X
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
১ জ্যৈষ্ঠ ১৪৩২

ঢাবি শিক্ষক সমিতির সভাপতি  রহমত উল্লাহ, সম্পাদক নিজামুল হক

ঢাবি প্রতিনিধি
৩০ ডিসেম্বর ২০২১, ১৯:৩৩আপডেট : ৩০ ডিসেম্বর ২০২১, ১৯:৩৭

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ২০২২ সালের কার্যকরী পরিষদের নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন অধ্যাপক ড. মো. রহমত উল্লাহ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অধ্যাপক ড. মো নিজামুল হক ভূঁইয়া।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) অনুঠিত নির্বাচনে ১৫টি পদের মধ্যে ১৪ পদেই জিতেছে আওয়ামী লীগ-সমর্থক শিক্ষকদের সংগঠন নীল দল। বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের প্যানেল সাদা দল থেকে একমাত্র প্রার্থী হিসেবে সদস্য পদে নির্বাচিত হয়েছেন সাদা দলের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মো. লুৎফর রহমান। তিনি মোট ৮০৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

আওয়ামী লীগপন্থী শিক্ষকদের প্যানেল নীল দল থেকে সভাপতি পদে অধ্যাপক ড. মো. রহমত উল্লাহ ৯৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী সাদা দলের সভাপতি প্রার্থী প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিভাগের অধ্যাপক ড. ইয়ারুল কবীর পেয়েছেন ৩৯২ ভোট।

সহ-সভাপতি পদে অণুজীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাবিতা রিজওয়ানা রহমান পেয়েছেন ৮২৬ ভোট। এ পদে তার প্রতিদ্বন্দ্বী সাদা দলের প্রার্থী প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিভাগের ড. মামুন আহমেদ পেয়েছেন ৫১২ ভোট।

কোষাধ্যক্ষ পদে ৮৫০ ভোট পেয়ে জয়ী হয়েছেন ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক ড. মো. আকরাম হোসেন। তার প্রতিদ্বন্দ্বী সাদা দলের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক আল আমিন পেয়েছেন ৪৩৭ ভোট।

সাধারণ সম্পাদক পদে জয়ী পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক ড. মো নিজামুল হক ভূঁইয়া পেয়েছেন ৯৭০ ভোট। এ পদে তার প্রতিদ্বন্দ্বী সাদা দলের প্রার্থী রসায়ন বিভাগের অধ্যাপক ড. আবদুস সালাম পেয়েছেন ৩৮১ ভোট।

৮২২ ভোট পেয়ে যুগ্ম সম্পাদক পদে জয়ী হয়েছেন নীল দলের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আবদুর রহিম। তার প্রতিদ্বন্দ্বী সাদা দলের দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ দাউদ খাঁন পেয়েছেন ৪৬১ ভোট।

১০টি সাধারণ সদস্য পদের মধ্যে ৯ টিতেই বিজয়ী হয়েছের নীল দলের প্রার্থীরা। তারা হলেন ড. আবু জাফর মো. শফিউল আলম ভূঁইয়া, ড. ইসতিয়াক মইন সৈয়দ, ড. লাফিফা জামাল, ড. চন্দ্রনাথ পোদ্দার, ড.মো. আব্দুল মইন, ড. মো. নাসীর উদ্দিন মুন্সী, ড. সাদেকা হালিম, ড. জিনাত হুদা ও ড. ফিরোজ আহমেদ।

উল্লেখ্য, গত বছরও শিক্ষক সমিতির নির্বাচনে বিএনপিপন্থী সাদা দল নির্বাচনে অংশগ্রহণ না করায় নীল দল বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৫ পদেই জিতেছিল। গঠনতন্ত্র অনুযায়ী, প্রতিবছরই শিক্ষক সমিতির নির্বাচন হয়। এবারের নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি-জামায়াত সমর্থক শিক্ষকদের নীল ও সাদা দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়। বামপন্থী শিক্ষকদের গোলাপি দল গত বছর ধরেই অংশ নিচ্ছে না নির্বাচনে।

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কলার খোসা যেভাবে চুল ভালো রাখে
কলার খোসা যেভাবে চুল ভালো রাখে
দাবি না মানলে লাগাতার কর্মসূচির ঘোষণা জবি শিক্ষার্থীদের
দাবি না মানলে লাগাতার কর্মসূচির ঘোষণা জবি শিক্ষার্থীদের
কোরবানির চামড়া সংগ্রহে প্রস্তুত হচ্ছে সাভার শিল্প নগরী
কোরবানির চামড়া সংগ্রহে প্রস্তুত হচ্ছে সাভার শিল্প নগরী
সাতক্ষীরার হিমসাগর আমে বাজার সয়লাব, কেজি ৪৫ টাকা
সাতক্ষীরার হিমসাগর আমে বাজার সয়লাব, কেজি ৪৫ টাকা
সর্বাধিক পঠিত
সাবেক সেনা সদস্যদের আবেদন পুনর্বিবেচনা করছে সেনাবাহিনী, ধৈর্য ধরার পরামর্শ
সাবেক সেনা সদস্যদের আবেদন পুনর্বিবেচনা করছে সেনাবাহিনী, ধৈর্য ধরার পরামর্শ
‘পুলসিরাত’ ইসলামিক নাম, তাই পরিবর্তনের নির্দেশ
‘পুলসিরাত’ ইসলামিক নাম, তাই পরিবর্তনের নির্দেশ
পূজা উদযাপন পরিষদের দুই নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা
পূজা উদযাপন পরিষদের দুই নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা
আরও ১৬ ভারতীয়কে বাংলাদেশে ঢুকিয়ে দিয়েছে বিএসএফ
আরও ১৬ ভারতীয়কে বাংলাদেশে ঢুকিয়ে দিয়েছে বিএসএফ
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রসঙ্গ
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রসঙ্গ