X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

এনআইডি কার্যক্রম স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দেওয়ার প্রস্তাব পর্যালোচনা করছে ইসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মে ২০২১, ২০:২০আপডেট : ১৯ মে ২০২১, ২০:২০

জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) কার্যক্রম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হাতে ন্যস্ত করতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রস্তাবে উদ্বেগ প্রকাশ করেছেন নির্বাচন কমিশনের কর্মকর্তা-কর্মচারীরা। ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের ব্যানারে ইসি সচিবালয়ের কর্মকর্তারা প্রতিবাদ জানিয়ে বুধবার (১৯ মে)  প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাকে স্মারকলিপি দিয়েছেন। নির্বাচন কমিশন প্রধানমন্ত্রীর কার্যালয়ের চিঠি পাওয়ার বিষয়টি জানিয়ে বলেছে, বিষয়টি নিয়ে তারা গভীরভাবে পর্যালোচনা করছে।

বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশর সভাপতি নুরুজ্জামান তালুকদার ও সাধারণ সম্পাদক মুহাম্মদ হাসানুজ্জামান তালুকদারের সই করা  ইসির কাছে দেওয়া স্মারক লিপিতে বলা হয়, দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে ইসির অধীনে জাতীয় পরিচয়পত্রের কার্যক্রম যেভাবে চলমান রয়েছে, তা অব্যাহত রেখে কীভাবে দ্রুত  সেবা নিশ্চিত করা যায়, সে বিষয়ে পদক্ষেপ নিতে হবে।

এ বিষয়ে নুরুজ্জামান তালুকদার সাংবাদিকদের বলেন, ‘আমরা সিইসিকে স্মারকলিপি দিয়েছি। সরকারের এমন সিদ্ধান্তের বিষয়টি তার জানা নেই বলে তিনি আমাদের জানিয়েছেন। কমিশনের সঙ্গে এ বিষয়ে সরকারের কোনও আলোচনা হয়নি বলেও তিনি (সিইসি) আমাদের নিশ্চিত করেছেন। বিষয়টি তিনি দেখবেন বলে আমাদের আশ্বস্ত করেছেন।’

ইসির বৈঠক সূত্রে জানা গেছে, প্রধান নির্বাচন কমিশনার অফিসার্স অ্যাসোসিয়েশনের স্মারক লিপিটি সভায় উপস্থাপন করেন। এই প্রেক্ষাপটে সরকারের এত বড় একটি সিদ্ধান্ত কেন কমিশন জানতে পারলো না, সে বিষয়ে কমিশনাররা প্রশ্ন তোলেন।

কমিশন সভা শেষে বিষয়টি দৃষ্টি আকর্ষণ করা হলে ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার সাংবাদিকদের বলেন, ‘আমাদেরকে কর্মকর্তারা জানিয়েছেন। কমিশন বসে বিষয়টি দেখেছেন এবং গভীরভাবে পর্যালোচনা করবেন বলে আজকের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে।’

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিষয়টি আমি গভীরভাবে পর্যালোচনা করিনি। সে কারণে এ নিয়ে কোনও মন্তব্য করতে পারবো না। কমিশন সভায়ও এটি নিয়ে ডিটেইলস কোনও আলোচনা হয়নি।’

/ইএইচএস/এপিএইচ/
সম্পর্কিত
উপজেলা ভোটপ্রথম দুই ঘণ্টায় গড়ে ৭-৮ শতাংশ ভোট পড়েছে, ধারণা ইসির
বৃষ্টিতে ভোটার উপস্থিতি কম নোয়াখালীর সুবর্ণচরে
প্রথম ধাপে ১৩৯ উপজেলায় ভোটগ্রহণ শুরু
সর্বশেষ খবর
ভোটকেন্দ্র থেকে টাকাসহ ইউপি চেয়ারম্যান আটক
ভোটকেন্দ্র থেকে টাকাসহ ইউপি চেয়ারম্যান আটক
স্টার্টআপ বাংলাদেশের সঙ্গে এশিয়াটিক মাইন্ডশেয়ার ও উইন্ডমিলের চুক্তি
স্টার্টআপ বাংলাদেশের সঙ্গে এশিয়াটিক মাইন্ডশেয়ার ও উইন্ডমিলের চুক্তি
হজ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
হজ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
মতলব উত্তরে সহকারী প্রিসাইডিং কর্মকর্তার মৃত্যু
মতলব উত্তরে সহকারী প্রিসাইডিং কর্মকর্তার মৃত্যু
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
কেমন আছেন মিল্টনের আশ্রমে আশ্রিতরা
কেমন আছেন মিল্টনের আশ্রমে আশ্রিতরা