X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

মুগদা হাসপাতালে এসি বিস্ফোরণে নার্সসহ দগ্ধ ৯

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ অক্টোবর ২০২১, ১৭:৩৩আপডেট : ২১ অক্টোবর ২০২১, ১৭:৩৩

রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালের ষষ্ঠ তলায় এসি বিস্ফোরণে স্টাফ-নার্সসহ ৯ জন দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (২১ অক্টোবর) দুপুর দেড়টার দিকে অ্যাম্বুলেন্সে তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়। পরে তিন জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আহতদের মধ্যে রয়েছেন নার্স মনিকা পেরেরা (৪০), তার শরীরের ৬ শতাংশ দগ্ধ হয়েছে। এছাড়া মেরী (২৬) ২০ শতাংশ, রুমি খাতুন (৩১) ৮ শতাংশ এবং শাহিনা আক্তার (৪০) ৩০ শতাংশ দগ্ধ হয়েছেন।  দগ্ধদের মধ্যে আরও রয়েছেন ওয়ার্ড বয় নাজমুল হক (২১), কার্ডিওগ্রাফার জহিরুল মজুমদার (৩০), সাইদুল ইসলাম (৩৮), আলমগীর (২৬),ওমর ফারুক (৩০)।

এদের মধ্যে দুজনকে আইসিইউতে রাখা হয়েছে। বাকিদের অবজারভেশনে রাখা হয়, পরে তাদের ওয়ার্ডে পাঠানো হবে। আবার কয়েকজনকে ঢামেক হাসপাতালে রেফার করা হয়েছে।

শেখ হাসিনা বার্নের আবাসিক চিকিৎসক পার্থ শঙ্কর পাল এসব তথ্য জানান। 

দগ্ধ একজন ওয়ার্ড বয় নাজমুল জানান, তিনি আগুনের সময় ফ্লোর ঝাড়ু দিচ্ছিলেন, হঠাৎ বিকট শব্দে গ্লাস ভেঙে যায়। তিনি বলেন, ‘মনে হলো কে যেন আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিলো।’

নার্স রুমী খাতুন বলেন, ‘আমি আইসিইউতে ডিউটি করি। কোভিড থেকে নন-কোভিড করা হচ্ছিল। সেখানে কোনও রোগী ছিল না। আমি করিডোরে দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ বিকট শব্দ শুনে নামার জন্য বের হচ্ছিলাম, ততক্ষণে আগুনে আমার শরীর দগ্ধ হয়ে যায়।’

টিকা নিতে আসা সাইদুল জানান, তিনি তার পরিচিত একজনকে খোঁজ করতে ষষ্ঠ তলায় গিয়েছিলেন। তখন তিনি আহত হন।

ওই হাসপাতালের ইকো টেকনিশিয়ান তাহাজুদ মিয়া বলেন, ‘আইসিইউ, ক্যাথল্যাবসহ তিনটি ইউনিট একই ফ্লোরে। সেখানে সংস্কারে কাজও চলছিল। এসি বিস্ফোরণে আগুন লাগতে পারে বলে ধারণা করছি।’

 

/এআইবি/এআরআর/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় আরও ৩ নেতাকে বহিষ্কার বিএনপির
উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় আরও ৩ নেতাকে বহিষ্কার বিএনপির
দায়িত্ব পালনকালে কতটা সুরক্ষা পাচ্ছেন পুলিশ সদস্যরা
পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা দিবস আজদায়িত্ব পালনকালে কতটা সুরক্ষা পাচ্ছেন পুলিশ সদস্যরা
শাহীনের বোলিংয়ে নিউজিল্যান্ডকে হারিয়ে পাকিস্তানের সিরিজ ভাগাভাগি
শাহীনের বোলিংয়ে নিউজিল্যান্ডকে হারিয়ে পাকিস্তানের সিরিজ ভাগাভাগি
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু