X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

চিৎকার শুনে ছিনতাইকারীর পেছনে ছুটলেন পুলিশ সদস্য

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জানুয়ারি ২০২২, ০২:৩২আপডেট : ১৭ জানুয়ারি ২০২২, ০২:৩২

রাজধানীর ভিক্টোরিয়া পার্কের সামনে থেকে ফাহিমা চৌধুরী নামে এক নারীর ব্যাগ ও মোবাইল ফোন নিয়ে যায় ছিনতাইকারী। এতে চিৎকার করে উঠেন তিনি। একটু সামনে ছিলেন এক ট্রাফিক সার্জেন্ট। চিৎকার শুনে ছুটলেন ছিনতাইকারীর পেছনে। মুহূর্তের মধ্যে ছিনতাইকারীকে আটক করেন এ পুলিশ সদস্য।

রবিবার( ১৬ জানুয়ারি) দুপুরে পুরান ঢাকার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

জানা যায়, ভিকটিম ফাহিমা চৌধুরী নামে এক নারী  পুরান ঢাকার শাখারী বাজার হয়ে ভিক্টোরিয়া পার্কের সামনে আসেন। এরপর একটি এটিএম বুথ থেকে টাকা তোলেন। তা দেখে তার পিছু নেয় ছিনতাইকারী। এরপর হঠাৎ করে নারীর হাতে থাকা  ব্যাগটি  টান দিয়ে নিয়ে যায়। এতে ওই নারী চিৎকার করলে একজন পুলিশ সদস্যের সহায়তায় ওই ছিনতাইকারীকে আটক করা হয়।

ভিকটিম ফাহিমা চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ছিনতাইকারীকে আটকের পর ব্যাগ, টাকা ও মোবাইল  বুঝিয়ে দিয়েছেন ওই পুলিশ সদস্য। তিনি বলেন, ‘আমি খুবই সন্তুষ্ট যে মুহূর্তের মধ্যে আমার সমস্যাটি সমাধান করেছে পুলিশ। মানুষ পুলিশের কাছ থেকে এতো তাড়াতাড়ি সহযোগিতা পায় সেটা আমার জানা ছিল না। তবে আজ আমি নিজের চোখে দেখলাম পুলিশ আমাদের মত সাধরণ মানুষদেরও দ্রুততম সময়ের মধ্যে উপকার করে। আমি ওই পুলিশ সদস্যকে ধন্যবাদ জানাই।’

এ বিষয়ে ট্রাফিক সার্জেন্টের উপ-পরিদর্শক প্রকাশ মধু বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আজ রবিবার দুপুর ১ টা দিকে ভিক্টোরিয়া পার্কের সামনে আমি ডিউটি করছিলাম। হঠাৎ দেখলাম এক নারী ব্যাগ ছিনতাই করে নিয়ে যাচ্ছে বলে চিৎকার করছে। পরে ছিনতাইকারীকে দেখে তাকে ধরার জন্য তার পিছু ছুটলাম। এরপর ছিনতাইকারীকে ঢাকা জেলা প্রশাসকের গেটের সামনে আটক করতে সক্ষম হই। এরপর তার কাছ থেকে ভিকটিম মহিলার ব্যাগ ও মোবাইল ফোন উদ্ধার করে ওই নারীকে বুঝিয়ে দেই।

ছিনতাইকারীকে সংশ্লিষ্ট কোতয়ালী থানায় পাঠিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান ওই পুলিশ সদস্য।

/টিএইচ/জেজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া