X
বুধবার, ০১ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

সন্ত্রাসবাদ মোকাবিলায় সহযোগিতা অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ ডিসেম্বর ২০২০, ১৯:৫৩আপডেট : ০২ ডিসেম্বর ২০২০, ১৯:৫৬

মার্কিন রাষ্ট্রদূত রবার্ট আর্ল মিলার

সন্ত্রাসবাদ মোকাবিলায় বাংলাদেশকে অব্যাহত সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত আর্ল মিলার। বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ও বিস্তৃত পরিসরে দ্বিপক্ষীয় বিষয়াদি নিয়ে মঙ্গলবার (১ ডিসেম্বর) গণমাধ্যম সম্পাদকদের সংগঠন ‘সম্পাদক পরিষদের’ নেতাদের সঙ্গে  বৈঠকে তিনি এ কথা বলেন।

বুধবার (২ ডিসেম্বর)মার্কিন দূতাবাস থেকে পাঠানো সংবাদ  বিজ্ঞপ্তিতে বলা হয়, অনলাইনে অনুষ্ঠিত (ভার্চুয়াল) এই বৈঠকে চলমান মহামারি মোকাবিলায় জনগণের কাছে সঠিক ও নির্ভুল তথ্য যথাসময়ে পৌঁছে দেওয়া নিশ্চিত করতে অক্লান্ত পরিশ্রমের জন্য বাংলাদেশি সাংবাদিক ও গণমাধ্যমের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রদূত মিলার।

রাষ্ট্রদূত মিলার ২০২১ সালে বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছরপূর্তি উদযাপনের প্রাক্কালে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের শক্তিশালী দিকগুলো তুলে ধরে দুই দেশের অংশীদারিত্বের ইতিবাচক পথ চলা আরও জোরদার ও বিস্তৃত হওয়ার বিষয়ে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

মিলার তার বক্তব্যে কোভিড-১৯ মোকাবিলায় অব্যাহতভাবে বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ, পরিবেশবান্ধব জ্বালানি বা ‘ক্লিন এনার্জি’ ও সন্ত্রাসবাদ মোকাবিলাসহ অন্যান্য ক্ষেত্রে সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির কথা পুনরায় উল্লেখ করেন তিনি।  বিশ্বের বৃহত্তম মানবিক সহায়তাকারী দেশ হিসেবে রোহিঙ্গা সংকট সমাধানে তাদেরকে  নিজ দেশে নিরাপদে, স্বেচ্ছায়, টেকসই ও মর্যাদার সঙ্গে প্রত্যাবাসনের বিষয়ে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক সম্পৃক্ততা ও মানবিক সহায়তার মাধ্যমে বাংলাদেশের পাশে থাকার বিষয়েও যুক্তরাষ্ট্রের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।

 

/এসএসজেড/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খালেদা জিয়াকে আজ আবার হাসপাতালে নেওয়া হবে
খালেদা জিয়াকে আজ আবার হাসপাতালে নেওয়া হবে
বেড়েছে রাবার উৎপাদন, আয় এক কোটি ১৭ লাখ টাকা
হলদিয়া রাবার বাগানবেড়েছে রাবার উৎপাদন, আয় এক কোটি ১৭ লাখ টাকা
টিভিতে আজকের খেলা (১ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (১ মে, ২০২৪)
মন্ত্রী-এমপি’র আত্মীয়দের নিয়ে আ.লীগ কি অবস্থান পাল্টাচ্ছে?
উপজেলা নির্বাচনমন্ত্রী-এমপি’র আত্মীয়দের নিয়ে আ.লীগ কি অবস্থান পাল্টাচ্ছে?
সর্বাধিক পঠিত
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
সিস্টেম লস কমাতে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট চায় পেট্রোবাংলা
সিস্টেম লস কমাতে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট চায় পেট্রোবাংলা
এক ফ্রেমে এত ‘সুন্দরী’, স্মৃতিকাতর সকলেই!
এক ফ্রেমে এত ‘সুন্দরী’, স্মৃতিকাতর সকলেই!
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
চকরিয়ার সেই সমাজসেবা কর্মকর্তা ও অফিস সহকারী বরখাস্ত
চকরিয়ার সেই সমাজসেবা কর্মকর্তা ও অফিস সহকারী বরখাস্ত