মধ্যে অন্যতম হলো এডিস মশার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণ করা। আমাদের যানজট, জলজট বায়ু দূষণ, সবই চ্যালেঞ্জের মুখে আমরা। আজ যেভাবে সবার অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেভাবেই সবাই মিলে সুস্থ, সচল ও আধুনিক ঢাকা গড়ে তুলতে পারবো বলের আশাবাদী।’

উত্তরের বিভিন্ন কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেওয়াসহ জোর করে ভোট দেওয়ার অভিযোগ উঠেছে। এসব অভিযোগের মধ্যে অনুষ্ঠিত নির্বাচনে আপনি জয় পেতে যাচ্ছেন, আপনার অনুভূতি কি? এমন প্রশ্নে আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম বলেন, ‘আপনারা আগের নির্বাচনও দেখেছেন, আজকেও নির্বাচন হয়েছে। ছোট্ট একটি উদাহরণ দিতে চাই, বিদ্যানিকেতন স্কুলে আমি পেয়েছি ২৯১ ভোট, বিএনপির প্রার্থীও পেয়েছেন ২৯১ ভোট। এমন একটি হাড্ডাহাড্ডি লড়াই আমরা অনেকদিন পর উপভোগ করলাম। একটি অংশগ্রহণমূলক নির্বাচন হয়েছে। এটা ঠিক একটি দল বিজয়ী হবে, একটি দল পরাজিত হবে। এটা বাস্তবতা।’ এমন বাস্তবতা মেনে নিয়েই জনগণ যে রায় দিয়েছে তা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে বলে মন্তব্য করেন তিনি।

 

/আরজে/টিটি/
সম্পর্কিত
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
গুলিস্তানে দুই জনের মৃত্যু, সন্দেহ ‘হিট স্ট্রোক’  
এসি বিক্রি বেড়েছে তিনগুণ, অনেক ব্রাঞ্চে ‘স্টক আউট’
সর্বশেষ খবর
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ