X
রবিবার, ০৫ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

করোনাকালে বাংলাদেশের পাশে থাকায় ৬ এয়ারলাইন্সকে সম্মাননা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ ফেব্রুয়ারি ২০২১, ২৩:৩৫আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২১, ০০:১৭

কোভিড-১৯ মহামারির সময় যাত্রীদের চলাচল নিবিঘ্ন করা ও মানবিক অবদান রাখায় নির্বাচিত দেশি-বিদেশি ছয়টি এয়ারলাইন্স ‘ফ্রেন্ড ইন নীড’ বা ‘দুঃসময়ের বন্ধু’ শীর্ষক বিশেষ সম্মাননা লাভ করেছে। বুধবার (২৪ ফেব্রুয়ারি) ভ্রমণবিষয়ক প্রকাশনা ‘বাংলাদেশ মনিটরের’ উদ্যোগে এই বিশেষ সম্মাননা প্রদান করা হয়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউ-এস বাংলা এয়ারলাইন্স, নভোএয়ার, কাতার এয়ারওয়েজ, এমিরেটস এয়ারলাইন্স এবং এয়ার অ্যারাবিয়াকে এই সম্মাননা দেওয়া হয়।

এছাড়া করোনা মহামারির প্রাথমিক পর্যায়ে দেশের বেসামরিক বিমান চলাচল খাতকে দ্রুততার সঙ্গে নিউ-নরমাল অবস্থায় নিয়ে আসার লক্ষ্যে গৃহীত সুচিন্তিত, পরিণামদর্শী ও তড়িৎ পদক্ষেপের জন্য বেসামরিক বিমান চলাচল ও পর্যটন বিষয়ক প্রতিমন্ত্রী এবং বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে (বেবিচক ) বিশেষ ধন্যবাদ স্মারক প্রদান করা হয়।  বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী এয়ারলাইন্সগুলোর প্রতিনিধিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

প্রসঙ্গত,করোনা বৈশ্বিক মহামারির প্রাদুর্ভাব শুরুর পর সরকার ২০২০ সালের  ২২ মার্চ নিয়মিত অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট চলাচলের ওপর সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করে। তবে সামগ্রিক অবস্থা পর্যালোচনা ও বিশ্লেষণ করার পর অল্প কিছুদিনের মধ্যেই সরকার বাংলাদেশের আকাশ উম্মুক্ত করার ঘোষণা প্রদান করে এবং নিয়মিত ফ্লাইট পরিচালনার পথকে সুগম করে দেয়। বর্তমানে দেশি-বিদেশি ২৫টির বেশি এয়ারলাইন্স বাংলাদেশে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে।  আরও কিছু সংখ্যক এয়ারলাইন্স সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতির অপেক্ষায় রয়েছে।

অনুষ্ঠানে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম. মফিদুর রহমান, বাংলাদেশ মনিটর সম্পাদক কাজী ওয়াহিদুল আলমসহ সম্মাননাপ্রাপ্ত এয়ারলাইনগুলোর প্রতিনিধি, এ খাতের নেতৃস্থানীয় ও বিশিষ্ট ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।

/সিএ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ