X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

জুডিথা’র বাংলাদেশ ‘ব্র্যান্ডিং’ এগিয়ে নিতে ভোট দিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ আগস্ট ২০২০, ০৮:০০আপডেট : ০৭ আগস্ট ২০২০, ১৩:২১

লেগো





ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য জুডিথা ওলমাখার। বাংলাদেশি না হয়েও কাজ করছেন বিশ্ব দরবারে বাংলাদেশের পরিচিতি ভিন্নরূপে প্রতিষ্ঠা করতে। বাংলাদেশের ব্র্যান্ডিংকে এগিয়ে নিয়ে যেতেই তিনি তৈরি করছেন সংসদ ভবনের লেগো। আন্তর্জাতিক পরিসরে সেই লেগো গৃহীত হতে হলে প্রয়োজন ভোটের।


জুডিথা জানান, দেশের বিশিষ্ট স্থাপনার লেগো মডেল তৈরি করাকেই নিজের ব্র্যান্ডিং মিশন বানিয়ে ফেলেছেন তিনি।
বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘স্ট্যাচু অব লিবার্টি, আইফেল টাইফেল টাওয়ারের মতো বিশ্বের বড় বড় স্থাপত্যগুলোর লেগো মডেল আমরা সারাবিশ্বেই দেখতে পাই। একদিন আমার মাথায় এলো আধুনিক স্থাপত্যবিদ্যার একটি মাস্টারপিস তো বাংলাদেশেই রয়েছে। কেন আমরা আমাদের সংসদের ভবনের একটি লেগো মডেল তৈরি করবো না।’
জুডিথা বলেন, এই ভবনের বিষয়ে বাংলাদেশের মানুষের গভীর অনুভূতি রয়েছে। এই ভবনের জন্য সবার মধ্যে গর্ব রয়েছে। এটা সংসদ ভবনের চেয়েও বেশি কিছু। দেশের স্থিতিশীলতা, সম্মান ও মহত্বের প্রতীক এই ভবন। তাই তিনি সংসদের লেগো মডেল তৈরিতে নেমে পড়েন।
ওয়ার্ল্ড লেগো ওয়েবসাইটে এই মডেল গৃহীত হতে হলে প্রয়োজন ছিল একটি পূর্ণাঙ্গ ডিজাইনের। জুডিথা ডিজাইন তৈরি করে জমা দিয়েছেন ওয়ার্ল্ড লেগো ওয়েবসাইটে। জাতীয় সংসদ ভবনের একটি পূর্ণাঙ্গ মডেলটি গৃহীত হতে লেগো ওয়েবসাইটে ১০ হাজার ভোট লাগবে। খুব শিগগিরই এই ভোট শেষ হবে।
তাই জুডিথার ব্র্যান্ডিং বাংলাদেশকে এগিয়ে নিয়ে যে হলে ভোট দিন নিচের লিংকে ক্লিক করে। https://ideas.lego.com/projects/bf4be568-06c6-4608-83d0-b2d10ea4f3f3/updates#content_nav_tabs

যেভাবে ভোট দেবেন- এই লিংকের ওয়েবসাইটে প্রবেশ করে ডান সাইডে সাপোর্টে ক্লিক করুন। সাপোর্টে ক্রিয়েট অ্যাকাউন্ট অপশন ও ফেসবুক আইডি ব্যবহার করে ভোট দেওয়ার অপশন আসবে। ফেসবুক আইডি ব্যবহার করলে অপেক্ষাকৃত সহজ হবে ভোট দেওয়া। কন্টিনিউ উইথ ফেসবুক অপশনের মাধ্যমে লগইন করে ভোট দিন জুডিথার প্রকল্পকে। আর মাত্র ৫১ দিন আছে ভোট দেওয়ার।

/এফএনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গাজায় ত্রাণ প্রবেশের প্রধান দুটি ক্রসিং বন্ধ রেখেছে ইসরায়েল: জাতিসংঘ
গাজায় ত্রাণ প্রবেশের প্রধান দুটি ক্রসিং বন্ধ রেখেছে ইসরায়েল: জাতিসংঘ
পিছিয়ে পড়েও সানডে-ইমনের গোলে ফাইনালে মোহামেডান
পিছিয়ে পড়েও সানডে-ইমনের গোলে ফাইনালে মোহামেডান
আচমকা এলো দেড় মিনিটের উসকানিমূলক ‘তুফান’!
আচমকা এলো দেড় মিনিটের উসকানিমূলক ‘তুফান’!
প্রকল্প নেওয়ার আগে জনগণের উপকার বিবেচনার নির্দেশ প্রধানমন্ত্রীর
প্রকল্প নেওয়ার আগে জনগণের উপকার বিবেচনার নির্দেশ প্রধানমন্ত্রীর
সর্বাধিক পঠিত
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
ছাত্রলীগ সহসভাপতি সাদ্দামের বছরে আয় ২২ লাখ, ব্যাংকে ৩২ লাখ, উপহারের স্বর্ণ ৩০ ভরি
হরিরামপুর উপজেলা নির্বাচনছাত্রলীগ সহসভাপতি সাদ্দামের বছরে আয় ২২ লাখ, ব্যাংকে ৩২ লাখ, উপহারের স্বর্ণ ৩০ ভরি
বৃষ্টি ও বন্যার কী পূর্বাভাস পাওয়া গেলো?
বৃষ্টি ও বন্যার কী পূর্বাভাস পাওয়া গেলো?
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল