জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পূর্ব দিকের প্রবেশপথে পার্ক নির্মাণের ‘তীব্র নিন্দা ও প্রতিবাদ’ জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের নেতারা।
রবিবার (৫ ডিসেম্বর) ঢাকা মহানগর নগর উত্তর সংগঠনের নিয়মিত মাসিক বৈঠকে নেতারা এ প্রতিবাদ জানান।
ইসলামী আন্দোলনের ঢাকা মহানগরের নেতারা অভিযোগ করেন, জাতীয় মসজিদকে আরও উন্নত ও আধুনিক করতে উদ্যোগ না গ্রহণ করে উল্টো মসজিদে প্রবেশের রাস্তা বন্ধ করে পার্ক তৈরির চেষ্টা করা হচ্ছে। এতে জনমনে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সংগঠনের সভায় উপস্থিত ছিলেন শেখ ফজলে বারী মাসউদ, নূরুল ইসলাম নাঈম, মুরাদ হোসেন ও গিয়াস উদ্দিন (পরশ) প্রমুখ।