X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

পাঠ্যপুস্তকে সংবিধান সংযোজনের আহ্বান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ নভেম্বর ২০২১, ২০:৩২আপডেট : ২৬ নভেম্বর ২০২১, ২০:৩২

জাতি গঠনের জন্য সংবিধানের তাৎপর্য সমাজের সবাইকে বোঝাতে হবে এবং এজন্য পাঠ্যপুস্তকে বিষয়টি সংযোজনের ওপর জোর দিয়েছেন ব্যারিস্টার আমিরুল ইসলাম।

শুক্রবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় ‘জাতি গঠন ও সংবিধান’ শীর্ষক এক সেমিনারে তিনি একথা বলেন। বাংলাদেশ ইনস্টিটিউট অব ল অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স (বিলিয়া) এ অনুষ্ঠানের আয়োজন করে।

প্রাইমারি থেকে ডক্টরেট ডিগ্রি পর্যন্ত শিক্ষার প্রতিটি স্তরে সংবিধানের বিষয়টি মাথায় রেখে পাঠ্যপুস্তক তৈরির ওপর জোর দেন তিনি।

ব্যারিস্টার আমিরুল ইসলাম বলেন, পাঠ্যপুস্তক তৈরি এখন ব্যবসায় পরিণত হয়েছে কিন্তু এটিকে আদর্শে পরিণত করতে হবে।

সংবিধানের প্রস্তাবনা একটি শপথের মতো জানিয়ে তিনি বলেন, স্কুলে যখন জাতীয় পতাকা উড়ানো হয়, তখন প্রস্তাবনা পাঠ করলে শিশুরা এ বিষয়ে জানতে পারে।

অনুষ্ঠানে দীপু মনি বলেন, বাংলাদেশকে এগিয়ে যেতে হলে অসাম্প্রদায়িক হতে হবে এবং বঙ্গবন্ধু সংবিধানের চার মূল স্তম্ভের যে ব্যাখ্যা দিয়েছিলেন সেভাবে আমাদের এগিয়ে যাওয়া দরকার।

শাসনতন্ত্র বিষয়ে বঙ্গবন্ধুর ভাষণকে উদ্ধৃত করে দীপু মনি বলেন, ভবিষ্যৎ প্রজন্ম কিভাবে শাসনতন্ত্র ব্যবহার করবে তার ওপর নির্ভর করবে এর সাফল্য।

তিনি বলেন, স্বাধীনতার পর বারবার বাংলাদেশ ও শাসনতন্ত্র ক্ষতবিক্ষত হয়েছে এবং এর বোঝা আমরা বহন করছি।

তিনি বলেন, আওয়ামী লীগ আরও ভালো করতে পারতো যদি তাদেরকে এই ক্ষতের বোঝা বহন করতে না হতো।

বিলিয়ার পরিচালক মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন সরকার আলি আক্কাস মূল প্রবন্ধ পাঠ করেন।

অনুষ্ঠানে ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী, সিনিয়র আইনজীবী তানিয়া আমির ও ভারতের বুদ্ধিজীবী অর্ঘ সেনগুপ্ত বক্তব্য রাখেন।

/এসএসজেড/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজশাহী মহাসড়কে ফেলা হচ্ছে বর্জ্য, তৈরি হচ্ছে পরিবেশ ও স্বাস্থ্যঝুঁকি
রাজশাহী মহাসড়কে ফেলা হচ্ছে বর্জ্য, তৈরি হচ্ছে পরিবেশ ও স্বাস্থ্যঝুঁকি
কেমন কেটেছিল ডিবি হেফাজতে সাত সমন্বয়কের সাত দিন
কেমন কেটেছিল ডিবি হেফাজতে সাত সমন্বয়কের সাত দিন
পঞ্চপাণ্ডবহীন এক নতুন শুরু, মিরাজের নেতৃত্বে ওয়ানডে যাত্রা
পঞ্চপাণ্ডবহীন এক নতুন শুরু, মিরাজের নেতৃত্বে ওয়ানডে যাত্রা
চট্টগ্রাম কাস্টম কমিশনার জাকির হোসেন সাময়িক বরখাস্ত
‘শাটডাউন’ কর্মসূচির জেরচট্টগ্রাম কাস্টম কমিশনার জাকির হোসেন সাময়িক বরখাস্ত
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন