X
বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩
২১ অগ্রহায়ণ ১৪৩০

নতুন সরকারি কলেজের নন-এমপিও শিক্ষকদের বেতন দেওয়ার নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জুন ২০২১, ২০:৪২আপডেট : ২১ এপ্রিল ২০২২, ১৮:৫৩

সদ্য সরকারি হওয়া কলেজের নন-এমপিও শিক্ষকদের ছয় মাসের বেতন পরিশোধের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। গত মাসে মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে উপ-সচিব মো. মঈনুল হাসান স্বাক্ষরিত একটি চিঠি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরে পাঠানো হয়। গত রবিবার (৬ জুন) অধিদফতরের সহকারী পরিচালক (কলেজ-২) মোহাম্মদ দেলোয়ার হোসেন স্বাক্ষরিত ওই চিঠিটি সদ্য সরকারিকৃত কলেজগুলোর অধ্যক্ষ বরাবর পাঠানো হয়েছে; যা মঙ্গলবার (৮ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

চিঠিতে শিক্ষা মন্ত্রণালয় বলেছে, চলমান কোভিড পরিস্থিতি অব্যাহত থাকায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এ সময় শিক্ষার্থীদের কাছে টিউশন ফি আদায় করা যাচ্ছে না। সেকারণে নতুন সরকারি হওয়া কলেজগুলোর নন এমপিও শিক্ষক-কর্মচারীদের বেতন পরিশোধ করা সম্ভব হচ্ছে না। এ পরিপ্রেক্ষিতে শর্তানুযায়ী নতুন সরকারি কলেজগুলোতে ননএমপিও শিক্ষক-কর্মচারীদের মূল বেতন দেওয়ার সুবিধার্থে সাধারণ তহবিল ব্যবহার ও প্রয়োজনে এফডিআর নগদায়নের নির্দেশক্রমে অনুমতি দেওয়া হয়েছে।

অনুমতি দেওয়ার ক্ষেত্রে চিঠিতে চারটি শর্তের কথা তুলে ধরেছে মন্ত্রণালয়, তাতে বলা হয়েছে-
১. সরকারি হওয়া কলেজগুলোর সাধারণ তহবিল থেকে এ বাবদ অর্থ প্রদানের ব্যবস্থা গ্রহণ করতে হবে। যদি সাধারণ তহবিলে অর্থ সংকুলান না হয় তবেই কেবল স্থায়ী তহবিল থেকে অর্থ তোলা যাবে।
২. যেসব ননএমপিও শিক্ষক-কর্মচারীরা বর্তমানে কলেজ থেকে তহবিল স্বল্পতার কারণে বেতন পাচ্ছেন না, তাদের বিগত ২০২০ সালের এপ্রিল থেকে নভেম্বর মোট ছয় মাসের শুধু মূল বেতন দেওয়ার জন্য এ অর্থ ব্যবহার করা যাবে।
৩. নিয়োগ নিষেধাজ্ঞা জারির অনতিপূর্বে গৃহীত কলেজ গভর্নিং বডির সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষক-কর্মচারীদের মূল বেতন নির্ধারিত হবে।
৪. প্রাপ্যতার অধিক অর্থ উত্তোলন করা হলে সে ক্ষেত্রে ভবিষ্যতে শিক্ষক-কর্মচারীদের চূড়ান্ত সরকারিকরণ প্রক্রিয়া সম্পন্ন হলে প্রদত্ত অর্থ সমন্বয় করতে হবে। এ জন্য কলেজ কর্তৃপক্ষকে একটি লিখিত মুচলেকা দিতে হবে।

/এসএমএ/ইউএস/
সম্পর্কিত
নতুন শিক্ষাক্রম নিয়ে কেন এত অপপ্রচার-বিরোধিতা?
লটারি প্রক্রিয়ায় ভর্তিতে জরুরি নির্দেশনা জারি
স্কুলে ভর্তির ‘ডিজিটাল লটারি’র উদ্বোধন, ফল এসএমএসে
সর্বশেষ খবর
একই হলফনামায় এমপির স্বর্ণের ভরি ১৮ হাজার, স্ত্রীর ৯৫৫ টাকা
একই হলফনামায় এমপির স্বর্ণের ভরি ১৮ হাজার, স্ত্রীর ৯৫৫ টাকা
লিবিয়া থেকে ১৪৫ বাংলাদেশির প্রত্যাবাসন
লিবিয়া থেকে ১৪৫ বাংলাদেশির প্রত্যাবাসন
ঢাকার বাইরেই থাকবে আন্তঃজেলা বাস: মেয়র তাপস 
ঢাকার বাইরেই থাকবে আন্তঃজেলা বাস: মেয়র তাপস 
রমজানের প্রস্তুতি নিয়ে যা জানালেন বাণিজ্যমন্ত্রী
রমজানের প্রস্তুতি নিয়ে যা জানালেন বাণিজ্যমন্ত্রী
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনের ব্যাংকঋণ সম্পদের চেয়ে আড়াই গুণ
ব্যারিস্টার সুমনের ব্যাংকঋণ সম্পদের চেয়ে আড়াই গুণ
পশ্চিমা নিষেধাজ্ঞা মোকাবিলায় ইরানকে পাশে চায় রাশিয়া
পশ্চিমা নিষেধাজ্ঞা মোকাবিলায় ইরানকে পাশে চায় রাশিয়া
ট্যুর প্যাকেজ প্রতারণা, বুকিং মানির নামে কয়েক কোটি টাকা আত্মসাৎ
ট্যুর প্যাকেজ প্রতারণা, বুকিং মানির নামে কয়েক কোটি টাকা আত্মসাৎ
৬২ মামলা মাথায় নিয়ে নির্বাচনে বিএনপি থেকে বহিষ্কৃত শওকত মাহমুদ
৬২ মামলা মাথায় নিয়ে নির্বাচনে বিএনপি থেকে বহিষ্কৃত শওকত মাহমুদ
আসন ছাড় বাড়তে পারে ওয়ার্কার্স পার্টি-জাসদের
আসন ছাড় বাড়তে পারে ওয়ার্কার্স পার্টি-জাসদের