X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

দুই ভারতীয় শিক্ষার্থীর ছিনিয়ে নেওয়া মালামালসহ সাত জন গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জানুয়ারি ২০২২, ১৫:৩২আপডেট : ২৯ জানুয়ারি ২০২২, ১৫:৩২

ভারত থেকে পড়তে আসা দুই শিক্ষার্থীর ছিনিয়ে নেওয়া মালামাল উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা গোয়েন্দা বিভাগ। এ সময় সাত জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২৮ জানুয়ারি) রাজধানী ঢাকা ও কেরানীগঞ্জ মডেল থানা এলাকা হতে তাদের গ্রেফতার করা হয়।

শনিবার (২৯ জানুয়ারি) ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে গোয়েন্দা বিভাগের (দক্ষিণ) যুগ্ম কমিশনার মাহবুব আলম এ তথ্য জানান।

গ্রেফতাররা হলো মো. ফখরুল ইসলাম ওরফে ফকু, মো. আলমাস, মো. মামুন, মো. আব্দুল্লাহ আল ইউসুফ আহম্মেদ ওরফে আসিক, মো. শাহিন, মো. বাবু ও মো. শফিকুল ইসলাম। 

তিনি জানান, এসময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার, দুটি চাপাতি, ছিনিয়ে নেওয়া একটি ল্যাপটপ ও একটি মোবাইলসহ মোট ১৮টি মোবাইল উদ্ধার করা হয়। এছাড়া ছিনিয়ে নেওয়া টাকার মধ্যে ৪৩ হাজার ৯৫০ ভারতীয় রুপি ও নগদ ৩ হাজার টাকা উদ্ধার করা হয়। 

গ্রেফতাররা ‘পেশাদার ডাকাত’ উল্লেখ করে মাহবুব আলম বলেন, গোয়েন্দা রমনা জোনাল টিম ছায়া তদন্তকালে গত ২৮ জানুয়ারি কেরানীগঞ্জ মডেল থানা ও ঢাকা শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাতির ঘটনায় তারা তাদের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। 

প্রসঙ্গত, ভারতের নাগরিক শাহীল আহমেদ ও আসিফ ইকবাল রাজধানীর ডা. সিরাজুল মেডিক্যাল কলেজে পড়াশোনা করছেন। গত ২৩ জানুয়ারি দুই সপ্তাহের ছুটিতে দেশে যাচ্ছিলেন তারা। দেশের উদ্দেশে ফ্লাইট ধরতে ভোরে রাজধানীর মগবাজারে তাদের হোস্টেল থেকে বের হন তারা। পথিমধ্যে একটি সাদা রঙের প্রাইভেটকার তাদের গতিরোধ করে। প্রাইভেটকার হতে অজ্ঞাতনামা মুখোশধারী চার জন লোক তাদের ঘিরে ফেলে। তাদের মধ্য থেকে দুই জন গলায় চাপাতি ঠেকায়, অপর দুই জন তাদের সঙ্গে থাকা ১ ট্রলি ব্যাগ, একটি হ্যান্ডব্যাগ, একটি ল্যাপটপ, দুইটি মোবাইল ফোন, ৫৭ হাজার নগদ ভারতীয় রুপি, নগদ ৭ হাজার ৬০০ বাংলাদেশি টাকাসহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিয়ে যায়।

এ ঘটনায় ২৩ জানুয়ারি রমনা মডেল থানায় একটি মামলা করা হয়।

/আরটি/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা