X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

পুরো মাসে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টির শঙ্কা

সঞ্চিতা সীতু
০৬ অক্টোবর ২০২১, ২০:১৩আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২২, ১৩:১২

স্বাভাবিকের চেয়ে চলতি মাসে বেশি বৃষ্টির শঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদফতর। আবহাওয়া অধিদফতরের দীর্ঘমেয়াদি পূর্বাভাস অনুযায়ী, একইসঙ্গে বঙ্গোপসাগরে একটি থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ্কা রয়েছে।

এদিকে মৌসুমি বায়ুর প্রভাবে আকাশে সঞ্চরণশীল মেঘ সৃষ্টি হয়েছে। এ কারণে রাজধানী ঢাকাসহ দেশের উত্তরাঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টি হচ্ছে। একইসঙ্গে নদী অববাহিকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে বন্দরগুলোকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদফতর। ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলের ওপর দক্ষিণ-পূর্বদিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। 

আজকের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং এটি উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় আছে। এর প্রভাবে চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু জায়গায়, ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দুই-একটি জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।

গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৫৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে রংপুরের ডিমলায়। এছাড়া বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকায় ২ এবং চট্টগ্রামে ১ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

আবহাওয়াবিদ আব্দুল মান্নান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মৌসুমি বায়ুর প্রভাবে দেশের অনেক অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টি হচ্ছে। আগামী কয়েকদিন থেমে থেমে বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অব্যাহত থাকতে পারে। আমাদের দীর্ঘমেয়াদি পূর্বাভাস অনুযায়ী, চলতি মাসে স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি বৃষ্টি হতে পারে। অক্টোবরের শেষ দিকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুপ্রবাহ বাংলাদেশ থেকে বিদায় নেবে।’

/জেএইচ/এমওএফ/
সম্পর্কিত
তাপপ্রবাহের মধ্যে হবিগঞ্জে শিলাবৃষ্টি, বসতঘর ও ফসলের ক্ষতি
ব্রাজিলে বৃষ্টি ও বন্যায় নিহত অন্তত ৩৯
অবশেষে মোংলায় ঝরলো কাঙ্ক্ষিত বৃষ্টি
সর্বশেষ খবর
মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে ২ জন আহত
মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে ২ জন আহত
ইউনিয়ন পরিষদেও প্রশাসক নিয়োগের বিধান হচ্ছে
ইউনিয়ন পরিষদেও প্রশাসক নিয়োগের বিধান হচ্ছে
মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইট তৈরির নির্দেশ
মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইট তৈরির নির্দেশ
মার্কিন শিক্ষার্থীদের আন্দোলনের সমর্থনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংহতি সমাবেশ
মার্কিন শিক্ষার্থীদের আন্দোলনের সমর্থনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংহতি সমাবেশ
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের