X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

সেনাবাহিনী ও জনগণের মধ্যে কোনও দূরত্ব থাকবে না:  নতুন সেনাপ্রধান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুন ২০২১, ২১:২৩আপডেট : ২৪ জুন ২০২১, ২১:২৩

দায়িত্ব গ্রহণের পর নতুন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন, সেনাবাহিনী ও জনগণের মধ্যে কোনও দূরত্ব থাকবে না। মিডিয়ার সঙ্গেও কোনও দূরত্ব থাকবে না। তিনি বলেন, ‘আপনাদের সহযোগিতা আমাদের পথ চলার জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।’

বৃহস্পতিবার (২৪ জুন) সেনা সদরে উপস্থিত ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা ও সাংবাদিকদের উদ্দেশে নতুন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেন, ‘এমন একটা অর্জন মহান আল্লাহর আশীর্বাদ ছাড়া কোনও ক্রমেই সম্ভব নয়। সেই সঙ্গে আমি প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। তিনি আমার ওপর আস্থা রেখেছেন। এরকম একটা গুরুদায়িত্ব আমার ওপর অর্পণ করেছেন।’

সেনাপ্রধান বলেন, ‘আপনারা জানেন, এ বছরের একটা বিশেষ গুরুত্ব আছে। এ বছর আমরা স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করেছি এবং এই অনুষ্ঠান আরও  মহিমান্বিত হয়েছে যে, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর সঙ্গে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী যোগ হয়েছে। এমন একটি মাহেন্দ্রক্ষণে দায়িত্ব গ্রহণ করতে পেরে আমি নিজেকে সত্যিই খুবই ভাগ্যবান মনে করছি। এরকম একটা গুরুদায়িত্ব আমি যাতে সঠিকভাবে পালন করতে পারি, তার জন্য আমি মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করছি যে,  উনি যেন আমাকে সেই সক্ষমতা দান করেন। আমি যাতে আমার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি।’

তিনি বলেন, ‘একথা সত্য, আপনাদের সকলের সহযোগিতা ছাড়া এত বড় গুরুদায়িত্ব পালন করা যাবে না। বাংলাদেশ সেনাবাহিনীর যে ক্লাসিক্যাল রোল-গুলো আছে, আমরা সচরাচর যে দায়িত্ব পালন করে থাকি, সেই দায়িত্বগুলো আমরা যেন সঠিকভাবে পালন করতে পারি।’

বিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলা করে বাংলাদেশ সেনাবাহিনী তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে যা করণীয়, তা যেন আমার নেতৃত্বে করতে পারি। সেজন্য আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। সেনাবাহিনী সম্পর্কে জনগণের যা কিছু জানার আগ্রহ আছে, সেগুলো আমরা জানাবো।’

/জেইউ/এপিএইচ/
সম্পর্কিত
সরকারের সব সংস্থার মধ্যে সহযোগিতা নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ: সেনাপ্রধান
বান্দরবানে অভিযান শুরু হয়ে গেছে, জানালেন সেনাপ্রধান
দেশ স্বাধীন না হলে এত সম্মান-উন্নয়ন অর্জিত হতো না: সেনাপ্রধান
সর্বশেষ খবর
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে অধ্যক্ষসহ তিন পদে নিয়োগ
কাঁঠালবাড়ী নুরুল্লাহ ফাজিল ডিগ্রি মাদ্রাসাআদালতের নিষেধাজ্ঞা অমান্য করে অধ্যক্ষসহ তিন পদে নিয়োগ
সূর্য ডুবে যাওয়ায় সুন্দরবনের আগুন নেভানোর কাজ স্থগিত
সূর্য ডুবে যাওয়ায় সুন্দরবনের আগুন নেভানোর কাজ স্থগিত
পুরোপুরি বাজারভিত্তিক হচ্ছে ঋণের সুদহার
পুরোপুরি বাজারভিত্তিক হচ্ছে ঋণের সুদহার
সংকটে পাশে দাঁড়িয়ে জনগণের আস্থা অর্জন করেছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী
সংকটে পাশে দাঁড়িয়ে জনগণের আস্থা অর্জন করেছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের