X
বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩
২১ অগ্রহায়ণ ১৪৩০

নন-এমপিও শিক্ষকদের সংযোগের ‘ক্যাশহেল্প’

বাংলা ট্রিবিউন ডেস্ক
১০ মে ২০২১, ১২:১৭আপডেট : ১৩ মে ২০২৩, ১৮:১৬

করোনার ধাক্কায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত শিক্ষাখাত। দীর্ঘ একবছরেরও বেশি সময় ধরে স্কুল বন্ধ থাকায় সবচেয়ে বেশি বিপদে পড়েছেন নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা। আয়-রোজগার না থাকায় পরিবার নিয়ে অসহায় দিন যাপন করছেন তারা। শিক্ষকদের এ দু:সময়ে নগদ অর্থ সহায়তা দিয়ে পাশে দাঁড়িয়েছে ফেসবুক ভিত্তিক অনলাইন সোশ্যাল ওয়ার্কিং প্লাটফর্ম ‘সংযোগ- কানেক্টিং পিপল’। প্রথম ধাপে রবিবার (৯ মে) দেশের নন-এমপিও ১৫০ জন স্কুল শিক্ষককে বিকাশ ও নগদের মাধ্যমে পাঁচ হাজার টাকা করে মোট সাড়ে ৭ লাখ টাকা ক্যাশহেল্প করেছে সংযোগ। সংযোগের নিয়মিত ডোনারদের মাধ্যমে সংগৃহীত ফান্ড থেকে এ অর্থ সহায়তা দেওয়া হচ্ছে।

এক প্রেস বিজ্ঞপ্তিতে সংযোগের পক্ষ থেকে জানানো হয়, প্রথম ধাপে গত ৫ মে পর্যন্ত মোট ২০০ জন নন-এমপিও স্কুলশিক্ষক গুগল ফর্ম পূরণ করেন। সেখান থেকে ক্যাশহেল্পের জন্য ১৫০ জনকে চূড়ান্তভাবে বাছাই করা হয়। প্রথমে গুগল ফর্মে আবেদন করা শিক্ষকদের তথ্য যাচাই-বাছাই করে সংযোগ। এছাড়াও আবেদনকৃত শিক্ষকদের এলাকায় স্বেচ্ছাসেবীদের মাধ্যমে খবর নিয়ে ১৫০ জনকে চূড়ান্ত করা হয়।

উল্লেখ্য, গত বছর দুই ঈদে সংযোগ দেশের নন-এমপিওভুক্ত স্কুলের মোট দুই হাজার শিক্ষককে তিন হাজার টাকা করে ক্যাশহেল্প করেছিল।

সংযোগের সহ-প্রতিষ্ঠাতা প্রকৌশলী আবরার মাসুম শান্ত বলেন, মানবিক দায়বদ্ধতা থেকে আমরা অসহায়, দরিদ্র ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াচ্ছি। দাতাদের থেকে অর্থ সংগ্রহ করে আমরা সহায়তা পৌঁছে দেওয়ার কাজ করছি। স্বচ্ছতা ও জবাবদিহিতার জন্য প্রতিটি ক্ষেত্রে যাচাই-বাছাই করে সহায়তা দেওয়া হচ্ছে। সংযোগের ভালো কাজের পাশে সবাই থাকলে সমাজের অসহায় মানুষের জন্য আরও অনেক কিছু করা সম্ভব বলে মনে করেন তিনি।

তিনি বলেন, এবার আমরা প্রথম ধাপে নন-এমপিওভুক্ত স্কুলের ১৫০ জন শিক্ষককে ৫০০০ টাকা করে ক্যাশহেল্প কর‍েছি। সবার সহযোগিতা অব্যাহত থাকলে আরও বেশি সংখ্যক শিক্ষককে সহায়তার চেষ্টা করা হবে।

প্রসঙ্গত, করোনা পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে ২০২০ সালে যাত্রা শুরু করে ফেসবুক ভিত্তিক সোশ্যাল ওয়ার্কিং প্লাটফর্ম সংযোগ। এখন পর্যন্ত এই প্লাটফর্মে যুক্ত হয়েছেন ৭০ হাজারের বেশি মানুষ। ইতোমধ্যে করোনা আক্রান্ত অসহায় রোগীদের জন্য অক্সিজেন সরবরাহ ও কেয়ারগিভারের ব্যবস্থা করে প্রশংসা কুড়িয়ে সংযোগ। এছাড়া করোনা রোগীদের মেডিক্যাল সরঞ্জাম সরবরাহ, খাবার পৌঁছানোসহ বিভিন্ন প্রয়োজনীয় পণ্য পৌঁছে দিতে সংযোগ রাইডাররাও দিন-রাত পরিশ্রম করে যাচ্ছেন। এছাড়া কোভিড, আম্পান আক্রান্ত, পাটকল শ্রমিক, বানিয়াশান্তা, হাওর এবং ক্ষুদ্র-নৃগোষ্ঠীর প্রায় কয়েক হাজার পরিবারকে খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছে সংযোগ। অসহায় মানুষকে স্বাবলম্বী হতে সহায়তা, চাকরির ব্যবস্থা করাসহ গরিব রোগীদের চিকিৎসা সহায়তা পৌঁছে দিতে কাজ করছে এই প্লাটফর্ম। বিভিন্ন দিবস উপলক্ষে শিশু-কিশোরদের মানসিক বিকাশে সহায়তা করে এমন সৃজনশীল প্রতিযোগিতার আয়োজনেও পিছিয়ে নেই ‘সংযোগ- কানেক্টিং পিপল’।

 

/টিটি/
সম্পর্কিত
অনার্স-মাস্টার্স ও ডিগ্রির তৃতীয় শিক্ষকদের ‘ভাগ্য বিপর্যয়’ কাটবে কবে?
মাউশিতে এমপিও আবেদন করতে পারবেন শিক্ষক-কর্মচারীরা
এমপিওভুক্তির দাবিতে আমরণ অবস্থানের হুঁশিয়ারি
সর্বশেষ খবর
বগুড়া শহরে ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে হত্যা
বগুড়া শহরে ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে হত্যা
ফোর্বসের প্রভাবশালী ১০০ নারীর তালিকায় আবারও শেখ হাসিনা
ফোর্বসের প্রভাবশালী ১০০ নারীর তালিকায় আবারও শেখ হাসিনা
এ আর রহমানের গাওয়া ‘কারার ঐ লৌহ কবাট’ গান অনলাইন থেকে সরাতে রিট
এ আর রহমানের গাওয়া ‘কারার ঐ লৌহ কবাট’ গান অনলাইন থেকে সরাতে রিট
দলবদল ডিগবাজি নয়, সাংবিধানিক অধিকার: শাহজাহান ওমর
দলবদল ডিগবাজি নয়, সাংবিধানিক অধিকার: শাহজাহান ওমর
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনের ব্যাংকঋণ সম্পদের চেয়ে আড়াই গুণ
ব্যারিস্টার সুমনের ব্যাংকঋণ সম্পদের চেয়ে আড়াই গুণ
পশ্চিমা নিষেধাজ্ঞা মোকাবিলায় ইরানকে পাশে চায় রাশিয়া
পশ্চিমা নিষেধাজ্ঞা মোকাবিলায় ইরানকে পাশে চায় রাশিয়া
ট্যুর প্যাকেজ প্রতারণা, বুকিং মানির নামে কয়েক কোটি টাকা আত্মসাৎ
ট্যুর প্যাকেজ প্রতারণা, বুকিং মানির নামে কয়েক কোটি টাকা আত্মসাৎ
আসন ছাড় বাড়তে পারে ওয়ার্কার্স পার্টি-জাসদের
আসন ছাড় বাড়তে পারে ওয়ার্কার্স পার্টি-জাসদের
৬২ মামলা মাথায় নিয়ে নির্বাচনে বিএনপি থেকে বহিষ্কৃত শওকত মাহমুদ
৬২ মামলা মাথায় নিয়ে নির্বাচনে বিএনপি থেকে বহিষ্কৃত শওকত মাহমুদ