X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

একুশে ফেব্রুয়ারি উপলক্ষে সারাদেশে নজরদারি বাড়ানো হয়েছে: র‌্যাব মহাপরিচালক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ ফেব্রুয়ারি ২০২২, ১২:৪৭আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২২, ১২:৫৪

একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে যেকোনও ধরনের অপতৎপরতা রোধে রাজধানীসহ সারাদেশে নজরদারি বাড়িয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)। সংস্থাটির মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, ‘যতটুকু দরকার তার সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।’

রবিবার (২০ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

র‌্যাব মহাপরিচালক বলেন, শহীদ মিনার কেন্দ্র করে কোনোধরনের অপতৎপরতা নিয়ন্ত্রণে র‌্যাবের নজরদারি অব্যাহত রয়েছে। প্রো-অ্যাকটিভ তল্লাশি হিসেবে কাজ করে থাকি আমরা। কোনোধরনের (আশঙ্কামূলক) তথ্য আমাদের কাছে নেই। যে কোনও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছে। স্পেশাল ফোর্স রাখা হয়েছে। শহীদ মিনারসহ বিভিন্ন অনুষ্ঠানে নারীরা যেন টিজিংয়ের শিকার না হন, সে বিষয়ে বিশেষ নজরদারি থাকবে। শিশুদের জন্য নিরাপত্তা বিশেষ ব্যবস্থা থাকবে। নারী এবং শিশুদের নিরাপত্তার বিষয়ে সতর্ক থাকবো এবং সবার প্রতি শ্রদ্ধাবোধ বজায় রাখার আহ্বান জানান।

ভার্চুয়াল জগতে গুজব এবং উসকানিমূলক ও মিথ্যা তথ্যসহ অন্যান্য সাইবার অপরাধ রোধকল্পে র‌্যাবের সাইবার মনিটরিং টিম অনলাইনে সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রেখেছে বলেও জানান তিনি। তাছাড়া এসব বিষয়ে কারও কাছে বিশেষ কোনও তথ্য থাকলে ০১৭৭৭ ৭২০ ০২৯ এই নম্বরে জানানোর আহ্বান জানান তিনি।

একুশে ফেব্রুয়ারি উপলক্ষে সারাদেশে নজরদারি বাড়ানো হয়েছে: র‌্যাব মহাপরিচালক

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের বিভিন্ন অনুষ্ঠান শহীদ মিনারসহ দেশের বিভিন্ন জায়গায় এই দিবসটি উপলক্ষে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। র‌্যাবের বিভিন্ন ব্যাটালিয়ন নিজ নিজ এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি মোকাবেলায় নিয়োজিত রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘র‌্যাব সতর্ক রয়েছে, টহল থাকবে। সাদা পোশাকে এবং পোশাকি সদস্যরাও দায়িত্বে থাকবেন।’ শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য করোনার সময়ে সরকার নির্ধারিত স্বাস্থ্যবিধি প্রতিপালন করার জন্য আগতদের প্রতি আহ্বান জানান র‌্যাব প্রধান।

চৌধুরী আবদুল্লাহ আল মামুন জানান, র‌্যাবের ডগ স্কোয়াড দিয়ে শহীদ মিনার এলাকায় সুইপিং করা হয়েছে। এরপর শহীদ মিনার এলাকা ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তত্ত্বাবধানে দেওয়া হবে। কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় অবজারভেশন পোস্ট, চেকপোস্ট করা হচ্ছে। আগামী একুশে ফেব্রুয়ারির দিনে সেখানে র‌্যাবের বোম্ব স্কোয়াড ও একটি মেডিক্যাল টিম মোতায়েন থাকবে বলেও জানান তিনি।

একুশে ফেব্রুয়ারি উপলক্ষে সারাদেশে নজরদারি বাড়ানো হয়েছে: র‌্যাব মহাপরিচালক

/আরটি/ইউএস/
সম্পর্কিত
গাইবান্ধায় গৃহবধূ হত্যা মামলায় পলাতক ৫ আসামি গ্রেফতার
জামিনে বেরিয়ে আবারও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছিল টুন্ডা বাবু
রাজশাহীতে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, ‘মূল হোতা’ গ্রেফতার
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৫)
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
পাবনায় দুই শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
পাবনায় দুই শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি