X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

‘সাম্প্রদায়িকতাকে উসকে দেওয়ার ষড়যন্ত্র চলছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ সেপ্টেম্বর ২০২১, ২০:০৭আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২১, ২০:০৭

সম্মিলিত সামাজিক আন্দোলন অভিযোগ করেছে, দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার ষড়যন্ত্র দীর্ঘ সময় থেকেই চলে আসছে। সমাজে এক শ্রেণির সুবিধাবাদী মহল সাম্প্রদায়িকতাকে উসকে দিয়ে নিজেদের হীনস্বার্থ হাসিল করতে ধর্মীয় সংখ্যালঘুদের উপাসনালয়, বাড়িঘর, দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠানে আক্রমণ ও নারী-শিশু নির্যাতনের মতো জঘন্য ঘটনায় লিপ্ত হয়ে দেশকে অস্থিতিশীলতার দিকে ঠেলে দিচ্ছে।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সম্মিলিত সামাজিক আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ঢাকার নেতাদের এক সভায় বক্তারা এসব অভিযোগ করেন। কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনের সাধারণ সম্পাদক সালেহ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দলের  নেতারা বক্তব্য রাখেন।

সভায় বলা হয়, কক্সবাজারের টেকনাফের হরিখোলা গ্রামে এক আদিবাসী নারীকে শ্লীলতাহানির চেষ্টা করে ব্যর্থ হয়ে তার মাথা ফাঁটিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। ইতোমধ্যে সনাতন ধর্মালম্বীদের শারদীয় দুর্গা উৎসবের প্রস্তুতিমূলক কাজ চলছে। গত ২২ সেপ্টেম্বর কুষ্টিয়ায় দুর্গা পূজার প্রস্তুতি মুর্হূতে প্রতিমা ভাঙচুরের ঘটনা দেশব্যাপী সনাতন ধর্মালম্বীদের মাঝে নিরাপদে দুর্গা উৎসব সম্পন্ন করা নিয়ে সংশয় দেখা দিয়েছে।

দেশব্যাপী সকল সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মীয় উৎসবসহ সার্বিক নিরাপত্তা বিধানের দাবি জানান আন্দোলনের নেতারা। পাশাপাশি এ ধরনের ঘটনার সঙ্গে জড়িত দুষ্কৃতিকারীদের কঠোর হস্তে দমনের দাবিও করেন সংগঠনের নেতারা।

সভায় বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন সামছি, জহিরুল ইসলাম জহির, কেন্দ্রীয় নেতা ড. সেলু বাসিত, আব্দুল ওয়াহেদ, সম্পাদকমণ্ডলীর সদস্য অলক দাশগুপ্ত, অ্যাডভোকেট পারভেজ হাসেম, ইয়াছরেমিনা বেগম সীমা, সাজেদুল আলম রিমন, মইনুল আবেদিন খান সুমন, ঢাকা মহানগর কমিটির সদস্য সচিব জাহাঙ্গির আলম ফজলু, ঢাকা মহানগর সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব জুবায়ের আলম  প্রমুখ।

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিয়ানমারকে হারিয়ে বাটলার ও ঋতুপর্ণা যা বললেন
মিয়ানমারকে হারিয়ে বাটলার ও ঋতুপর্ণা যা বললেন
বিদ্যুৎস্পৃষ্ট বাবাকে বাঁচাতে এগিয়ে এলেন ছেলে, প্রাণ গেলো দুজনেরই
বিদ্যুৎস্পৃষ্ট বাবাকে বাঁচাতে এগিয়ে এলেন ছেলে, প্রাণ গেলো দুজনেরই
আমার এত সাহস নেই: প্রিয়াঙ্কা
আমার এত সাহস নেই: প্রিয়াঙ্কা
সাবেক পুলিশ সুপার আরিফুর সাময়িক বরখাস্ত
সাবেক পুলিশ সুপার আরিফুর সাময়িক বরখাস্ত
সর্বাধিক পঠিত
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
ক্যাম্পাসে নতুন সভাপতির প্রবেশ ঠেকাতে দুদিন পাঠদান বন্ধ!
ঢাকা সিটি কলেজক্যাম্পাসে নতুন সভাপতির প্রবেশ ঠেকাতে দুদিন পাঠদান বন্ধ!
বাসা থেকে বিচারকের স্ত্রীর লাশ উদ্ধার
বাসা থেকে বিচারকের স্ত্রীর লাশ উদ্ধার