X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

প্রাথমিক চিকিৎসাসেবা কমায় মৃত্যুঝুঁকি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ সেপ্টেম্বর ২০২০, ১৭:১৬আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২০, ১৭:১৬

ফার্স্ট এইড ডে (ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত) প্রতি বছর সেপ্টেম্বর মাসের দ্বিতীয় শনিবার বিশ্বে পালন করা হয় আন্তর্জাতিক প্রাথমিক চিকিৎসা দিবস বা ফার্স্ট এইড ডে। সে হিসেবে আজ শনিবার (১২ সেপ্টেম্বর) দিবসটি পালন করা হচ্ছে।

প্রাথমিক চিকিৎসা বা ফার্স্ট এইড চিকিৎসার মূল উদ্দেশ্য হচ্ছে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করে মৃত্যু কমিয়ে আনা। তবে আমাদের দেশে ফার্স্ট এইড বক্স পরিচিত হলেও কী করে প্রাথমিক চিকিৎসা বা ফার্স্ট এইড চিকিৎসা সেবা নিশ্চিত করা যায় সে সর্ম্পকে ধারণা নেই অনেকেরই। অথচ সংকটের সময়ে মানুষকে বাঁচাতে প্রাথমিক চিকিৎসাসেবা দেওয়ার জন্য দরকার জনসচেতনতা। প্রাথমিক চিকিৎসার প্রশিক্ষণ যদি থাকে, তাহলে তাৎক্ষণিকভাবে তার উপকার পাওয়া সম্ভব। এটি জীবন রক্ষায় সহায়ক ভূমিকা পালন করতে পারে, সামলানো যায় রোগী।

২০০০ সাল থেকে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্টের উদ্যোগে পালিত হয়ে আসছে দিবসটি।  

দুর্ঘটনাজনিত যে কোনও কারণে শারীরিত ক্ষতি বা আঘাত পেলে সাধারণত এই অস্থায়ী চিকিৎসাসেবা অনেকাংশেই রোগীকে সুস্থ হতে সাহায্য করে। ক্ষতির পরিমাণ বা সংকটময় অবস্থাকে আরও সংকটাপন্ন অবস্থায় যেতে বাধা দেওয়ার ক্ষেত্রে প্রাথমিক চিকিৎসা সেবা কার্যকরী ভূমিকা পালন করে। পানিতে ডুবে যাওয়া, সাপে কাটা, রক্তপাত বন্ধ করার ব্যবস্থা, চেতনাহীন ব্যক্তির চেতনা ফিরিয়ে আনার মতো জরুরি কাজ করে রোগীকে সংকটময় মুহূর্ত থেকেই উদ্ধার করে প্রাথমিক চিকিৎসাসেবা।

পাবলকি হেলথ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. তৌফিক জোয়ার্দার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দেশে অনেকগুলো সমস্যাকে আসলে আমাদের দেশে সমস্যা হিসেবে চিহ্নিত করা হয়নি। ইনজুরিকে আসলে ডিজিজ হিসেবে দেখা হয় না। অথচ ফার্স্ট এইড দরকার হয় সাধারণত ইনজুরিজনিত সমস্যায়। একজন মানুষ হঠাৎ করে ইনজুরিতে পরলে তাকে ফার্স্ট এইড দিয়ে সুস্থ করে তোলা হয়।’

তিনি বলেন, ‘যেমন পানিতে ডুবে মৃত্যু। পানিতে ডুবে দেশে প্রতিবছর অনেক মানুষ মারা যায়, অথচ দেশে এ নিয়ে তেমন কোনও আলোচনা নেই। তাই যে কোনও ধরনের ইনজুরি নিয়ে আলোচনা এবং তার সমাধান হিসেবে কী করা যায় সে নিয়ে কথা হওয়া অত্যন্ত জরুরি।’

এই চিকিৎসক আরও বলেন, ‘আমাদের দেশে বিগত বছরগুলোতে আলোচনা হয়েছে ইনফেকশাস ডিজিজকেন্দ্রিক এবং সম্প্রতি সেখানে যোগ হয়েছেন অসংক্রামক রোগকেন্দ্রিক আলোচনা। কিন্তু ইনজুরি যে একটি ডিজিজ বা এটাও যে হেলথ ক্রাইসিস, এর কারণে প্রচুর মানুষ আক্রান্ত হতে পারে-সে ধারণা যতদিন আমাদের থাকবে না, তা থেকে বেঁচে ওঠার জন্যই ফার্স্ট এইডের যে প্রয়োজনীয়তা সেটাও আমরা প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারবো না। ফার্স্ট এইড কেবল নির্দিষ্ট কারও জন্য নয়। প্রত্যেকের জন্য প্রযোজ্য। তাই ফার্স্ট এইডের যে কনসেপ্ট এটা স্কুল জীবন থেকেই প্রশিক্ষণ থাকা দরকার। কিন্তু এটা হচ্ছে না। আর এর কারণ হচ্ছে, এর প্রয়োজনীয়তা উপলব্ধি করা হচ্ছে না।’

ইনজুরি, পানিতে ডুবে মৃত্যু, সড়ক দুর্ঘটনা, অগ্নিকাণ্ড, সেলফ হার্ম, সুইসাইড-এই প্রতিটি দুর্ঘটনায় ফার্স্ট এইডের প্রয়োজনীয়তা রয়েছে। এটা যে একটা জনস্বাস্থ্য বিষয়ক সমস্যা, এটা না বোঝার কারণে দীর্ঘদিন ধরে এটা অবহেলিত রয়ে গেছে, বলেন ডা. তৌফিক জোয়ার্দার।

 

 

/জেএ/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টপ অর্ডার ব্যাটারদের ব্যর্থতায় চিন্তিত টিম ম্যানেজমেন্ট
বাংলাদেশ নারী ক্রিকেট দলটপ অর্ডার ব্যাটারদের ব্যর্থতায় চিন্তিত টিম ম্যানেজমেন্ট
গুলিবিদ্ধ হয়ে আধাঘণ্টা ওষুধের দোকানের সামনে পড়ে থেকে মৃত্যু, বাড়িতে মাতম
গুলিবিদ্ধ হয়ে আধাঘণ্টা ওষুধের দোকানের সামনে পড়ে থেকে মৃত্যু, বাড়িতে মাতম
মোংলা বন্দরে কনটেইনারবাহী জাহাজ আসার নতুন রেকর্ড
মোংলা বন্দরে কনটেইনারবাহী জাহাজ আসার নতুন রেকর্ড
হামাসকে ইসরায়েলের যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান ব্লিঙ্কেনের
হামাসকে ইসরায়েলের যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান ব্লিঙ্কেনের
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?